ETV Bharat / state

Howrah School : বিশ্বের সেরা দশে হাওড়ার স্কুল, টুইটে অভিনন্দনবার্তা মুখ্যমন্ত্রী'র

বিশ্বের সেরা দশের মধ্যে স্বীকৃতি পেল হাওড়ার বেসরকারি স্কুল সামারিতান মিশন (Howrah School recognized as one of the top ten in the world) । টুইটে মুখ্যমন্ত্রীর অভিনন্দন ৷

Top Ten School in World
বিশ্বের সেরা দশের মধ্যে স্বীকৃতিতে হাওড়ার স্কুল
author img

By

Published : Jun 10, 2022, 8:13 PM IST

হাওড়া, 10 জুন : ইংল্যান্ডের একটি গবেষণামূলক সমীক্ষাতে উঠে আসা তথ্য অনুযায়ী হাওড়ার সামারিতান মিশন স্কুলকে পৃথিবীর অন্যতম দশটি সেরা স্কুলের মধ্যে একটি বলে ঘোষণা করে টি-ফোর এডুকেশন নামের একটি সংস্থা (Howrah School recognized as one of the top ten in the world)।

এই তথ্য সামনে আসার পরেই টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, "সমস্ত প্রতিকূলতা কাটিয়ে উঠে এই স্থানে পৌঁছেছে হাওড়ার সামারিতান মিশন স্কুল। এর জন্য অভিনন্দন।" মুখ্যমন্ত্রীর অভিনন্দনের পাশাপাশি সংস্থার সাফল্যে খুশি শিক্ষক থেকে ছাত্র সকলেই।

সংস্থার কর্ণধার মামুদ নাটকর জানান, পুরস্কার পেয়েছেন এতে তিনি খুশি। যদিও যে টিমের সঙ্গে তিনি কাজ করে চলেছেন এটা সকলের অংশীদারিত্বের জন্যই সম্ভব হয়েছে। তিনি বিবেকানন্দের বাণীতে অনুপ্রাণিত বলেই জানান। পাশাপাশি তিনি এও জানান, পুরস্কার পাওয়ার আনন্দ আরও বেশি হয়েছে মুখ্যমন্ত্রী অভিনন্দন জানানোই ৷

বিশ্বের সেরা দশের মধ্যে স্বীকৃতিতে হাওড়ার স্কুল

আরও পড়ুন : উচ্চমাধ্যমিকে পাশের হার 88.44%, শীর্ষে পূর্ব মেদিনীপুর

স্কুলের নবম শ্রেণির এক ছাত্র ইকরাগরি বলে, "খুবই আনন্দ হয়েছে ৷ আমাদের স্কুল বিশ্বের 10টি স্কুলের মধ্যে একটি। এটা স্কুলের কর্ণধার যিনি তাঁর জন্যই সম্ভব হয়েছে। এখানে পড়াশোনার সঙ্গে খেলাধূলা, এনসিসি করানো হয়। আর এই স্কুলের ফি খুব কম ৷ অথচ উচ্চমানের পড়াশোনা হয় এখানে।"

স্কুলের একাদশ শ্রেণির ছাত্র মহম্মদ তানভীর জানায়, এই খবর শুনে তার গর্ব অনুভব হচ্ছে। এখানে পড়াশোনার সঙ্গে খেলাধূলার জন্য মাঠ রয়েছে তাতে তারা ক্রিকেট, ফুটবল খেলে সঙ্গে তিরন্দাজিরও প্রশিক্ষণ দেওয়া হয়। কম্পিউটারের মাধ্যমে পড়াশোনা করার ব্যবস্থাও রয়েছে বলে জানায় সে ৷ সে আরও জানায়, অনেক পরিশ্রমের পরই এখানে তারা পৌঁছতে পেরেছে। আরও এগিয়ে যেতে হবে যাতে এক নম্বরে পৌঁছনো যায়।

হাওড়া, 10 জুন : ইংল্যান্ডের একটি গবেষণামূলক সমীক্ষাতে উঠে আসা তথ্য অনুযায়ী হাওড়ার সামারিতান মিশন স্কুলকে পৃথিবীর অন্যতম দশটি সেরা স্কুলের মধ্যে একটি বলে ঘোষণা করে টি-ফোর এডুকেশন নামের একটি সংস্থা (Howrah School recognized as one of the top ten in the world)।

এই তথ্য সামনে আসার পরেই টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, "সমস্ত প্রতিকূলতা কাটিয়ে উঠে এই স্থানে পৌঁছেছে হাওড়ার সামারিতান মিশন স্কুল। এর জন্য অভিনন্দন।" মুখ্যমন্ত্রীর অভিনন্দনের পাশাপাশি সংস্থার সাফল্যে খুশি শিক্ষক থেকে ছাত্র সকলেই।

সংস্থার কর্ণধার মামুদ নাটকর জানান, পুরস্কার পেয়েছেন এতে তিনি খুশি। যদিও যে টিমের সঙ্গে তিনি কাজ করে চলেছেন এটা সকলের অংশীদারিত্বের জন্যই সম্ভব হয়েছে। তিনি বিবেকানন্দের বাণীতে অনুপ্রাণিত বলেই জানান। পাশাপাশি তিনি এও জানান, পুরস্কার পাওয়ার আনন্দ আরও বেশি হয়েছে মুখ্যমন্ত্রী অভিনন্দন জানানোই ৷

বিশ্বের সেরা দশের মধ্যে স্বীকৃতিতে হাওড়ার স্কুল

আরও পড়ুন : উচ্চমাধ্যমিকে পাশের হার 88.44%, শীর্ষে পূর্ব মেদিনীপুর

স্কুলের নবম শ্রেণির এক ছাত্র ইকরাগরি বলে, "খুবই আনন্দ হয়েছে ৷ আমাদের স্কুল বিশ্বের 10টি স্কুলের মধ্যে একটি। এটা স্কুলের কর্ণধার যিনি তাঁর জন্যই সম্ভব হয়েছে। এখানে পড়াশোনার সঙ্গে খেলাধূলা, এনসিসি করানো হয়। আর এই স্কুলের ফি খুব কম ৷ অথচ উচ্চমানের পড়াশোনা হয় এখানে।"

স্কুলের একাদশ শ্রেণির ছাত্র মহম্মদ তানভীর জানায়, এই খবর শুনে তার গর্ব অনুভব হচ্ছে। এখানে পড়াশোনার সঙ্গে খেলাধূলার জন্য মাঠ রয়েছে তাতে তারা ক্রিকেট, ফুটবল খেলে সঙ্গে তিরন্দাজিরও প্রশিক্ষণ দেওয়া হয়। কম্পিউটারের মাধ্যমে পড়াশোনা করার ব্যবস্থাও রয়েছে বলে জানায় সে ৷ সে আরও জানায়, অনেক পরিশ্রমের পরই এখানে তারা পৌঁছতে পেরেছে। আরও এগিয়ে যেতে হবে যাতে এক নম্বরে পৌঁছনো যায়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.