ETV Bharat / state

Groom Unnatural Death in Howrah: বৌভাতের পরদিন বরের ঝুলন্ত দেহ উদ্ধার - groom Unnatural Death in Howrah

বৌভাতের পরদিন আত্মহত্যা (Groom Unnatural Death in Howrah) করলেন বর ৷ ঘটনাটি ঘটেছে হাওড়ার শালিমার এলাকায় ৷ ঘটনায় স্তম্ভিত পরিবারের লোকজন ৷

Unnatuaral Death in Howrah
বৌভাতের রাতে বরের ঝুলন্ত দেহ উদ্ধার
author img

By

Published : Dec 10, 2021, 3:20 PM IST

Updated : Dec 10, 2021, 6:42 PM IST

হাওড়া, 10 ডিসেম্বর: ফুলশয্যার ফুলও তখনও শুকোয়নি। বাড়িতে তখনও রয়েছেন অতিথিরা। তার মধ্যেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বৌভাতের পরদিন ঘর থেকে উদ্ধার হল সদ্য বিবাহিত বরের ঝুলন্ত দেহ (Groom Unnatural Death in Howrah)। যদিও নববধূর দাবি, তাঁদের সম্পর্কে কোনও সমস্যা ছিল না। সকালে তিনি শৌচাগার থেকে ফিরে এসে দেখেন স্বামী ঝুলন্ত অবস্থায় রয়েছেন। সদ্য বিয়ে হয়েছে তাঁদের। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার শালিমার এলাকায়।

হাওড়ার শালিমার এলাকার যুবক আদর্শ সাউয়ের সঙ্গে 7 তারিখ বিবাহ হয়েছিল ব্যারাকপুরের এক যুবতীর। দুই পরিবারের দেখাশোনা করে দু'জনের বিয়ের ঠিক করেছিলেন পরিবারের লোকজন। পেশায় গাড়িচালক আদর্শ সাউয়ের এই বিয়েতে সম্মতি ছিল। ধুমধাম করেই বিয়ে হয় দু'জনের। বৃহস্পতিবার ছিল ফুলশয্যা। শুক্রবার ভোরে নববধূ ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেলে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। তিনি ফিরে এসে দেখেন ওই ঘরেই গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে আদর্শ। কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। খবর দেওয়া হয় পুলিশে। হাসপাতালে নিয়ে গেলে আদর্শ সাউকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

বৌভাতের পরদিন বরের ঝুলন্ত দেহ উদ্ধার

আরও পড়ুন: তৃণমূলে যোগ দিচ্ছেন হাওড়া পৌরনিগমের প্রাক্তন মেয়র

কিন্তু কী করে এমন ঘটনা ঘটল তা ভেবে কুল পাচ্ছেন না পরিবারের লোকেরা। নববধূ জানান, বিয়ের আগেও তাঁদের মধ্যে ফোনে কথা হত। কোনওদিন কিছু বোঝা যায়নি। এদিন ভোরে নববধূকে ফ্রেশ হওয়ার জন্য বলেছিলেন আদর্শ। আর তিনি যেতেই এই ঘটনা ঘটে। পরিবারের লোকেরাও বুঝে উঠতে পারছেন না, কেন এমন ঘটনা ঘটল। দু'জনের মধ্যে কোনও অন্য প্রেমঘটিত সম্পর্ক ছিল কিনা সেই প্রশ্নই উঠছে। ঘটনার তদন্ত শুরু করেছে বি-গার্ডেন থানার পুলিশ। বিষয়টি আত্মহত্যা কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। কারণ, এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোটও উদ্ধার হয়নি। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

হাওড়া, 10 ডিসেম্বর: ফুলশয্যার ফুলও তখনও শুকোয়নি। বাড়িতে তখনও রয়েছেন অতিথিরা। তার মধ্যেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বৌভাতের পরদিন ঘর থেকে উদ্ধার হল সদ্য বিবাহিত বরের ঝুলন্ত দেহ (Groom Unnatural Death in Howrah)। যদিও নববধূর দাবি, তাঁদের সম্পর্কে কোনও সমস্যা ছিল না। সকালে তিনি শৌচাগার থেকে ফিরে এসে দেখেন স্বামী ঝুলন্ত অবস্থায় রয়েছেন। সদ্য বিয়ে হয়েছে তাঁদের। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার শালিমার এলাকায়।

হাওড়ার শালিমার এলাকার যুবক আদর্শ সাউয়ের সঙ্গে 7 তারিখ বিবাহ হয়েছিল ব্যারাকপুরের এক যুবতীর। দুই পরিবারের দেখাশোনা করে দু'জনের বিয়ের ঠিক করেছিলেন পরিবারের লোকজন। পেশায় গাড়িচালক আদর্শ সাউয়ের এই বিয়েতে সম্মতি ছিল। ধুমধাম করেই বিয়ে হয় দু'জনের। বৃহস্পতিবার ছিল ফুলশয্যা। শুক্রবার ভোরে নববধূ ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেলে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। তিনি ফিরে এসে দেখেন ওই ঘরেই গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে আদর্শ। কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। খবর দেওয়া হয় পুলিশে। হাসপাতালে নিয়ে গেলে আদর্শ সাউকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

বৌভাতের পরদিন বরের ঝুলন্ত দেহ উদ্ধার

আরও পড়ুন: তৃণমূলে যোগ দিচ্ছেন হাওড়া পৌরনিগমের প্রাক্তন মেয়র

কিন্তু কী করে এমন ঘটনা ঘটল তা ভেবে কুল পাচ্ছেন না পরিবারের লোকেরা। নববধূ জানান, বিয়ের আগেও তাঁদের মধ্যে ফোনে কথা হত। কোনওদিন কিছু বোঝা যায়নি। এদিন ভোরে নববধূকে ফ্রেশ হওয়ার জন্য বলেছিলেন আদর্শ। আর তিনি যেতেই এই ঘটনা ঘটে। পরিবারের লোকেরাও বুঝে উঠতে পারছেন না, কেন এমন ঘটনা ঘটল। দু'জনের মধ্যে কোনও অন্য প্রেমঘটিত সম্পর্ক ছিল কিনা সেই প্রশ্নই উঠছে। ঘটনার তদন্ত শুরু করেছে বি-গার্ডেন থানার পুলিশ। বিষয়টি আত্মহত্যা কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। কারণ, এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোটও উদ্ধার হয়নি। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

Last Updated : Dec 10, 2021, 6:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.