ETV Bharat / state

Tawha Siddiqui : ত্বহা সিদ্দিকীর বিতর্কিত মন্তব্য, থানায় এফআইআর

author img

By

Published : Jun 13, 2022, 10:42 PM IST

Updated : Jun 16, 2022, 3:59 PM IST

অবমাননাকর মন্তব্যের জন্য ত্বহা সিদ্দিকীর বিরুদ্ধে গোলাবাড়ি থানায় এফআইআর দায়ের হল (FIR against Tawha Siddiqui over his controversial remarks on shivling) ৷ ব্যবস্থা না-নেওয়া হলে আন্দোলনের পথে হাঁটা হবে বলে জানায় বিজেপি ৷

Tawha Siddiqui news
ত্বহা সিদ্দিকীর বিতর্কিত মন্তব্য

গোলাবাড়ি, 13 জুন : বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ উঠল ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকীর বিরুদ্ধে । প্রতিবাদ জানিয়ে তাঁর বিরুদ্ধে গোলাবাড়ি থানায় দায়ের হল এফআইআর (FIR against Tawha Siddiqui over his controversial remarks on shivling) ৷

গোলাবাড়ি থানায় এফআইআর দায়ের করেন বিজেপি রাজ্য নেতা উমেশ রাই । সোমবার লিখিত আকারে তথ্য-সহ অভিযোগ করা হয় হাওড়ার গোলাবাড়ি থানায় । বিজেপি নেতা উমেশ রাই অভিযোগ করে জানান, গতকাল সোশ্যাল মিডিয়াতে তিনি ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকীর একটি ভিডিও দেখেন । সেখানেই বিদ্বেষমূলক মন্তব্য করেছেন ৷

আরও পড়ুন : KP summons Nupur Sharma: এবার নূপুর শর্মাকে তলব কলকাতা পুলিশের

এদিন গোলাবাড়ি থানায় এফআইআর করে বিজেপি নেতৃত্বের দাবি, ভারতের আইন ও সংবিধান অনুযায়ীই ত্বহা সিদ্দিকীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক । যদি পুলিশ এফআইআর অনুযায়ী ব্যবস্থা না নেয়, তাঁরা আদালতের দ্বারস্থ হবেন । ভারতের সংবিধান ও বিচার ব্যবস্থার উপরে তাঁদের আস্থা আছে বলে দাবি করেন বিজেপি নেতা উমেশ রাই । এরপরে প্রয়োজন পড়লে রাস্তায় নেমে আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা ।

গোলাবাড়ি, 13 জুন : বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ উঠল ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকীর বিরুদ্ধে । প্রতিবাদ জানিয়ে তাঁর বিরুদ্ধে গোলাবাড়ি থানায় দায়ের হল এফআইআর (FIR against Tawha Siddiqui over his controversial remarks on shivling) ৷

গোলাবাড়ি থানায় এফআইআর দায়ের করেন বিজেপি রাজ্য নেতা উমেশ রাই । সোমবার লিখিত আকারে তথ্য-সহ অভিযোগ করা হয় হাওড়ার গোলাবাড়ি থানায় । বিজেপি নেতা উমেশ রাই অভিযোগ করে জানান, গতকাল সোশ্যাল মিডিয়াতে তিনি ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকীর একটি ভিডিও দেখেন । সেখানেই বিদ্বেষমূলক মন্তব্য করেছেন ৷

আরও পড়ুন : KP summons Nupur Sharma: এবার নূপুর শর্মাকে তলব কলকাতা পুলিশের

এদিন গোলাবাড়ি থানায় এফআইআর করে বিজেপি নেতৃত্বের দাবি, ভারতের আইন ও সংবিধান অনুযায়ীই ত্বহা সিদ্দিকীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক । যদি পুলিশ এফআইআর অনুযায়ী ব্যবস্থা না নেয়, তাঁরা আদালতের দ্বারস্থ হবেন । ভারতের সংবিধান ও বিচার ব্যবস্থার উপরে তাঁদের আস্থা আছে বলে দাবি করেন বিজেপি নেতা উমেশ রাই । এরপরে প্রয়োজন পড়লে রাস্তায় নেমে আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা ।

Last Updated : Jun 16, 2022, 3:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.