ETV Bharat / state

Arati Cotton Mills : আরতি কটন মিল নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি অধীর চৌধুরীর - Howrah Cotton Mill latest News

এনটিসি-র অধীনে থাকা হাওড়ার দাসনগরে আরতি কটন মিল খাতায় কলমে চালু থাকলেও মাসের অর্ধেক দিন কাজ থাকে না শ্রমিকদের ৷ বেতনও ঠিকঠাক পান না তাঁরা ৷ এ নিয়ে আগেও আন্দোলন হয়েছে ৷ ফের নতুন করে আন্দোলনে নামছে শ্রমিক সংগঠন (Howah Arati Cotton Mill labour demonstration) ৷

Arati Cotton Mill Demonstration
জুট মিল খোলার দাবিতে আন্দোলন
author img

By

Published : Dec 1, 2021, 8:38 AM IST

Updated : Dec 20, 2021, 8:31 AM IST

হাওড়া, 1 ডিসেম্বর : আরতি কটন মিল সম্পূর্ণরূপে চালুর দাবিতে বিক্ষোভ হাওড়ায় ৷ আগামী দিনে একাধিক কর্মসূচি নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক সংগঠনগুলি ৷ এদিকে এই কারখানা পুরোপুরি চালু করার ব্যাপারে তদ্বির করলেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী ৷

দেশে কেন্দ্রীয় সরকার অনুমোদিত এনটিসি-র কটন মিলগুলি বর্তমানে ধুঁকছে ৷ কিছু মিল চালু থাকলেও শ্রমিকরা পুরো বেতন পান না ৷ দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি ৷ তেমন একটি জুটমিল পশ্চিমবঙ্গের হাওড়ায় অবস্থিত 'আরতি কটন মিল' (Arati Cotton Mills ) ৷ অবিলম্বে কারখানাটিতে উৎপাদন শুরুর পাশাপাশি প্রাপ্য বেতনের দাবিতে মঙ্গলবার কটন মিলের গেটের সামনে হাওড়া জেলা মহিলা কংগ্রেসের সভাপতি শ্রাবন্তী সিংয়ের নেতৃত্বে একটি বিক্ষোভ সমাবেশ হয় ৷ উপস্থিত ছিলেন আইএনটিইউসি-র হাওড়া জেলার শ্রমিক নেতা মানস বন্দ্যোপাধ্যায় (Howah Arati Cotton Mill labour demonstration) ৷

বস্ত্র মন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি অধীর চৌধুরীর
বস্ত্র মন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি অধীর চৌধুরীর

পশ্চিমবঙ্গের আরতি কটন মিল সমেত ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশনের (National Textile Corporation, NTC) অধীনে দেশে মোট 23টি কটন মিল আছে । এর মধ্যে মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের 22 টি কটন মিল দীর্ঘদিন বন্ধ রয়েছে । হাওড়ার দাসনগরে আরতি কটন মিল বন্ধ না হলেও কার্যত মৃতপ্রায় । বর্তমানে 448 জন শ্রমিক কাজ করেন, হাতেগোনা কিছু শ্রমিক স্থায়ী ৷ আর বেশিরভাগ শ্রমিক ঠিকাদারের অধীনে কাজ করেন ।

ধুঁকতে থাকা আরতি কটন মিল সহ আরও বন্ধ হওয়া কটন মিল নিয়ে বৃহত্তর আন্দোলনের পথে শ্রমিক সংগঠন

আরও পড়ুন : হাওড়ার কটন মিল খোলার দাবিতে স্মৃতি ইরানিকে চিঠি অধীরের

শ্রমিক নেতা মানস বন্দ্যোপাধ্যায় জানান, আগেও তাঁরা এ নিয়ে বেশকিছু কর্মসূচি করেছেন, আগামী দিনেও তা চলবে ৷ তিনি বলেন, "2020-তে একমাত্র অধীর চৌধুরীর কৃতিত্বেই আরতি কটন মিল খুলেছিল ৷ সেই সময় কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী ছিলেন স্মৃতি ইরানি (Smriti Irani) ৷ তাঁকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছিলেন কংগ্রেস নেতা ৷" তাঁর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আইএনটিইউসি নেতা জানান মিল খুললেও উৎপাদন চালু হয়নি ৷ তখন মাত্র 3টি মেশিন চালু হলেও এখন মাত্র 1টি মেশিন চলছে ৷ এমনকি অন্য রাজ্য়গুলিতেও প্রতিটি মিল বন্ধ, তাই কোথাও উৎপাদন হচ্ছে না ৷

