হাওড়া, 18 এপ্রিল: হাওড়ায় নতুন করে কোরোনায় আক্রান্ত আরও সাতজন । জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত 24 ঘণ্টায় আরও সাত COVID-19 সংক্রমিতের খোঁজ মিলেছে । তাঁরা বর্তমানে ILS হাওড়া, সত্যবালা ID ও MR বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন । এর পাশাপাশি অন্য কারও শরীরে সংক্রমণ রয়েছে কি না সে ব্যাপারে খোঁজ চালাচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ ।
হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবানী দাস বলেন, "শেষ 24 ঘণ্টার যে তালিকা এসেছে তাতে দেখা গেছে নতুন করে সংক্রমিত আরও সাতজন । এদিকে গতকালই নবান্ন থেকে হাওড়াকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কারণ ইতিমধ্যেই রাজ্য সরকারের নিরিখে হাওড়া রেড জ়োন ।"
শেষ কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা । ফলে, সংক্রমণ ঠেকাতে মুখ্যমন্ত্রী আগামী 14 দিনের মধ্যে হাওড়াকে অরেঞ্জ জ়োনে নিয়ে আসার নির্দেশ দেন । সেই মোতাবেক কড়া হাতে লকডাউন সফল করতে আজ সকাল থেকেই নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন । তবে 14 দিনের মধ্যে হাওড়ার মতো এলাকাকে রেড জ়োন থেকে অরেঞ্জ জ়োনে আনাটা এখন প্রশাসনের কাছে চ্যালেঞ্জ ।