ETV Bharat / state

মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী প্রাক্তন শুটার - মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী প্রাক্তন শুটার

কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি । বিগত প্রায় তিন বছর ধরে শারীরিক অসুস্থতার কারণে তিনি শয্যাশায়ী ছিলেন । এরপর আজ সকালে তাঁর ঘর থেকে হঠাৎ বিকট আওয়াজ শুনতে পায় পরিবারের লোকজন এবং স্থানীয়রা ।

Suicide
আত্মঘাতী এক প্রাক্তন শুটার
author img

By

Published : Aug 21, 2020, 12:15 PM IST

Updated : Aug 22, 2020, 8:00 AM IST

হাওড়া , 21 অগাস্ট : মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক প্রাক্তন শুটার । পরিবারের বক্তব্য , নিজের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন তিনি । নাম অমিত ধর (69) । মধ্য হাওড়ার ব্যাটরা থানা এলাকার ঘটনা ।

ব্যাটরা থানা এলাকার নটবর পাল রোডের বাসিন্দা ছিলেন তিনি । তিনি রাজ্যস্তরের প্রাক্তন শুটার । রাইফেল ক্লাবের সদস্য ছিলেন । গত তিনবছর অসুস্থ ছিলেন তিনি । ঠিকমতো হাঁটতে পারতেন না । বেশিরভাগ কাজে পরিচারকদের সাহায্য নিতে হত । তাঁর স্ত্রীর কথায় , নিজের কাজ নিজে করতে পারতেন না বলে অনেকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন । এরপরই আজ সকালে তাঁর ঘর থেকে হঠাৎ বিকট আওয়াজ শুনতে পায় পরিবারের লোকজন এবং স্থানীয়রা । গুলির আওয়াজ শুনে স্থানীয়রা খবর দেন ব্যাটরা থানায় । ঘর থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । পাশাপাশি একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে ।

শুনে নিন মৃত প্রাক্তন শুটারের স্ত্রীর বক্তব্য

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান , মানসিক অবসাদের জেরে আত্মঘাতী হন প্রাক্তন রাইফেল শুটার । এই বিষয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ । অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছেন ব্যাটরা থানার আধিকারিকরা ।

হাওড়া , 21 অগাস্ট : মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক প্রাক্তন শুটার । পরিবারের বক্তব্য , নিজের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন তিনি । নাম অমিত ধর (69) । মধ্য হাওড়ার ব্যাটরা থানা এলাকার ঘটনা ।

ব্যাটরা থানা এলাকার নটবর পাল রোডের বাসিন্দা ছিলেন তিনি । তিনি রাজ্যস্তরের প্রাক্তন শুটার । রাইফেল ক্লাবের সদস্য ছিলেন । গত তিনবছর অসুস্থ ছিলেন তিনি । ঠিকমতো হাঁটতে পারতেন না । বেশিরভাগ কাজে পরিচারকদের সাহায্য নিতে হত । তাঁর স্ত্রীর কথায় , নিজের কাজ নিজে করতে পারতেন না বলে অনেকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন । এরপরই আজ সকালে তাঁর ঘর থেকে হঠাৎ বিকট আওয়াজ শুনতে পায় পরিবারের লোকজন এবং স্থানীয়রা । গুলির আওয়াজ শুনে স্থানীয়রা খবর দেন ব্যাটরা থানায় । ঘর থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । পাশাপাশি একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে ।

শুনে নিন মৃত প্রাক্তন শুটারের স্ত্রীর বক্তব্য

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান , মানসিক অবসাদের জেরে আত্মঘাতী হন প্রাক্তন রাইফেল শুটার । এই বিষয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ । অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছেন ব্যাটরা থানার আধিকারিকরা ।

Last Updated : Aug 22, 2020, 8:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.