মিলের এই সমস্যা নিয়ে ফের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর শরাণপন্ন হন তাঁরা ৷ এই প্রসঙ্গে মানস বন্দ্যোপাধ্যায় বলেন, "আগে শুধু আরতি মিল ছিল ৷ এখন এর সঙ্গে আরও 22টি মিল একসঙ্গে আন্দোলনে যোগ দিয়েছে ৷" তিনি জানান কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বিষয়টি শুনে 25 অক্টোবর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আরতি কটন মিল-সহ আরও 22 টি মিল অবিলম্বে চালুর আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন । প্রধানমন্ত্রীর নির্দেশে কংগ্রেস নেতা 27 নভেম্বর কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলকেও চিঠি দেন ।

প্রধানমন্ত্রী লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে আশ্বস্ত করেছেন, চলতি শীতকালীন সংসদীয় অধিবেশনের মধ্যে কোনও একটি দিনে একটি বিশেষ বৈঠকে আরতি কটন মিল-সহ বাকি মিলগুলি খোলার ব্যবস্থা নেবেন, জানান আইএনটিইউসি নেতা মানস বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন : আরতি কটন মিল অবিলম্বে চালুর দাবিতে বিক্ষোভ

জানা গিয়েছে, আন্দোলন জোরদার করতে 'সেভ এনটিসি' (Save NTC) শীর্ষক কর্মসূচি নিয়ে 6 ডিসেম্বর দিল্লি পৌঁছে সব শ্রমিক সংগঠনগুলি একসঙ্গে বৈঠক করবে ৷ সেখানে কেরালা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পণ্ডিচেরি, কর্নাটক-সহ মোট 9টি রাজ্যের মিলের শ্রমিক সংগঠন অংশ নেবে ৷ এ বিষয়ে শ্রমিক নেতা মানস বলেন, "দিল্লিতে প্রত্যেক শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে একটি সর্বভারতীয় স্মারকলিপি জমা দেওয়া হবে ৷ 7 তারিখ প্রতিটি সাংসদ, প্রতিটি রাজনৈতিক দলের নেতা, কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির নেতাদের কাছে স্মারকলিপি দেওয়া হবে ৷"

কটন মিল খোলায় কংগ্রেস নেতা অধীর চৌধুরীর অবদান নিয়ে হাওড়ার মহিলা কংগ্রেসের সভাপতি শ্রাবন্তী সিং বলেন, "অধীর চৌধুরী বরাবরই শ্রমিক দরদী ৷ তাই আমরা ওনার কাছে বারে বারে গিয়েছি ৷ উনি ব্যক্তিগত ভাবে সব দিক দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ৷" তবে এই 'সেভ এনটিসি' (Save NTC) আন্দোলন নিয়ে যতদূর যেতে হয়, তাঁরা যাবেন বলে হুঁশিয়ারি দিলেন ৷ "শ্রমিকের অধিকার আমাদের অঙ্গীকার", বলেন মহিলা কংগ্রেস সভাপতি ৷

আরও পড়ুন : Rishra Jute Mill Chaos : কাজ না পেয়ে শ্রমিক অসন্তোষ, রিষড়ার জুট মিলে ভাঙচুর

হাওড়া, 1 ডিসেম্বর : আরতি কটন মিল সম্পূর্ণরূপে চালুর দাবিতে বিক্ষোভ হাওড়ায় ৷ আগামী দিনে একাধিক কর্মসূচি নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক সংগঠনগুলি ৷ এদিকে এই কারখানা পুরোপুরি চালু করার ব্যাপারে তদ্বির করলেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী ৷

দেশে কেন্দ্রীয় সরকার অনুমোদিত এনটিসি-র কটন মিলগুলি বর্তমানে ধুঁকছে ৷ কিছু মিল চালু থাকলেও শ্রমিকরা পুরো বেতন পান না ৷ দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি ৷ তেমন একটি জুটমিল পশ্চিমবঙ্গের হাওড়ায় অবস্থিত 'আরতি কটন মিল' (Arati Cotton Mills ) ৷ অবিলম্বে কারখানাটিতে উৎপাদন শুরুর পাশাপাশি প্রাপ্য বেতনের দাবিতে মঙ্গলবার কটন মিলের গেটের সামনে হাওড়া জেলা মহিলা কংগ্রেসের সভাপতি শ্রাবন্তী সিংয়ের নেতৃত্বে একটি বিক্ষোভ সমাবেশ হয় ৷ উপস্থিত ছিলেন আইএনটিইউসি-র হাওড়া জেলার শ্রমিক নেতা মানস বন্দ্যোপাধ্যায় (Howah Arati Cotton Mill labour demonstration) ৷

বস্ত্র মন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি অধীর চৌধুরীর
বস্ত্র মন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি অধীর চৌধুরীর

পশ্চিমবঙ্গের আরতি কটন মিল সমেত ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশনের (National Textile Corporation, NTC) অধীনে দেশে মোট 23টি কটন মিল আছে । এর মধ্যে মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের 22 টি কটন মিল দীর্ঘদিন বন্ধ রয়েছে । হাওড়ার দাসনগরে আরতি কটন মিল বন্ধ না হলেও কার্যত মৃতপ্রায় । বর্তমানে 448 জন শ্রমিক কাজ করেন, হাতেগোনা কিছু শ্রমিক স্থায়ী ৷ আর বেশিরভাগ শ্রমিক ঠিকাদারের অধীনে কাজ করেন ।

