ETV Bharat / state

অমিত শাহের জনসভার তোড়জোড় শুরু ডুমুরজলায় - হাওড়ায় অমিত শাহ

31 জানুয়ারি হাওড়ার ডুমুরজলা ময়দানে অমিত শাহের জনসভা । আর তারই প্রস্তুতি নিতে শুরু করেছেন হাওড়ার বিজেপি নেতারা । আগে থেকে ডুমুরজলা ময়দান বুক করা হল সংগঠনের পক্ষ থেকে ।

অমিত শাহের জনসভার তোড়জোড় শুরু ডুমুরজলায়
অমিত শাহের জনসভার তোড়জোড় শুরু ডুমুরজলায়
author img

By

Published : Jan 21, 2021, 12:19 PM IST

হাওড়া, 21 জানুয়ারি : চলতি মাসের শেষে হাওড়ায় অমিত শাহের জনসভা করতে পারেন । হাওড়া জেলা বিজেপির পক্ষ থেকে জানা গেছে । ডুমুরজলা ময়দানে তাঁর জনসভা হওয়ার কথা রয়েছে । আর তার জন্য গতকাল অনুমতি চেয়ে হাওড়া ইম্প্রুভমেন্ট ট্রাস্টকে লিখিত আবেদন জানাল জেলা বিজেপি ।

আবেদনে রয়েছে, 28 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত ডুমুরজলা ময়দান বুক করার অনুমতি চাওয়া হয়েছে । জেলা বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই সভাস্থান প্রস্তুতির তোড়জোড় শুরু হয়ে গেছে । সংগঠনের কয়েকজন নেতা ময়দান পরিদর্শন ও প্রস্তুতি খতিয়ে দেখতে আসতে শুরু করেছেন ।

আবেদন পত্র
আবেদন পত্র

আরও পড়ুন : অমিত শাহর সঙ্গে আজ বৈঠক, দিল্লিতে রাজ্য বিজেপির নেতারা

হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা ময়দান পরিদর্শনের পর বলেন, "অমিত শাহ 31 জানুয়ারি হাওড়ায় সভা করবেন কি না তা এখনও পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না । তবে সম্ভাবনা প্রবল । ডুমুরজলা ময়দান যদি না পাওয়া যায়, তবে হাওড়ার গুলমোহরে রেলের ময়দানে সভা হতে পারে । ওই দিন তৃণমূলের অনেক নেতা বিজেপিতে যোগ দেবেন ।"

হাওড়া, 21 জানুয়ারি : চলতি মাসের শেষে হাওড়ায় অমিত শাহের জনসভা করতে পারেন । হাওড়া জেলা বিজেপির পক্ষ থেকে জানা গেছে । ডুমুরজলা ময়দানে তাঁর জনসভা হওয়ার কথা রয়েছে । আর তার জন্য গতকাল অনুমতি চেয়ে হাওড়া ইম্প্রুভমেন্ট ট্রাস্টকে লিখিত আবেদন জানাল জেলা বিজেপি ।

আবেদনে রয়েছে, 28 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত ডুমুরজলা ময়দান বুক করার অনুমতি চাওয়া হয়েছে । জেলা বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই সভাস্থান প্রস্তুতির তোড়জোড় শুরু হয়ে গেছে । সংগঠনের কয়েকজন নেতা ময়দান পরিদর্শন ও প্রস্তুতি খতিয়ে দেখতে আসতে শুরু করেছেন ।

আবেদন পত্র
আবেদন পত্র

আরও পড়ুন : অমিত শাহর সঙ্গে আজ বৈঠক, দিল্লিতে রাজ্য বিজেপির নেতারা

হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা ময়দান পরিদর্শনের পর বলেন, "অমিত শাহ 31 জানুয়ারি হাওড়ায় সভা করবেন কি না তা এখনও পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না । তবে সম্ভাবনা প্রবল । ডুমুরজলা ময়দান যদি না পাওয়া যায়, তবে হাওড়ার গুলমোহরে রেলের ময়দানে সভা হতে পারে । ওই দিন তৃণমূলের অনেক নেতা বিজেপিতে যোগ দেবেন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.