ETV Bharat / state

Firhad Reaction on Cheque Controversy: মিড-ডে মিলের টাকায় বগটুইয়ে ক্ষতিপূরণ ! অস্বীকার ফিরহাদের - বগটুই

বগটুইয়ে (Bogtui Massacre) নিহতদের পরিবারকে কি মিড-ডে মিলের টাকায় ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল বলে অভিযোগ ৷ সেই সংক্রান্ত প্রশ্ন শুনে কী বললেন ফিরহাদ হাকিম (Firhad Hakim Reaction on Cheque Controversy) ?

Firhad Hakim Reaction on Cheque Controversy related to Bogtui Massacre
চেক বিতর্কে মুখ খুললেন ফিরহাদ হাকিম
author img

By

Published : Jan 28, 2023, 3:03 PM IST

হাওড়া ও কলকাতা, 28 জানুয়ারি: বীরভূমের বগটুই কাণ্ডে (Bogtui Massacre) নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের চেক বিলি নিয়ে শুরু হয়েছে নয়া তরজা ৷ বিজেপির অভিযোগ, নিহতদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে যে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, সেই টাকা এসেছে মিড-ডে মিলের জন্য বরাদ্দ অর্থ থেকে ! এ নিয়ে শনিবার সকাল থেকেই সরগরম রাজ্য-রাজনীতি ৷ বিষয়টি নিয়ে মুখ খুললেন রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim Reaction on Cheque Controversy) ৷ সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থ নয়ছয় করার অভিযোগ একবাক্যে খারিজ করে দিলেন তিনি ৷

ঘটনাটি ঠিক কী ?

গতবছর বীরভূমের রামপুরহাটের বগটুইয়ে গণহত্যার ঘটনা ঘটে ৷ আগুন পুড়িয়ে খুন করা হয় 10 জনকে ৷ সেই ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে 5 লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেয় রাজ্য সরকার ৷ সেইসঙ্গে, পোড়া ঘর সংস্কারের জন্য আরও 2 লক্ষ টাকা করে দেওয়া হয় ৷ সেই ক্ষতিপূরণের কয়েকটি চেক শনিবার সংবাদমাধ্যমের হাতে আসে ৷ সেগুলিকেই প্রমাণ হিসাবে তুলে ধরে দাবি করা হয়, মিড-ডে মিলের জন্য বরাদ্দ টাকা বগটুইয়ে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হয়েছে !

আরও পড়ুন: বগটুই-কাণ্ডে ক্ষতিপূরণের ঘোষণা, তৃণমূল নেতা আনারুলকে গ্রেফতারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজেপির অভিযোগ:

এই ঘটনা জানাজানি হতেই সুর চড়ান বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা ৷ অন্যদিকে, টুইটারে একের পর এক পোস্ট করেন শুভেন্দু অধিকারী ৷ দু'জনেরই বক্তব্য হল, কেন্দ্রের পক্ষ থেকে বিভিন্ন খাতে নির্দিষ্ট পরিমাণ অর্থ রাজ্যকে পাঠানো হয় ৷ কিন্তু, রাজ্য সেই অর্থ বেআইনিভাবে অন্যত্র ব্যবহার করে ৷ এখানেও রাজ্যের উচিত ছিল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক ক্ষতিপূরণের বন্দোবস্ত করা ৷ কিন্তু, তা না করে মিড-ডে মিলে টাকা খরচ করা হয়েছে !

ফিরহাদের জবাব:

বিষয়টি নিয়ে দু'দফায় মন্ত্রী ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হয় ৷ একবার হাওড়া এবং একবার কলকাতায় তাঁকে এ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ এর জবাবে হাওড়ায় ফিরহাদ হাকিম বলেন, "এটা কখনও হয় নাকি ? মিড-ডে মিলের টাকা আলাদাভাবে আসে ৷ আলাদা অ্য়াকাউন্টে থাকে ৷ আর এটা তো রিলিফের টাকা ৷ সেখান থেকে আসে ৷ একটার সঙ্গে অন্য়টার কী সম্পর্ক রয়েছে ?" পরবর্তীতে কলকাতায় তাঁকে শুভেন্দু অধিকারীর এদিনের টুইট নিয়ে প্রশ্ন করা হয় ৷ ফিরহাদের উত্তর, "পাগলে কী না বলে, ছাগলে কী না খায় ! রোজ যদি এরকম পাগলামি করে, আর তার উত্তর দিতে হয়, তাহলে আমাদের আর কোনও কাজ করতে হবে না !"

