হাওড়া, 17 জুলাই: কয়েক কোটি টাকার সোনা এবং নগদ টাকা উদ্ধার ঘিরে চাঞ্চল্য হাওড়া স্টেশনে । স্টেশনের নতুন কমপ্লেক্সের 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে রবিবার উদ্ধার হয় বিপুল পরিমাণ অর্থ এবং গয়না (Huge Quantity Gold and Money Seized in Howrah Station) ৷ এদিন গোপন সূত্রে খবর পেয়ে, হাওড়া স্টেশন থেকে ললিত কুমার নামের এক ব্যক্তিকে প্রথমে আটক এবং জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করেন কর্তব্যরত আরপিএফ কর্মীরা।
ধৃতের কাছে থেকে 5 কেজি 135 গ্রাম সোনা উদ্ধার হয়। যার আনুমানিক বাজার মূল্য 2 কোটি 61 লাখ 88 হাজার 500 টাকা। এছাড়াও ধৃতের কাছ থেকে 47 হাজার নগদ টাকা উদ্ধার করেন আরপিএফ আধিকারিকরা। সবমিলিয়ে 2 কোটি 62 লক্ষ 35 হাজার 500 টাকার মূল্যের সম্পদ উদ্ধার হয় ওই ব্যক্তির থেকে। ধৃতের থেকে উদ্ধার হওয়া এত বিপুল সামগ্রী কোথা থেকে এল, তার সঠিক উত্তর দিতে না পারায় তাকে গ্রেফতার করেন হাওড়া আরপিএফের আধিকারিকরা। তাঁর বিরুদ্ধে আইন মোতাবেক মামলা রুজু করা হয়েছে বলেই আরপিএফ সূত্রে খবর।
আরও পড়ুন: মন্দির থেকে চুরি লক্ষাধিক টাকার সামগ্রী
তদন্তকারী আধিকারিকদের তরফে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ ধৃতের সঙ্গে আন্তঃরাজ্য অথবা আন্তর্জাতিক পাচার চক্র জড়িত আছে কি না, তাও তদন্ত করে দেখছে রেল পুলিশের তদন্তকারী আধিকারিকরা।