ETV Bharat / state

Coronavirus Howrah: বাড়ছে কোভিড, ব্যবস্থা নিতে একজোট জেলা প্রশাসন ও পৌরনিগম - করোনাভাইরাস

কোভিডের (Covid 19) সংক্রমণ বৃদ্ধি রুখতে জেলা প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করল হাওড়া পৌরনিগম (Howrah Municipal Corporation)।

howrah municipal corporation taking measures to control coronavirus cases
বাড়ছে কোভিড, ব্যবস্থা নিতে একজোট জেলা প্রশাসন ও পৌরনিগম
author img

By

Published : Oct 22, 2021, 9:55 PM IST

কলকাতা, 22 অক্টোবর: জেলাতে ফের কোভিডের (Covid 19) চোখরাঙানি । সংক্রমণ রুখতে জেলা প্রশাসনকে নিয়ে একসঙ্গে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করল হাওড়া পৌরনিগম (Howrah Municipal Corporation)।

দুর্গাপুজোর পর থেকে আবার রাজ্যে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ । সামান্য বৃদ্ধি হলেও এই বৃদ্ধিকে হালকাভাবে নিয়ে রাজি নয় রাজ্য প্রশাসন । নবান্ন থেকে ইতিমধ্যেই জেলাশাসক, জেলা স্বাস্থ্য দফতর ও পুলিশ কর্তাদের দেওয়া হয়েছে জরুরি নির্দেশ । সেই মতো হাওড়া জেলাতে পৌরনিগম এলাকায় গঠিত হয়েছে একটি সমন্বয় কমিটি । এই কমিটিতে পৌরনিগমের কর্তা, জেলাশাসক, স্বাস্থ্য আধিকারিক-সহ রয়েছেন হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা ।

আজ হাওড়া পৌরনিগমের তরফ থেকে পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ডা. সুজয় চক্রবর্তী জানান, হাওড়া পৌরনিগম এলাকায় কিছু এলাকাকে চিহ্নিত করা হয়েছে । যে এলাকাতে কোভিডের সংক্রমণ বাড়ছে, সেখানে টিকা দেওয়ার শিবিরের সংখ্যা বাড়ানো হবে । পাশাপাশি জেলা স্বাস্থ্য দফতর থেকে যে টেলি কলিং করা হয় কোভিড আক্রান্ত পরিবারকে, সেই কাজটাও পৌরনিগম তদারকি করবে ।

আরও পড়ুন: Jagdeep Dhankhar: পাহাড় সফর শেষ করেই মমতাকে আক্রমণ ধনকড়ের

তিনি আরও বলেন, কোনও পরিবারের কেউ সংক্রমিত হলে তাঁর সঙ্গে সংস্পর্শে যাঁরা আসবেন তাঁদের কোভিড পরীক্ষা করানোর উপরে নজরদারি রাখবে পৌরনিগম । এর মাধ্যমে কোভিড পজিটিভদের সঠিক সংখ্যা নির্ণয় করা সম্ভব হবে । পাশাপাশি কোভিড সংক্রমণের ক্ষেত্রে বাজার এলাকাগুলোর উপর বিশেষ নজর রাখা হচ্ছে । পূর্বের সিদ্ধান্ত মতোই পৌরনিগম এলাকার মধ্যে সমস্ত বাজারগুলো সপ্তাহে একদিন বন্ধ রাখা হবে । বাজার কমিটির যাঁরা সদস্য তাঁদের সঙ্গে বসে আলোচনা করা হবে । বাজার এলাকাতে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক রাখতে কড়া নজরদারি রাখা হবে । এ ছাড়াও বাজারগুলোতে বড় গাড়ির মাধ্যমে স্যানিটাইজেশন করার চেষ্টাও করা হবে ।

আরও পড়ুন: Monsoon West Bengal : শনিবার পুরোপুরি বিদায় বর্ষার, অপেক্ষা শুরু শীতের

