ETV Bharat / state

গোলাপে "কাঁটা" পশ্চিমীঝঞ্ঝা-হনুমান - hawrah farmer faces loss in rose cultivation

ব্যাপক ক্ষতির মুখে হাওড়ার গোলাপ চাষিরা৷ পশ্চিমীঝঞ্ঝা ও হনুমানের দাপটে নাজেহাল গোলাপ চাষিরা৷ এবারের মরশুমে ব্যাপক ক্ষতির মুখ দেখতে চলেছেন বলেই জানিয়েছেন তাঁরা৷

price hike of rose in valentine day
ক্ষতির মুখে হাওড়ার গোলাপ চাষীরা
author img

By

Published : Feb 11, 2020, 12:03 AM IST

হাওড়া, 10 ফেব্রুয়ারি : হাতে গোনা আর মাত্র 3 দিন ৷ তারপরই ভ্যালেন্টাইনস ডে ৷ ভালোবাসার এই দিনে প্রেমিক-প্রেমিকারা গোলাপ ফুল আদানপ্রদান করবে না তা আবার হয় নাকি ! তাই অফিস থেকে বাড়ি ফেরার পথেই হোক বা কলেজ পড়ুয়ারা, এই বিশেষ দিনে ভালোবাসার মানুষটিকে একটি গোলাপ উপহার দিতেই হবে৷ সমস্ত উপহারকে যেন ছাপিয়ে যায় লাল টুকটুকে একটা গোলাপ৷ শুধু লাল কেন শীতের এই মরশুমে বাজার ছেয়ে যায় রং-বেরঙের গোলাপে৷

হাওড়ার বাগনান, দেউলটি, ঘোড়াঘাটা, কুলগাছিয়া এলাকায় বিঘের পর বিঘে জুড়ে চাষ হয় রং-বেরঙের গোলাপের৷ এই বিশেষ দিনটিতে যেন আপনি আপনার ভালোবাসার মানুষকে সুন্দর গোলাপ ফুলটি উপহার দিতে পারেন তার জন্যই অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তাঁরা৷ তবে, এবছরে ভ্যালেন্টাইনস ডে-তে যেন বাধ সেধেছে পশ্চিমীঝঞ্ঝা ও হনুমানের দাপট৷

ক্ষতির মুখে হাওড়ার গোলাপ চাষিরা

একে তো খামখেয়ালি আবহাওয়া, তার উপর চোখের আড়াল হলেই গোলাপ বাগানে হানা দিচ্ছে হনুমানের দল৷ 10 ফুট উঁচু জাল দিয়ে ঘেরা হয়েছে বাগান, কিন্তু তাতেও রক্ষা নেই৷ চোখের আড়াল হতেই বাগানে হানা দিচ্ছে হনুমানের দল৷ যার ফলে এবারে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে চলেছে গোলাপ চাষিরা৷


গোলাপ চাষি পুলক ধারা জানান, "বাজারে এখন যে গোলাপ 7 থেকে 8 টাকায় বিক্রি হচ্ছে ভ্যালেন্টাইনস ডে-এর দিনে তা 10 থেকে 15 টাকা পর্যন্ত হয়ে যেতে পারে৷ যার ফলে ব্যপক ক্ষতি হতে পারে গোলাপ চাষিদের ৷"

হাওড়া, 10 ফেব্রুয়ারি : হাতে গোনা আর মাত্র 3 দিন ৷ তারপরই ভ্যালেন্টাইনস ডে ৷ ভালোবাসার এই দিনে প্রেমিক-প্রেমিকারা গোলাপ ফুল আদানপ্রদান করবে না তা আবার হয় নাকি ! তাই অফিস থেকে বাড়ি ফেরার পথেই হোক বা কলেজ পড়ুয়ারা, এই বিশেষ দিনে ভালোবাসার মানুষটিকে একটি গোলাপ উপহার দিতেই হবে৷ সমস্ত উপহারকে যেন ছাপিয়ে যায় লাল টুকটুকে একটা গোলাপ৷ শুধু লাল কেন শীতের এই মরশুমে বাজার ছেয়ে যায় রং-বেরঙের গোলাপে৷

