হাওড়া, 30 এপ্রিল : অবসরপ্রাপ্ত পৌর কর্মীদের বকেয়া গ্রাচুইটির টাকা মিটিয়ে নেওয়ার উদ্যোগ নিল হাওড়া পৌরনিগম (Howrah Municipal Corporation)। শনিবার হাওড়া পৌরনিগমের মোট 70 জন কর্মীর অবসরকালীন গ্রাচুইটির টাকা মিটিয়ে দেওয়ার ঘোষণা করা হয় নগর নিগমের পক্ষ থেকে।
নিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী জানান, বহু বছর ধরে অবসরকালীন গ্রাচুইটির টাকা বকেয়া ছিল কর্মীদের। বারবার তাঁরা অফিসে এসে তাঁদের বকেয়া অর্থের জন্য আবেদন জানান। তাঁদের কথা মাথায় রেখেই এই বছরের বাজেটে বকেয়া গ্রাচুইটির জন্য অর্থ বরাদ্দ করা হয়। মোট আড়াই কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান তিনি। মে মাসের মধ্যেই এই 70 জন কর্মীর গ্রাচুইটির টাকা মিটিয়ে দেওয়া হবে বলেই দাবি করেন তিনি।
আরও পড়ুন : প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা, না-মানলে জরিমানা
সুজয় বলেন, "এই কর্মীদের পেনশন চালু হয়ে গিয়েছে । তবে দীর্ঘ কয়েক বছর ধরে গ্রাচুইটির এই অর্থ বকেয়া ছিল। এই 70 জনের মধ্যে ব্যক্তিগত পেনশন ও ফ্যামিলি পেনসন ভোগীরাও রয়েছেন ।'' পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ করে বলেন, "রাজ্যের বকেয়া টাকা কেন্দ্র আটকে রেখেছে। এতে রাজ্যের উন্নয়ন ও মানুষকে পরিষেবা দেওয়ার কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে ৷"