ETV Bharat / state

আমফানের তাণ্ডবে হাওড়ায় 82 কোটি টাকার বেশি মূল্যের ফসল নষ্ট

author img

By

Published : May 26, 2020, 11:45 AM IST

আমফানের প্রভাবে ক্ষতিগ্রস্ত হাওড়ার কৃষিক্ষেত্রে । কৃষিক্ষেত্রে মোট ক্ষতির পরিমাণ 82 কোটি টাকার বেশি।

Paddy
ধান জমি

হাওড়া, 26 মে : আমফানের প্রভাবে কম-বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলা । সেই তালিকায় রয়েছে হাওড়াও । কৃষিবিভাগের তথ্য অনুযায়ী, হাওড়া জেলায় ধান ও অন্যান্য মিলিয়ে 82 কোটি টাকার বেশি মূল্যের ফসল নষ্ট হয়েছে।

হাওড়ায় আমফানের জেরে প্রতি ঘণ্টায় 133 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে । বৃষ্টির পরিমাণ 51.4 মিলিলিটার । আর তাতেই ক্ষতিগ্রস্ত জেলার কৃষিজমি । সবথেকে বেশি ক্ষতি হয়েছে ধান জমির ।

কৃষিবিভাগের তথ্য অনুযায়ী, জেলায় মোট 17 হাজার 714 হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে । যার মধ্যে 1200 হেক্টরের ক্ষেত্রে জমি থেকে ঝড়ের আগে ধান তোলা সম্ভব হয়নি । তাই ওই 1200 হেক্টর জায়গায় জমিতেই ধান নষ্ট হয়েছে । সব মিলিয়ে 82 কোটি টাকার বেশি মূল্যের ফসল নষ্ট হয়েছে। যার মধ্যে বেশিরভাগ ক্ষতি হয়েছে ধানের। আর তাতেই চিন্তায় রয়েছেন চাষিরা । কারণ এত পরিমাণ ক্ষতি পূরণ করা খুব একটা সহজ বিষয় নয় । ফলে, এই ক্ষতি সামাল দিতে সরকারের দিকেই তাকিয়ে রয়েছেন তাঁরা ।

গ্রামীণ হাওড়ার পাঁচলা ব্লকের এক ধান চাষির বক্তব্য, "আমফানের দাপটে ধান চাষে ব্যাপক ক্ষতি হয়েছে । যা সামলানো এই মুহূর্তে খুব কঠিন । ঝড়ের আগে অর্ধেক ধান তুলতে পেরেছিলাম । বাকি অর্ধেক ধান জমিতেই নষ্ট হয়েছে ।"

হাওড়া, 26 মে : আমফানের প্রভাবে কম-বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলা । সেই তালিকায় রয়েছে হাওড়াও । কৃষিবিভাগের তথ্য অনুযায়ী, হাওড়া জেলায় ধান ও অন্যান্য মিলিয়ে 82 কোটি টাকার বেশি মূল্যের ফসল নষ্ট হয়েছে।

হাওড়ায় আমফানের জেরে প্রতি ঘণ্টায় 133 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে । বৃষ্টির পরিমাণ 51.4 মিলিলিটার । আর তাতেই ক্ষতিগ্রস্ত জেলার কৃষিজমি । সবথেকে বেশি ক্ষতি হয়েছে ধান জমির ।

কৃষিবিভাগের তথ্য অনুযায়ী, জেলায় মোট 17 হাজার 714 হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে । যার মধ্যে 1200 হেক্টরের ক্ষেত্রে জমি থেকে ঝড়ের আগে ধান তোলা সম্ভব হয়নি । তাই ওই 1200 হেক্টর জায়গায় জমিতেই ধান নষ্ট হয়েছে । সব মিলিয়ে 82 কোটি টাকার বেশি মূল্যের ফসল নষ্ট হয়েছে। যার মধ্যে বেশিরভাগ ক্ষতি হয়েছে ধানের। আর তাতেই চিন্তায় রয়েছেন চাষিরা । কারণ এত পরিমাণ ক্ষতি পূরণ করা খুব একটা সহজ বিষয় নয় । ফলে, এই ক্ষতি সামাল দিতে সরকারের দিকেই তাকিয়ে রয়েছেন তাঁরা ।

গ্রামীণ হাওড়ার পাঁচলা ব্লকের এক ধান চাষির বক্তব্য, "আমফানের দাপটে ধান চাষে ব্যাপক ক্ষতি হয়েছে । যা সামলানো এই মুহূর্তে খুব কঠিন । ঝড়ের আগে অর্ধেক ধান তুলতে পেরেছিলাম । বাকি অর্ধেক ধান জমিতেই নষ্ট হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.