গোলাবাড়ি (হাওড়া), 24 ডিসেম্বর : প্রথমে একটি দোকানে আগুন লাগে । পরে সেখান থেকেই আগুন ছড়িয়ে যায় আশপাশের দোকানগুলিতে । ঘটনাস্থানে দমকলের চারটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । ঘটনায় হতাহতের কোনও খবর নেই । হাওড়ার পিলখানার ঘটনা ।
আজ ভোররাতে হাওড়ার পিলখানার একটি ফাস্ট ফুডের দোকানে আগুন লাগে । আগুন এতটাই ভয়াবহ আকার নেয় যে তা পাশের পাঁচটি দোকানে তা ছড়িয়ে যায় । আগুনে ভস্মীভূত হয়ে যায় দোকানগুলি । স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থানে গোলাবাড়ি থানার পুলিশ ও দমকল পৌঁছায় । প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে । ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি ।
দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে । ঘটনায় হতাহতের কোনও খবর নেই ।