সুজয় চক্রবর্তী আরও জানান, হাওড়া পৌরনিগম এলাকার মধ্যে কিছু বাজার ছড়ানো অবস্থায় বসে । আবার কিছু বাজার আছে যেখানে নির্দিষ্ট গেট দিয়ে ঢুকতে হয় । সেই প্রবেশদ্বারে স্যানিটাইজেশন চ্যানেল বসানোর পরিকল্পনাও করা হচ্ছে পৌরনিগমের তরফ থেকে । এ ছাড়াও হাওড়া সিটি পুলিশ, জেলা স্বাস্থ্য দফতর ও জেলাশাসকের দফতর থেকে আধিকারিকদের নিয়ে একটা যৌথ টিম তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি । পৌরনিগম এলাকায় যেখানে মাইক্রো কনটেইনমেন্ট জোন রয়েছে, সেখানে ওই বিশেষ টিমের সদস্যরা যাবেন । ওই জোনে কোনও নির্দিষ্ট সমস্যা থাকলে তার সমাধানের জন্য তাঁরা কাজ করবেন । পাশাপাশি ওই জোনের বর্তমান পরিস্থিতি কী তাও তারা নজরদারি চালাবেন ।

আরও পড়ুন: Corona in India : করোনা গ্রাফের ওঠানামা জারি, সংক্রমণ কমে দাঁড়াল 15 হাজারে

দুর্গাপুজোর পর থেকেই গুটি গুটি পায়ে বাড়ছে কোভিড সংক্রমণ । চলতি মাসের গোড়ার দিকে সংক্রমণের সংখ্যা 40-50 জনের মধ্যে থাকলেও গত 24 ঘন্টায় তা বেড়ে দাঁড়িয়েছে 65 জনে । আর এই বাড়তে থাকা সংক্রমণে সিঁদুরে মেঘ দেখছে জেলা প্রশাসন । তাই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে এই সংক্রমণকে মোকাবিলা করতে কোমর বেঁধে নামতে চাইছে পৌরনিগম ও জেলা প্রশাসন ।

আরও পড়ুন : Corona in Bengal : রাজ্যে কিছুটা কমল দৈনিক করোনা সংক্রমণ, বাড়ল মৃতের সংখ্যা

কলকাতা, 22 অক্টোবর: জেলাতে ফের কোভিডের (Covid 19) চোখরাঙানি । সংক্রমণ রুখতে জেলা প্রশাসনকে নিয়ে একসঙ্গে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করল হাওড়া পৌরনিগম (Howrah Municipal Corporation)।

দুর্গাপুজোর পর থেকে আবার রাজ্যে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ । সামান্য বৃদ্ধি হলেও এই বৃদ্ধিকে হালকাভাবে নিয়ে রাজি নয় রাজ্য প্রশাসন । নবান্ন থেকে ইতিমধ্যেই জেলাশাসক, জেলা স্বাস্থ্য দফতর ও পুলিশ কর্তাদের দেওয়া হয়েছে জরুরি নির্দেশ । সেই মতো হাওড়া জেলাতে পৌরনিগম এলাকায় গঠিত হয়েছে একটি সমন্বয় কমিটি । এই কমিটিতে পৌরনিগমের কর্তা, জেলাশাসক, স্বাস্থ্য আধিকারিক-সহ রয়েছেন হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা ।

আজ হাওড়া পৌরনিগমের তরফ থেকে পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ডা. সুজয় চক্রবর্তী জানান, হাওড়া পৌরনিগম এলাকায় কিছু এলাকাকে চিহ্নিত করা হয়েছে । যে এলাকাতে কোভিডের সংক্রমণ বাড়ছে, সেখানে টিকা দেওয়ার শিবিরের সংখ্যা বাড়ানো হবে । পাশাপাশি জেলা স্বাস্থ্য দফতর থেকে যে টেলি কলিং করা হয় কোভিড আক্রান্ত পরিবারকে, সেই কাজটাও পৌরনিগম তদারকি করবে ।

