সাঁতরাগাছি , 28 জুলাই : সাঁতরাগাছি স্টেশনে ফুটব্রিজের মেরামতি চলছে । সেই কারণে ব্যাহত হচ্ছে রেল পরিষেবা ৷ বাতিল করা হয়েছে 30টি লোকাল ও 16টি এক্সপ্রেস ৷
ফুটব্রিজের মেরামতির জন্য আগেই বিজ্ঞপ্তি জারি করেছিল দক্ষিণ-পূর্ব রেল ৷ সেই অনুযায়ী বদল করা হয়েছে একাধিক ট্রেনের সময়সূচি ৷ আজ সকাল 11টা 15 মিনিট নাগাদ ব্রিজ মেরামতির কাজ শুরু হয়েছে ৷ চলবে রাত 9টা 15 মিনিট পর্যন্ত ৷ ওভারহেডের তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ৷ যার জেরে আপ ও মিডল লাইন সম্পূর্ণ বন্ধ ৷ রেল সূত্রে জানা গেছে, দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস, হাওড়া-দিঘা কাণ্ডারি এক্সপ্রেস, হায়দরাবাদ-হাওড়া ইস্ট কোস্ট এক্সপ্রেস, স্টিল এক্সপ্রেস, হাওড়া-তিরুচিরাপল্লি এক্সপ্রেস, করমণ্ডল এক্সপ্রেসসহ বাতিল করা হয়েছে 16টি দূরপাল্লার ট্রেন ৷ বাতিল করা হয়েছে 30টি লোকাল ট্রেনও৷ 11টি লোকাল চলবে আন্দুল স্টেশন থেকে । বেশকিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে ৷ যার মধ্যে পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস চলবে খড়গপুর পর্যন্ত ৷ শালিমার লোকমান্যতিলক এক্সপ্রেস টাটানগর থেকে চলবে ৷
বেশকিছু দূরপাল্লার ট্রেনের সময়সূচিতেও রদবদল করা হয়েছে ৷ হাওড়া-পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস রাত সাড়ে 9টা পরিবর্তে সন্ধে 7টায় ছাড়বে । হাওড়া-মুম্বই CSMT এক্সপ্রেস রাত 8টার পরিবর্তে ছাড়বে রাত 10টা 50 মিনিটে ৷ সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেস দুপুর 3টে 45 মিনিটের পরিবর্তে রাত 10টা 10মিনিটে ছাড়বে ৷ সাঁতরাগাছি-পোরবন্দর কবিগুরু এক্সপ্রেস রাত 9টা 25মিনিটের পরিবর্তে ছাড়বে রাত 10টা 45 মিনিটে ।