ETV Bharat / state

আইজিবিসি প্ল্যাটিনাম পুরস্কার পেল হাওড়া স্টেশন - Howrah Station

Howrah Station: 5 মাসের মধ্যে গোল্ড রেটিং থেকে প্ল্যাটিনাম রেটিংয়ে উত্তরণ হাওড়া স্টেশনের ৷ পুরনো স্টেশন হিসেবে আইজিবিসি পুরস্কার পেল হাওড়া স্টেশন ৷

ETV Bharat
হাওড়া স্টেশন
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2024, 8:49 PM IST

হাওড়া, 3 জানুয়ারি: দেশের সবচেয়ে পুরনো স্টেশনগুলোর মধ্যে হাওড়া স্টেশন অন্যতম । আর সেই পুরনো স্টেশন হিসাবে আইজিবিসি প্ল্যাটিনাম পুরস্কার পেল পূর্বরেলের হাওড়া স্টেশন । ভারতীয় রেলের বৃহত্তম, ব্যস্ততম এবং প্রাচীনতম রেলওয়ে স্টেশনগুলির মধ্যে একটি হল হাওড়া । আনুমানিক 6.5 লক্ষ যাত্রীর দৈনিক যাতায়াতের সাক্ষী এই স্টেশনে দীর্ঘ অনুশীলন এবং পরিবেশগত দায়িত্বের প্রতি অসাধারণ প্রতিশ্রুতি বজায় রেখে পূর্বরেল গ্রিন রেটিংয়ের ইতিহাসে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে । যার জেরে বিগত পাঁচ মাসের মধ্যে স্টেশনের সবুজ রেটিং গোল্ড থেকে প্ল্যাটিনামে উত্তরণ করা সম্ভব হয়েছে ।

কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল) ভারতীয় রেলওয়ের পরিবেশ অধিদফতরের সহায়তায় গ্রিন রেলওয়ে স্টেশন রেটিং সিস্টেম তৈরি করা হয়েছে । এই রেটিংয়ের প্রধান উদ্দেশ্য হল সবুজ ধারণাগুলি গ্রহণের সুবিধা প্রদান করা, যার ফলে স্টেশন পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের কারণে প্রতিকূল পরিবেশগত প্রভাবগুলি কমানো ৷ রেটিং সিস্টেমে স্টেশনের 'সবুজ পারফরম্যান্স' এবং ক্রমাগত ভিত্তিতে পারফরম্যান্স বাড়ানোর জন্য যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সে বিষয়ে স্টেশন পরিচালনাকে তাদের বর্তমান অবস্থান বুঝতে সাহায্য করবে । সবুজ রেটিংগুলিকে মূল্যায়িত্ব (50-59), সিলভার (60-69), গোল্ড (70-79), এবং প্ল্যাটিনাম (80-89) হিসাবে শ্রেণিবদ্ধ করা হয়েছে ৷ যার মধ্যে হাওড়া রেলস্টেশন 83-এর মূল্য অর্জন করেছে ।

2018 সালের এপ্রিল থেকে প্ল্যাটিনামের দিকে যাত্রা শুরু করে পূর্বরেলের হাওড়া স্টেশন সিলভার রেটিং পেয়েছিল ৷ যা 2021 সালের জুন পর্যন্ত বৈধ ছিল ৷ ব্যাপক পরিবেশগত প্রকল্প এবং পুনরায় শংসাপত্রের প্রচেষ্টার পরে, স্টেশনটি 2023 সালের 23 জুন গোল্ড রেটিং অর্জন করেছিল ৷ তবে এতেই সন্তুষ্ট না হয়ে ভারতীয় শিল্প কনফেডারেশন কর্তৃক প্রদত্ত মর্যাদাপূর্ণ প্ল্যাটিনাম রেটিং অর্জনের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়েছে - ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল (CII - IGBC) ৷ যার ফলস্বরূপ 3 জানুয়ারি 2024 সোনা থেকে প্ল্যাটিনামে রূপান্তর ৷ যা স্টেশনের পরিবেশগত কর্মক্ষমতা, শক্তি ও জলের দক্ষতা এবং সামগ্রিক সবুজ উদ্যোগের অসামান্য উন্নতিকে নির্দেশ করে ।

রেল কর্তৃপক্ষ, কর্মচারী, যাত্রী এবং সকল স্টেকহোল্ডারদের সম্মিলিত প্রচেষ্টা এই অসাধারণ যাত্রায় সহায়ক হয়েছে । হাওড়া স্টেশনের প্ল্যাটিনাম রেটিংয়ের জন্য পূর্ব রেলওয়ে দ্বারা গৃহীত মূল উদ্যোগগুলির মধ্যে রয়েছে :

