ETV Bharat / state

ঘোলাটে পানীয় জল, দুর্ভোগে হাওড়াবাসী - হাওড়া পৌরসভার একাধিক ওয়ার্ডে পানীয় জলের সমস্যা

হাওড়া পৌরসভার একাধিক ওয়ার্ডে পানীয় জলের সমস্যা । বিশেষত উত্তর হাওড়ার 2,3,4,5,10,15 নং ওয়ার্ডে পৌরসভার ভূগর্ভস্থ পানীয় জল ঘোলা অবস্থায় সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ । এলাকার অনেক মানুষ জলবাহিত রোগের সমস্যায় ভরতি হয়েছেন সত্যবালা ID হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে ।

Howrah people face trouble on yellow color drinking water issue
পানীয় জলের রং হলুদ, দূর্ভোগে হাওড়াবাসী
author img

By

Published : Feb 16, 2020, 4:10 AM IST

Updated : Feb 16, 2020, 2:36 PM IST

হাওড়া, 16 ফেব্রুয়ারি : জলের অপর নাম জীবন । আর সেই জলেই এখন প্রাণ ওষ্ঠাগত হাওড়াবাসীর । হাওড়া পৌরসভার একাধিক ওয়ার্ডে পানীয় জলের সমস্যা । বিশেষত উত্তর হাওড়ার 2,3,4,5,10,15 নং ওয়ার্ডে পৌরসভার ভূগর্ভস্থ পানীয় জল ঘোলা অবস্থায় সরবরাহ করা হচ্ছে । অধিকাংশ বাড়িতে এই জল আসায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা । এই জল খেয়ে ডায়ারিয়া ও হজমের সমস্যা সংক্রান্ত অসুখ বাড়ছে বলে অভিযোগ ৷

মধ্য হাওড়া ও শিবপুর এলাকাতেও জলবাহিত রোগের শিকার হচ্ছেন শহরবাসী । এলাকার অনেক মানুষ জলবাহিত রোগের কারণে ভরতি সত্যবালা ID হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে । পুরুষ, মহিলা ও শিশু প্রত্যেকেই আক্রান্ত ৷

পৌরসভার কমিশনার বিজিন কৃষ্ণ জানান, জল প্রকল্পের জল পরীক্ষা করা হয়েছে । সেই জল ঠিক আছে । এই জল সরবরাহ করার সময় পাইপ লাইনে কোনো ফাটল থাকায় নোংরা মিশে এই সমস্যা হয়েছে । পৌরসভার ইঞ্জিনিয়াররা সেটা চিহ্নিত করার চেষ্টা করছেন । খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে বলে কমিশনারের আশ্বাস ।

ঘোলাটে পানীয় জল, দুর্ভোগে হাওড়াবাসী

হাওড়া, 16 ফেব্রুয়ারি : জলের অপর নাম জীবন । আর সেই জলেই এখন প্রাণ ওষ্ঠাগত হাওড়াবাসীর । হাওড়া পৌরসভার একাধিক ওয়ার্ডে পানীয় জলের সমস্যা । বিশেষত উত্তর হাওড়ার 2,3,4,5,10,15 নং ওয়ার্ডে পৌরসভার ভূগর্ভস্থ পানীয় জল ঘোলা অবস্থায় সরবরাহ করা হচ্ছে । অধিকাংশ বাড়িতে এই জল আসায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা । এই জল খেয়ে ডায়ারিয়া ও হজমের সমস্যা সংক্রান্ত অসুখ বাড়ছে বলে অভিযোগ ৷

মধ্য হাওড়া ও শিবপুর এলাকাতেও জলবাহিত রোগের শিকার হচ্ছেন শহরবাসী । এলাকার অনেক মানুষ জলবাহিত রোগের কারণে ভরতি সত্যবালা ID হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে । পুরুষ, মহিলা ও শিশু প্রত্যেকেই আক্রান্ত ৷

পৌরসভার কমিশনার বিজিন কৃষ্ণ জানান, জল প্রকল্পের জল পরীক্ষা করা হয়েছে । সেই জল ঠিক আছে । এই জল সরবরাহ করার সময় পাইপ লাইনে কোনো ফাটল থাকায় নোংরা মিশে এই সমস্যা হয়েছে । পৌরসভার ইঞ্জিনিয়াররা সেটা চিহ্নিত করার চেষ্টা করছেন । খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে বলে কমিশনারের আশ্বাস ।

ঘোলাটে পানীয় জল, দুর্ভোগে হাওড়াবাসী
Last Updated : Feb 16, 2020, 2:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.