হাওড়ার বাগনান, দেউলটি, ঘোড়াঘাটা, কুলগাছিয়া এলাকায় বিঘের পর বিঘে জুড়ে চাষ হয় রং-বেরঙের গোলাপের৷ এই বিশেষ দিনটিতে যেন আপনি আপনার ভালোবাসার মানুষকে সুন্দর গোলাপ ফুলটি উপহার দিতে পারেন তার জন্যই অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তাঁরা৷ তবে, এবছরে ভ্যালেন্টাইনস ডে-তে যেন বাধ সেধেছে পশ্চিমীঝঞ্ঝা ও হনুমানের দাপট৷

ক্ষতির মুখে হাওড়ার গোলাপ চাষিরা

একে তো খামখেয়ালি আবহাওয়া, তার উপর চোখের আড়াল হলেই গোলাপ বাগানে হানা দিচ্ছে হনুমানের দল৷ 10 ফুট উঁচু জাল দিয়ে ঘেরা হয়েছে বাগান, কিন্তু তাতেও রক্ষা নেই৷ চোখের আড়াল হতেই বাগানে হানা দিচ্ছে হনুমানের দল৷ যার ফলে এবারে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে চলেছে গোলাপ চাষিরা৷


গোলাপ চাষি পুলক ধারা জানান, "বাজারে এখন যে গোলাপ 7 থেকে 8 টাকায় বিক্রি হচ্ছে ভ্যালেন্টাইনস ডে-এর দিনে তা 10 থেকে 15 টাকা পর্যন্ত হয়ে যেতে পারে৷ যার ফলে ব্যপক ক্ষতি হতে পারে গোলাপ চাষিদের ৷"

Intro:পশ্চিমীঝঞ্জার জেরে গোলাপ চাষে ক্ষতির পাশাপাশি গোলাপের বাগানে হনুমানের দাপট, তার জেরেই গোলাপ চাষে ব্যাপক ক্ষতি। সামনেই ভ্যালেন্টাইনস ডে। গোলাপের দাম বাড়ার আশঙ্কা।
হাওড়ার বাগনান, দেউলটি, ঘোড়াঘাটা, কুলগাছিয়া এলাকায় কয়েকশো বিঘাজূড়ে গোলাপের চাষ হয়।
এবারে খামখেয়ালী আবহাওয়া জেরে গোলাপের ব্যাপক ক্ষতি হয়েছে। বিঘার পর বিঘার জমিতে এখন গোলাপ নেই বললেই চলে,
অনান্য বছর ভ্যালেন্টাইনস ডে আগে যে সমস্ত গোলাপ বাগান ভরে থাকত,লাল হলুদ সাদা গোলাপে সেই জমি এখন প্রায় ফাঁকা।
তার উপর গোলাপের বাগানে মাঝে মাঝেই দাপিয়ে বেড়াচ্ছে হনুমানের দল।
ফুলচাষীদের দাবি একে খামখেয়ালী আবহাওয়ার জেরে ফুলে তো ব্যাপাক ক্ষতি হয়েছে। তার উপর বাগানে বেড়েছে হনুমানের দাপট যেটুকু ফুল বাঁচানো গেছে তাও হনুমানের খেয়ে চলে যাচ্ছে, তার জন্য ১০ ফুট উঁচু জাল দিয়ে ঘেরা হয়েছে বাগান।
তবে এবার এখন বাজারে লাল গোলাপের দাম ৭ থেকে ৮ টাকা, ভ্যালেন্টাইন ডের দিন তা ১০ থেকে ১৫ টাকা পার পিস হাওয়ার আশংকা। JBody:HConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.