বর্জ্য নিষ্পত্তি ব্যবস্থার উন্নতি: জোড়া ডাস্টবিন-সহ একটি শক্তিশালী বর্জ্য নিষ্পত্তি ব্যবস্থা, উৎসকে পৃথকীকরণ এবং একটি কেন্দ্রীভূত বর্জ্য সংগ্রহের সুবিধা হয়েছে ।

নন-ফেয়ার বক্স রাজস্বের জন্য সম্পত্তি উন্নয়ন: বন্দে ভারত এক্সপ্রেসের উন্নয়ন-সহ ব্রাউনফিল্ড পুনঃউন্নয়ন উদ্যোগে উদ্ভাবন করা হয়েছে । হাওড়া রেলওয়ে স্টেশনের নতুন পুরনো কমপ্লেক্সে রেস্তোরাঁর কোচ এবং এক্সিকিউটিভ লাউঞ্জ ।

জল পরীক্ষা এবং সংগ্রহ: নিয়মিত জল পরীক্ষা এবং মিটারিং করা হচ্ছে ৷ বৃষ্টির জল সংগ্রহের বাস্তবায়নও করা হয়েছে ।

এয়ার কোয়ালিটি মনিটরিং: কার্বন মনিটরিং-সহ সমস্ত এসি রুমে বাতাসও পরীক্ষা করা হচ্ছে ।

নিয়মিতভাবে এনার্জি অডিট করা হচ্ছে, সৌর প্যানেলের সর্বোচ্চ ছাদ দিয়ে SCADA সিস্টেম চালু আছে । প্ল্যাটিনাম রেটিং অর্জন হাওড়া রেলওয়ে স্টেশনের স্থায়িত্ব এবং পরিবেশগত দায়িত্বের প্রতি অটল প্রতিশ্রুতির উদাহরণ দেয় ৷ যা দেশব্যাপী অন্যান্য রেলওয়ে স্টেশন এবং প্রতিষ্ঠানগুলির জন্য একটি প্রশংসনীয় উদাহরণ স্থাপন করে ।

আরও পড়ুন :

1 'যাত্রী সাথী' অ্যাপ পরিষেবাতেও ভোগান্তির শিকার যাত্রীরা

2 'অমৃত ভারত' প্রকল্পের আওতায় সেজে উঠছে হাওড়া বিভাগের 9টি স্টেশন

3 হাওড়া ময়দান স্টেশনে মেট্রোর কাজ প্রায় শেষ ; বসছে এফসি-পিসি গেট

হাওড়া, 3 জানুয়ারি: দেশের সবচেয়ে পুরনো স্টেশনগুলোর মধ্যে হাওড়া স্টেশন অন্যতম । আর সেই পুরনো স্টেশন হিসাবে আইজিবিসি প্ল্যাটিনাম পুরস্কার পেল পূর্বরেলের হাওড়া স্টেশন । ভারতীয় রেলের বৃহত্তম, ব্যস্ততম এবং প্রাচীনতম রেলওয়ে স্টেশনগুলির মধ্যে একটি হল হাওড়া । আনুমানিক 6.5 লক্ষ যাত্রীর দৈনিক যাতায়াতের সাক্ষী এই স্টেশনে দীর্ঘ অনুশীলন এবং পরিবেশগত দায়িত্বের প্রতি অসাধারণ প্রতিশ্রুতি বজায় রেখে পূর্বরেল গ্রিন রেটিংয়ের ইতিহাসে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে । যার জেরে বিগত পাঁচ মাসের মধ্যে স্টেশনের সবুজ রেটিং গোল্ড থেকে প্ল্যাটিনামে উত্তরণ করা সম্ভব হয়েছে ।

কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল) ভারতীয় রেলওয়ের পরিবেশ অধিদফতরের সহায়তায় গ্রিন রেলওয়ে স্টেশন রেটিং সিস্টেম তৈরি করা হয়েছে । এই রেটিংয়ের প্রধান উদ্দেশ্য হল সবুজ ধারণাগুলি গ্রহণের সুবিধা প্রদান করা, যার ফলে স্টেশন পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের কারণে প্রতিকূল পরিবেশগত প্রভাবগুলি কমানো ৷ রেটিং সিস্টেমে স্টেশনের 'সবুজ পারফরম্যান্স' এবং ক্রমাগত ভিত্তিতে পারফরম্যান্স বাড়ানোর জন্য যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সে বিষয়ে স্টেশন পরিচালনাকে তাদের বর্তমান অবস্থান বুঝতে সাহায্য করবে । সবুজ রেটিংগুলিকে মূল্যায়িত্ব (50-59), সিলভার (60-69), গোল্ড (70-79), এবং প্ল্যাটিনাম (80-89) হিসাবে শ্রেণিবদ্ধ করা হয়েছে ৷ যার মধ্যে হাওড়া রেলস্টেশন 83-এর মূল্য অর্জন করেছে ।

