ETV Bharat / state

Howrah Social Worker: রেলের দখল হয়ে যাওয়া জমি ফেরানোর আন্দোলন করে ঘরছাড়া সমাজকর্মী, রেলমন্ত্রীর কাছে পৌঁছে দিলেন বার্তা - সমাজকর্মী প্রতাপ বসু

রেলের জমি ফিরিয়ে দেওয়ার আন্দোলন করে হাওড়ায় ঘরছাড়া সমাজকর্মী প্রতাপ বসু ৷ শুক্রবার রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেন ওই সমাজকর্মী (Howrah Social Worker is under threat of land mafias)৷

ETV Bharat
রেলমন্ত্রীর সঙ্গে দেখা করার অপেক্ষায় প্রতাপ বসু ও তাঁর সংগঠনের সদস্যরা
author img

By

Published : Dec 30, 2022, 11:03 PM IST

Updated : Dec 30, 2022, 11:09 PM IST

ঘরছাড়া সমাজকর্মী প্রতাপ বসু

হাওড়া, 30 ডিসেম্বর: বেদখল হয়ে যাওয়া রেলের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার দশ বছরের লড়াই । তার জেরে দুষ্ট চক্রের রোষে দশ বছর ঘরছাড়া সমাজকর্মী । বিষয়টি নিয়ে শুক্রবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেন প্রতাপ বসু নামে ওই সমাজকর্মী ৷

বেদখল হয়ে যাওয়া রেলের সম্পত্তি (Howrah Railway Land) রেলকে পাইয়ে দেবার জন্য টানা দশ বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন হাওড়ার সাঁকরাইল ব্লকের বাসিন্দা প্রতাপ বসু । জমি মাফিয়াদের হুমকির মুখে দাঁড়িয়ে বাড়ি ছাড়াও হতে হয়েছে তাঁকে । হাওড়ার সাঁকরাইল ব্লকের মৌরিগ্রামের বাসিন্দা এই সমাজকর্মী । শুক্রবার হাওড়া-এনজেপি বন্দে ভারত ট্রেনের সূচনা উপলক্ষে হাওড়া স্টেশনে হাজির ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ সেখানেই এই বিষয়ে তাঁর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন প্রতাপ বসু (Pratap Basu) ও তাঁর সঙ্গীরা (Howrah Social Worker is under threat of land mafias) ৷

এদিন বন্দে ভারতের উদ্বোধনে ভিভিআইপি'দের উপস্থিতি উপলক্ষে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল স্টেশন চত্বর । তাই ভিতরে ঢুকতে না পেরে গেটের বাইরের এক জায়গাতেই ওই সমাজকর্মী তাঁর সংগঠনের সদস্যদের সঙ্গে নিয়ে ফ্লেক্স হাতে দাঁড়িয়ে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দৃষ্টি আকর্ষণের জন্য । তাঁর অভিযোগ, রেলের অনেক দুর্নীতিপরায়ণ আধিকারিকরা অসাধু প্রোমোটার ও জমি মাফিয়াদের সঙ্গে যুক্ত হয়ে রেলের জমি বেদখল করে দেওয়ার ধান্দা করে যাচ্ছেন । আর এই চক্রই রেলের বহু সম্পত্তি দখল করে প্রোমোটিংয়ের ব্যবসা চালাচ্ছে ।

আরও পড়ুন : পায়ে পায়ে যাদবপুর শ্রমজীবী ক্যান্টিনের 1000 দিন

প্রতাপ বসু জানিয়েছেন, তিনি মনে করেন দেশের নাগরিক হিসাবে তাঁর কর্তব্য এইসব জমি রেলকে ফেরত দেওয়া । তবে এই কাজ করতে গিয়ে তাঁর অনেকবার প্রাণ সংশয় ঘটেছে । যদিও সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্য সরকারের তরফ থেকে 2 জন সুরক্ষা কর্মী পেয়েছেন তবে তিনি ৷ তবে এখনও তিনি নিজের বাড়িতে ঢুকতে পারছেন না । তাই যথেষ্ট নিরাপত্তাহীনতায় ভুগছেন । তাই রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে যান তিনি (social worker Pratap Basu) ৷

