ETV Bharat / state

জয়শ্রীরাম বলা নিয়ে উত্তেজনা পিলখানায় - howrah clash

স্থানীয় বাসিন্দারা চাইছে, রাজনৈতিক মতপার্থক্য নিজের জায়গায় থাকুক । এলাকায় শান্তি বিরাজ করুক । প্রশাসনের তরফ থেকে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পদক্ষেপ করা হয়েছে ।

এলাকায় মোতায়েন পুলিশ
author img

By

Published : Jun 28, 2019, 5:32 PM IST

পিলখানা, 28 জুন : জয়শ্রীরাম বলা না বলা নিয়ে দু'পক্ষের বচসা ও হাতাহাতি । । আজ দুপুরে ঘটনাটি ঘটে হাওড়ায় পিলখানায় । দু'পক্ষের দু'জন সামান্য জখম হয়েছেন । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ও RAF । পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জয়শ্রীরাম বলা না বলা নিয়ে ঝামেলার সূত্রপাত । প্রথমে দু'পক্ষের লোকজন একে অপরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে । সেই বচসা হাতাহাতিতে গড়ায় । যার জেরে দু'জন জখম হয় । এদিকে খবর পেয়ে ঘটনাস্থানে আসে হাওড়া পুলিশের DC নর্থ ও ACP নর্থ । নামানো হয় RAF ও পুলিশ । তারাই জনতাকে ছত্রভঙ্গ করে ।

স্থানীয় বাসিন্দারা চাইছে, রাজনৈতিক মতপার্থক্য নিজের জায়গায় থাকুক । এলাকায় শান্তি বিরাজ করুক । প্রশাসনের তরফ থেকে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পদক্ষেপ করা হয়েছে ।

পিলখানা, 28 জুন : জয়শ্রীরাম বলা না বলা নিয়ে দু'পক্ষের বচসা ও হাতাহাতি । । আজ দুপুরে ঘটনাটি ঘটে হাওড়ায় পিলখানায় । দু'পক্ষের দু'জন সামান্য জখম হয়েছেন । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ও RAF । পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জয়শ্রীরাম বলা না বলা নিয়ে ঝামেলার সূত্রপাত । প্রথমে দু'পক্ষের লোকজন একে অপরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে । সেই বচসা হাতাহাতিতে গড়ায় । যার জেরে দু'জন জখম হয় । এদিকে খবর পেয়ে ঘটনাস্থানে আসে হাওড়া পুলিশের DC নর্থ ও ACP নর্থ । নামানো হয় RAF ও পুলিশ । তারাই জনতাকে ছত্রভঙ্গ করে ।

স্থানীয় বাসিন্দারা চাইছে, রাজনৈতিক মতপার্থক্য নিজের জায়গায় থাকুক । এলাকায় শান্তি বিরাজ করুক । প্রশাসনের তরফ থেকে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পদক্ষেপ করা হয়েছে ।

Intro:একটি গুজব কে কেন্দ্র করে উত্তেজনা হাওড়া পিলখানা মোড়ে। দুই গোষ্ঠীর মধ্যে মৃদু হাতাহাতি হয়। ঘটনায় জখম হন দুপক্ষেরই একজন করে দুজন।
উল্লেখ্য, ঝাড়খণ্ডে তানভেজ নামে এক যুবককে পিটিয়ে মারার ঘটনাকে কেন্দ্র করে ঝড় উঠেছিল গোটা দেশজুড়ে। সেই ঘটনারই প্রতিবাদে আজ পিলখানা মোড়ে জমায়েত হয় সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কুশপুতুল হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। কিন্তু অভিযোগ, এরই মাঝে বাইরের কয়েকজন যুবক জমায়েতকে লক্ষ করে কিছু মন্তব্য করে যাকে কেন্দ্র করে তৈরি হয় বিশৃঙ্খলা। বিক্ষোভরতরা ছুটে গিয়ে মারধর করেন অভিযুক্ত যুবকদের। হালকা ইট বৃষ্টিও হয়। এরমধ্যে দুপক্ষেরই একজন করে আহত জন। এদিকে ঘটনা নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি নামে পুলিশ। নামে raf। ঘটকনাস্থলে আসে হাওড়া পুলিশের ডিসি নর্থ ও এসিপি নর্থ। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষুব্ধদের ছাত্রভঙ্গ করেন। এখনো এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ও RAF।Body:গConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.