হাওড়া ও কলকাতা, 28 জানুয়ারি: বীরভূমের বগটুই কাণ্ডে (Bogtui Massacre) নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের চেক বিলি নিয়ে শুরু হয়েছে নয়া তরজা ৷ বিজেপির অভিযোগ, নিহতদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে যে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, সেই টাকা এসেছে মিড-ডে মিলের জন্য বরাদ্দ অর্থ থেকে ! এ নিয়ে শনিবার সকাল থেকেই সরগরম রাজ্য-রাজনীতি ৷ বিষয়টি নিয়ে মুখ খুললেন রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim Reaction on Cheque Controversy) ৷ সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থ নয়ছয় করার অভিযোগ একবাক্যে খারিজ করে দিলেন তিনি ৷

ঘটনাটি ঠিক কী ?

গতবছর বীরভূমের রামপুরহাটের বগটুইয়ে গণহত্যার ঘটনা ঘটে ৷ আগুন পুড়িয়ে খুন করা হয় 10 জনকে ৷ সেই ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে 5 লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেয় রাজ্য সরকার ৷ সেইসঙ্গে, পোড়া ঘর সংস্কারের জন্য আরও 2 লক্ষ টাকা করে দেওয়া হয় ৷ সেই ক্ষতিপূরণের কয়েকটি চেক শনিবার সংবাদমাধ্যমের হাতে আসে ৷ সেগুলিকেই প্রমাণ হিসাবে তুলে ধরে দাবি করা হয়, মিড-ডে মিলের জন্য বরাদ্দ টাকা বগটুইয়ে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হয়েছে !

আরও পড়ুন: বগটুই-কাণ্ডে ক্ষতিপূরণের ঘোষণা, তৃণমূল নেতা আনারুলকে গ্রেফতারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজেপির অভিযোগ:

এই ঘটনা জানাজানি হতেই সুর চড়ান বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা ৷ অন্যদিকে, টুইটারে একের পর এক পোস্ট করেন শুভেন্দু অধিকারী ৷ দু'জনেরই বক্তব্য হল, কেন্দ্রের পক্ষ থেকে বিভিন্ন খাতে নির্দিষ্ট পরিমাণ অর্থ রাজ্যকে পাঠানো হয় ৷ কিন্তু, রাজ্য সেই অর্থ বেআইনিভাবে অন্যত্র ব্যবহার করে ৷ এখানেও রাজ্যের উচিত ছিল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক ক্ষতিপূরণের বন্দোবস্ত করা ৷ কিন্তু, তা না করে মিড-ডে মিলে টাকা খরচ করা হয়েছে !

ফিরহাদের জবাব:

বিষয়টি নিয়ে দু'দফায় মন্ত্রী ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হয় ৷ একবার হাওড়া এবং একবার কলকাতায় তাঁকে এ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ এর জবাবে হাওড়ায় ফিরহাদ হাকিম বলেন, "এটা কখনও হয় নাকি ? মিড-ডে মিলের টাকা আলাদাভাবে আসে ৷ আলাদা অ্য়াকাউন্টে থাকে ৷ আর এটা তো রিলিফের টাকা ৷ সেখান থেকে আসে ৷ একটার সঙ্গে অন্য়টার কী সম্পর্ক রয়েছে ?" পরবর্তীতে কলকাতায় তাঁকে শুভেন্দু অধিকারীর এদিনের টুইট নিয়ে প্রশ্ন করা হয় ৷ ফিরহাদের উত্তর, "পাগলে কী না বলে, ছাগলে কী না খায় ! রোজ যদি এরকম পাগলামি করে, আর তার উত্তর দিতে হয়, তাহলে আমাদের আর কোনও কাজ করতে হবে না !"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.