এদিন হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের গেট দিয়ে প্রবেশ করার সময় বিষয়টি নজরে পড়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের । তিনি তাঁর পিএকে দিয়ে প্রতাপবাবুর কাছ থেকে তাঁর দাবিপত্র সংগ্রহ করিয়ে নেন ৷ তবে এই সমাজকর্মী জানিয়েছেন, সমস্যার সমাধান না হলে প্রয়োজনে তাঁরা দিল্লি যাবেন ৷

ঘরছাড়া সমাজকর্মী প্রতাপ বসু

হাওড়া, 30 ডিসেম্বর: বেদখল হয়ে যাওয়া রেলের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার দশ বছরের লড়াই । তার জেরে দুষ্ট চক্রের রোষে দশ বছর ঘরছাড়া সমাজকর্মী । বিষয়টি নিয়ে শুক্রবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেন প্রতাপ বসু নামে ওই সমাজকর্মী ৷

বেদখল হয়ে যাওয়া রেলের সম্পত্তি (Howrah Railway Land) রেলকে পাইয়ে দেবার জন্য টানা দশ বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন হাওড়ার সাঁকরাইল ব্লকের বাসিন্দা প্রতাপ বসু । জমি মাফিয়াদের হুমকির মুখে দাঁড়িয়ে বাড়ি ছাড়াও হতে হয়েছে তাঁকে । হাওড়ার সাঁকরাইল ব্লকের মৌরিগ্রামের বাসিন্দা এই সমাজকর্মী । শুক্রবার হাওড়া-এনজেপি বন্দে ভারত ট্রেনের সূচনা উপলক্ষে হাওড়া স্টেশনে হাজির ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ সেখানেই এই বিষয়ে তাঁর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন প্রতাপ বসু (Pratap Basu) ও তাঁর সঙ্গীরা (Howrah Social Worker is under threat of land mafias) ৷

এদিন বন্দে ভারতের উদ্বোধনে ভিভিআইপি'দের উপস্থিতি উপলক্ষে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল স্টেশন চত্বর । তাই ভিতরে ঢুকতে না পেরে গেটের বাইরের এক জায়গাতেই ওই সমাজকর্মী তাঁর সংগঠনের সদস্যদের সঙ্গে নিয়ে ফ্লেক্স হাতে দাঁড়িয়ে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দৃষ্টি আকর্ষণের জন্য । তাঁর অভিযোগ, রেলের অনেক দুর্নীতিপরায়ণ আধিকারিকরা অসাধু প্রোমোটার ও জমি মাফিয়াদের সঙ্গে যুক্ত হয়ে রেলের জমি বেদখল করে দেওয়ার ধান্দা করে যাচ্ছেন । আর এই চক্রই রেলের বহু সম্পত্তি দখল করে প্রোমোটিংয়ের ব্যবসা চালাচ্ছে ।

আরও পড়ুন : পায়ে পায়ে যাদবপুর শ্রমজীবী ক্যান্টিনের 1000 দিন

প্রতাপ বসু জানিয়েছেন, তিনি মনে করেন দেশের নাগরিক হিসাবে তাঁর কর্তব্য এইসব জমি রেলকে ফেরত দেওয়া । তবে এই কাজ করতে গিয়ে তাঁর অনেকবার প্রাণ সংশয় ঘটেছে । যদিও সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্য সরকারের তরফ থেকে 2 জন সুরক্ষা কর্মী পেয়েছেন তবে তিনি ৷ তবে এখনও তিনি নিজের বাড়িতে ঢুকতে পারছেন না । তাই যথেষ্ট নিরাপত্তাহীনতায় ভুগছেন । তাই রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে যান তিনি (social worker Pratap Basu) ৷

এদিন হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের গেট দিয়ে প্রবেশ করার সময় বিষয়টি নজরে পড়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের । তিনি তাঁর পিএকে দিয়ে প্রতাপবাবুর কাছ থেকে তাঁর দাবিপত্র সংগ্রহ করিয়ে নেন ৷ তবে এই সমাজকর্মী জানিয়েছেন, সমস্যার সমাধান না হলে প্রয়োজনে তাঁরা দিল্লি যাবেন ৷

Last Updated : Dec 30, 2022, 11:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.