হাওড়া, 22 নভেম্বর : গোলাবাড়ি থানা এলাকায় গতকাল উদ্ধার হয় যুবক-যুবতির দেহ । হাওড়া জেলা হাসপাতালে আজ মৃত্যু হল ওই যুবতির । আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন যুবক ।
মেদিনীপুরের লক্ষ্মণচক এলাকার বাসিন্দা সরস্বতী মাইতি ও প্রীতম প্রামাণিক নিজেদের দম্পতি পরিচয় দিয়ে গোলাবাড়ি থানা এলাকার ডবসন রোডের একটি হোটেলে ওঠে গত শুক্রবার । গতকাল রুম সাফাই করতে এসে দেখা যায় দরজা বন্ধ । অনেক ডাকাডাকি করেও সাড়া মেলেনি । এরপর খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে দুজনকে উদ্ধার করে । ঘর থেকে মেলে কীটনাশকের শিশি । কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল তারা, এমনটাই অনুমান পুলিশের ।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে এরা স্বামী-স্ত্রী নয় । সরস্বতীর স্বামী দুবাইতে থাকেন । জরির কাজ করতে গিয়ে পরিচয় ও ঘনিষ্ঠতা হয় সরস্বতী ও প্রীতমের । তাদের বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে কিছুটা জানাজানিও হয়ে যায় । যদিও এবিষয়ে দুজনের পরিবারের তরফেই থানায় কোনও অভিযোগ করা হয়নি ।