ETV Bharat / state

Female Thief : ব্যাগ ভর্তি গয়না নিয়ে চম্পট মহিলা চোর - Female Thief

জগাছা থানা কামারডাঙ্গা এলাকায় গহনা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয় এক মহিলা চোর (Female Thief) ৷

Female Thief
ব্যাগ ভর্তি গয়না নিয়ে চম্পট মহিলা চোর
author img

By

Published : May 30, 2022, 1:38 PM IST

জগাছা, 30 মে : গৃহকত্রী জামাকাপড় কাচতে ব্যস্ত । আর তার ব্যস্ততার সুযোগ নিয়ে ঘর ফাঁকা পেয়ে ঢুকে গহনা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট মহিলা (Female Thief) । ঘটনাটি ঘটে জগাছা থানা কামারডাঙ্গা এলাকায় ।

জানা যায়, বাড়ির গৃহকত্রী নন্দরানী ভূঁইয়া অভিযোগ করেন, তিনি ছাদে কাচাকাচি করছিলেন জামাকাপড় । তাঁর স্বামী মুড়ি কিনতে দোকানে বেরিয়েছিলেন । পাঁচ দশ মিনিটের মধ্যে একজন মহিলা ভিখারি মহিলা বাচ্চাকে সঙ্গে নিয়ে বাড়িতে আসে । গৃহকত্রী কিছুক্ষণ পর নীচে এসে তিনি মেয়ের গয়নার ব্যাগ খুঁজতে শুরু করেন । কিন্তু সেই ব্যাগ খুঁজে পান না । ভয়ে তিনি তাঁর জামাইয়ের মোবাইলে ফোন করেন । তবে গয়নার ব্যাগ হারিয়ে গিয়েছে সেটা জানাতে পারেননি ।

তিনি জানান, ওই ব্যাগে তার মেয়ের হার কানের দুল ছাড়াও তার নাতনির হাতের ব্রেসলেট ও অন্যান্য গয়না ছিল । তাঁর মেয়ে শনিবার কালীপুজোর জন্য বাপের বাড়ি এসেছিল । রবিবারে চলে যাওয়ার কথা তাই ওই ব্যাগ বাইরে বের করেছিল মেয়ে । তাঁর মেয়ে কাবেরী ধারা জানান, তাঁর পঁয়ত্রিশ বছর বয়স হল তবে এভাবে এই এলাকাতে এভাবে কখনও চুরি হয়নি । তিনি অমাবশ্যার পুজোর জন্য কদমতলায় ফল কিনতে গিয়েছিলেন স্নান করে । পথে মায়ের ফোন আসে । বাড়ির সদর দরজা খুলে উপরে এসে ব্যাগ থেকে সোনার গয়না নিয়ে চম্পট দেয় চোর । প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার গয়না ওই ব্যাগে ছিল বলেই দাবি করেন তিনি ।

ব্যাগ ভর্তি গয়না নিয়ে চম্পট মহিলা চোর

আরও পড়ুন : চোর সন্দেহে মাথার চুল কেটে মারধর, অপমানে আত্মঘাতী কিশোর

এভাবে প্রকাশ্য দিবালোকে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় । ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে জগাছা থানার পুলিশ । কলকাতা থেকে যে দু'জনকে আটক করা হয়েছে তাদের বিষয়েও কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে জগাছা থানার আধিকারিকরা বলেই পুলিশ সূত্রে খবর ৷

জগাছা, 30 মে : গৃহকত্রী জামাকাপড় কাচতে ব্যস্ত । আর তার ব্যস্ততার সুযোগ নিয়ে ঘর ফাঁকা পেয়ে ঢুকে গহনা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট মহিলা (Female Thief) । ঘটনাটি ঘটে জগাছা থানা কামারডাঙ্গা এলাকায় ।

জানা যায়, বাড়ির গৃহকত্রী নন্দরানী ভূঁইয়া অভিযোগ করেন, তিনি ছাদে কাচাকাচি করছিলেন জামাকাপড় । তাঁর স্বামী মুড়ি কিনতে দোকানে বেরিয়েছিলেন । পাঁচ দশ মিনিটের মধ্যে একজন মহিলা ভিখারি মহিলা বাচ্চাকে সঙ্গে নিয়ে বাড়িতে আসে । গৃহকত্রী কিছুক্ষণ পর নীচে এসে তিনি মেয়ের গয়নার ব্যাগ খুঁজতে শুরু করেন । কিন্তু সেই ব্যাগ খুঁজে পান না । ভয়ে তিনি তাঁর জামাইয়ের মোবাইলে ফোন করেন । তবে গয়নার ব্যাগ হারিয়ে গিয়েছে সেটা জানাতে পারেননি ।

তিনি জানান, ওই ব্যাগে তার মেয়ের হার কানের দুল ছাড়াও তার নাতনির হাতের ব্রেসলেট ও অন্যান্য গয়না ছিল । তাঁর মেয়ে শনিবার কালীপুজোর জন্য বাপের বাড়ি এসেছিল । রবিবারে চলে যাওয়ার কথা তাই ওই ব্যাগ বাইরে বের করেছিল মেয়ে । তাঁর মেয়ে কাবেরী ধারা জানান, তাঁর পঁয়ত্রিশ বছর বয়স হল তবে এভাবে এই এলাকাতে এভাবে কখনও চুরি হয়নি । তিনি অমাবশ্যার পুজোর জন্য কদমতলায় ফল কিনতে গিয়েছিলেন স্নান করে । পথে মায়ের ফোন আসে । বাড়ির সদর দরজা খুলে উপরে এসে ব্যাগ থেকে সোনার গয়না নিয়ে চম্পট দেয় চোর । প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার গয়না ওই ব্যাগে ছিল বলেই দাবি করেন তিনি ।

ব্যাগ ভর্তি গয়না নিয়ে চম্পট মহিলা চোর

আরও পড়ুন : চোর সন্দেহে মাথার চুল কেটে মারধর, অপমানে আত্মঘাতী কিশোর

এভাবে প্রকাশ্য দিবালোকে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় । ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে জগাছা থানার পুলিশ । কলকাতা থেকে যে দু'জনকে আটক করা হয়েছে তাদের বিষয়েও কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে জগাছা থানার আধিকারিকরা বলেই পুলিশ সূত্রে খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.