আরও পড়ুন: Jagdeep Dhankhar: পাহাড় সফর শেষ করেই মমতাকে আক্রমণ ধনকড়ের

তিনি আরও বলেন, কোনও পরিবারের কেউ সংক্রমিত হলে তাঁর সঙ্গে সংস্পর্শে যাঁরা আসবেন তাঁদের কোভিড পরীক্ষা করানোর উপরে নজরদারি রাখবে পৌরনিগম । এর মাধ্যমে কোভিড পজিটিভদের সঠিক সংখ্যা নির্ণয় করা সম্ভব হবে । পাশাপাশি কোভিড সংক্রমণের ক্ষেত্রে বাজার এলাকাগুলোর উপর বিশেষ নজর রাখা হচ্ছে । পূর্বের সিদ্ধান্ত মতোই পৌরনিগম এলাকার মধ্যে সমস্ত বাজারগুলো সপ্তাহে একদিন বন্ধ রাখা হবে । বাজার কমিটির যাঁরা সদস্য তাঁদের সঙ্গে বসে আলোচনা করা হবে । বাজার এলাকাতে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক রাখতে কড়া নজরদারি রাখা হবে । এ ছাড়াও বাজারগুলোতে বড় গাড়ির মাধ্যমে স্যানিটাইজেশন করার চেষ্টাও করা হবে ।

আরও পড়ুন: Monsoon West Bengal : শনিবার পুরোপুরি বিদায় বর্ষার, অপেক্ষা শুরু শীতের

সুজয় চক্রবর্তী আরও জানান, হাওড়া পৌরনিগম এলাকার মধ্যে কিছু বাজার ছড়ানো অবস্থায় বসে । আবার কিছু বাজার আছে যেখানে নির্দিষ্ট গেট দিয়ে ঢুকতে হয় । সেই প্রবেশদ্বারে স্যানিটাইজেশন চ্যানেল বসানোর পরিকল্পনাও করা হচ্ছে পৌরনিগমের তরফ থেকে । এ ছাড়াও হাওড়া সিটি পুলিশ, জেলা স্বাস্থ্য দফতর ও জেলাশাসকের দফতর থেকে আধিকারিকদের নিয়ে একটা যৌথ টিম তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি । পৌরনিগম এলাকায় যেখানে মাইক্রো কনটেইনমেন্ট জোন রয়েছে, সেখানে ওই বিশেষ টিমের সদস্যরা যাবেন । ওই জোনে কোনও নির্দিষ্ট সমস্যা থাকলে তার সমাধানের জন্য তাঁরা কাজ করবেন । পাশাপাশি ওই জোনের বর্তমান পরিস্থিতি কী তাও তারা নজরদারি চালাবেন ।

আরও পড়ুন: Corona in India : করোনা গ্রাফের ওঠানামা জারি, সংক্রমণ কমে দাঁড়াল 15 হাজারে

দুর্গাপুজোর পর থেকেই গুটি গুটি পায়ে বাড়ছে কোভিড সংক্রমণ । চলতি মাসের গোড়ার দিকে সংক্রমণের সংখ্যা 40-50 জনের মধ্যে থাকলেও গত 24 ঘন্টায় তা বেড়ে দাঁড়িয়েছে 65 জনে । আর এই বাড়তে থাকা সংক্রমণে সিঁদুরে মেঘ দেখছে জেলা প্রশাসন । তাই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে এই সংক্রমণকে মোকাবিলা করতে কোমর বেঁধে নামতে চাইছে পৌরনিগম ও জেলা প্রশাসন ।

আরও পড়ুন : Corona in Bengal : রাজ্যে কিছুটা কমল দৈনিক করোনা সংক্রমণ, বাড়ল মৃতের সংখ্যা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.