2018 সালের এপ্রিল থেকে প্ল্যাটিনামের দিকে যাত্রা শুরু করে পূর্বরেলের হাওড়া স্টেশন সিলভার রেটিং পেয়েছিল ৷ যা 2021 সালের জুন পর্যন্ত বৈধ ছিল ৷ ব্যাপক পরিবেশগত প্রকল্প এবং পুনরায় শংসাপত্রের প্রচেষ্টার পরে, স্টেশনটি 2023 সালের 23 জুন গোল্ড রেটিং অর্জন করেছিল ৷ তবে এতেই সন্তুষ্ট না হয়ে ভারতীয় শিল্প কনফেডারেশন কর্তৃক প্রদত্ত মর্যাদাপূর্ণ প্ল্যাটিনাম রেটিং অর্জনের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়েছে - ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল (CII - IGBC) ৷ যার ফলস্বরূপ 3 জানুয়ারি 2024 সোনা থেকে প্ল্যাটিনামে রূপান্তর ৷ যা স্টেশনের পরিবেশগত কর্মক্ষমতা, শক্তি ও জলের দক্ষতা এবং সামগ্রিক সবুজ উদ্যোগের অসামান্য উন্নতিকে নির্দেশ করে ।

রেল কর্তৃপক্ষ, কর্মচারী, যাত্রী এবং সকল স্টেকহোল্ডারদের সম্মিলিত প্রচেষ্টা এই অসাধারণ যাত্রায় সহায়ক হয়েছে । হাওড়া স্টেশনের প্ল্যাটিনাম রেটিংয়ের জন্য পূর্ব রেলওয়ে দ্বারা গৃহীত মূল উদ্যোগগুলির মধ্যে রয়েছে :

বর্জ্য নিষ্পত্তি ব্যবস্থার উন্নতি: জোড়া ডাস্টবিন-সহ একটি শক্তিশালী বর্জ্য নিষ্পত্তি ব্যবস্থা, উৎসকে পৃথকীকরণ এবং একটি কেন্দ্রীভূত বর্জ্য সংগ্রহের সুবিধা হয়েছে ।

নন-ফেয়ার বক্স রাজস্বের জন্য সম্পত্তি উন্নয়ন: বন্দে ভারত এক্সপ্রেসের উন্নয়ন-সহ ব্রাউনফিল্ড পুনঃউন্নয়ন উদ্যোগে উদ্ভাবন করা হয়েছে । হাওড়া রেলওয়ে স্টেশনের নতুন পুরনো কমপ্লেক্সে রেস্তোরাঁর কোচ এবং এক্সিকিউটিভ লাউঞ্জ ।

জল পরীক্ষা এবং সংগ্রহ: নিয়মিত জল পরীক্ষা এবং মিটারিং করা হচ্ছে ৷ বৃষ্টির জল সংগ্রহের বাস্তবায়নও করা হয়েছে ।

এয়ার কোয়ালিটি মনিটরিং: কার্বন মনিটরিং-সহ সমস্ত এসি রুমে বাতাসও পরীক্ষা করা হচ্ছে ।

নিয়মিতভাবে এনার্জি অডিট করা হচ্ছে, সৌর প্যানেলের সর্বোচ্চ ছাদ দিয়ে SCADA সিস্টেম চালু আছে । প্ল্যাটিনাম রেটিং অর্জন হাওড়া রেলওয়ে স্টেশনের স্থায়িত্ব এবং পরিবেশগত দায়িত্বের প্রতি অটল প্রতিশ্রুতির উদাহরণ দেয় ৷ যা দেশব্যাপী অন্যান্য রেলওয়ে স্টেশন এবং প্রতিষ্ঠানগুলির জন্য একটি প্রশংসনীয় উদাহরণ স্থাপন করে ।

আরও পড়ুন :

1 'যাত্রী সাথী' অ্যাপ পরিষেবাতেও ভোগান্তির শিকার যাত্রীরা

2 'অমৃত ভারত' প্রকল্পের আওতায় সেজে উঠছে হাওড়া বিভাগের 9টি স্টেশন

3 হাওড়া ময়দান স্টেশনে মেট্রোর কাজ প্রায় শেষ ; বসছে এফসি-পিসি গেট

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.