ধুঁকতে থাকা আরতি কটন মিল সহ আরও বন্ধ হওয়া কটন মিল নিয়ে বৃহত্তর আন্দোলনের পথে শ্রমিক সংগঠন

আরও পড়ুন : হাওড়ার কটন মিল খোলার দাবিতে স্মৃতি ইরানিকে চিঠি অধীরের

শ্রমিক নেতা মানস বন্দ্যোপাধ্যায় জানান, আগেও তাঁরা এ নিয়ে বেশকিছু কর্মসূচি করেছেন, আগামী দিনেও তা চলবে ৷ তিনি বলেন, "2020-তে একমাত্র অধীর চৌধুরীর কৃতিত্বেই আরতি কটন মিল খুলেছিল ৷ সেই সময় কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী ছিলেন স্মৃতি ইরানি (Smriti Irani) ৷ তাঁকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছিলেন কংগ্রেস নেতা ৷" তাঁর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আইএনটিইউসি নেতা জানান মিল খুললেও উৎপাদন চালু হয়নি ৷ তখন মাত্র 3টি মেশিন চালু হলেও এখন মাত্র 1টি মেশিন চলছে ৷ এমনকি অন্য রাজ্য়গুলিতেও প্রতিটি মিল বন্ধ, তাই কোথাও উৎপাদন হচ্ছে না ৷

মিলের এই সমস্যা নিয়ে ফের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর শরাণপন্ন হন তাঁরা ৷ এই প্রসঙ্গে মানস বন্দ্যোপাধ্যায় বলেন, "আগে শুধু আরতি মিল ছিল ৷ এখন এর সঙ্গে আরও 22টি মিল একসঙ্গে আন্দোলনে যোগ দিয়েছে ৷" তিনি জানান কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বিষয়টি শুনে 25 অক্টোবর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আরতি কটন মিল-সহ আরও 22 টি মিল অবিলম্বে চালুর আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন । প্রধানমন্ত্রীর নির্দেশে কংগ্রেস নেতা 27 নভেম্বর কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলকেও চিঠি দেন ।

প্রধানমন্ত্রী লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে আশ্বস্ত করেছেন, চলতি শীতকালীন সংসদীয় অধিবেশনের মধ্যে কোনও একটি দিনে একটি বিশেষ বৈঠকে আরতি কটন মিল-সহ বাকি মিলগুলি খোলার ব্যবস্থা নেবেন, জানান আইএনটিইউসি নেতা মানস বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন : আরতি কটন মিল অবিলম্বে চালুর দাবিতে বিক্ষোভ

জানা গিয়েছে, আন্দোলন জোরদার করতে 'সেভ এনটিসি' (Save NTC) শীর্ষক কর্মসূচি নিয়ে 6 ডিসেম্বর দিল্লি পৌঁছে সব শ্রমিক সংগঠনগুলি একসঙ্গে বৈঠক করবে ৷ সেখানে কেরালা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পণ্ডিচেরি, কর্নাটক-সহ মোট 9টি রাজ্যের মিলের শ্রমিক সংগঠন অংশ নেবে ৷ এ বিষয়ে শ্রমিক নেতা মানস বলেন, "দিল্লিতে প্রত্যেক শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে একটি সর্বভারতীয় স্মারকলিপি জমা দেওয়া হবে ৷ 7 তারিখ প্রতিটি সাংসদ, প্রতিটি রাজনৈতিক দলের নেতা, কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির নেতাদের কাছে স্মারকলিপি দেওয়া হবে ৷"

কটন মিল খোলায় কংগ্রেস নেতা অধীর চৌধুরীর অবদান নিয়ে হাওড়ার মহিলা কংগ্রেসের সভাপতি শ্রাবন্তী সিং বলেন, "অধীর চৌধুরী বরাবরই শ্রমিক দরদী ৷ তাই আমরা ওনার কাছে বারে বারে গিয়েছি ৷ উনি ব্যক্তিগত ভাবে সব দিক দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ৷" তবে এই 'সেভ এনটিসি' (Save NTC) আন্দোলন নিয়ে যতদূর যেতে হয়, তাঁরা যাবেন বলে হুঁশিয়ারি দিলেন ৷ "শ্রমিকের অধিকার আমাদের অঙ্গীকার", বলেন মহিলা কংগ্রেস সভাপতি ৷

আরও পড়ুন : Rishra Jute Mill Chaos : কাজ না পেয়ে শ্রমিক অসন্তোষ, রিষড়ার জুট মিলে ভাঙচুর

Last Updated : Dec 20, 2021, 8:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.