হাওড়া, 13 মে : রাত পোহালেই পবিত্র ইদ ৷ তবে করোনার কারণে এবার দেশে পালিত হবে অন্যরকম ইদ ৷ করমর্দন ও কোলাকুলি না করে, বাড়িতে বসে নমাজ পাঠ করে পালন করা হবে এবারের ইদ ৷ রাজ্য়ের বাকি অংশের মতো বন্ধ থাকবে বাঁকড়া এলাকার সমস্ত মসজিদ ।
দেশে ক্রমেই বেড়ে চলেছে করোনা সংক্রমণ । ইতিমধ্যে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে এই রাজ্যেও । আক্রান্তর তালিকা দিনের পর দিন বেড়েই চলেছে । দেশে লকডাউন করার মতো পরিস্থিতি । এই অবস্থায় রাজ্যে এবারের ইদের খুশি অনেকটাই ম্লান ।
ইতিমধ্যে রাজ্যে জারি করা হয়েছে আংশিক লকডাউন । রাজ্য স্বাস্থ্য দফতর থেকে জারি করা হয়েছে এক গুচ্ছ নির্দেশিকা । তার মধ্যে অন্যতম সামাজিক দূরত্বের বিধি । 50 জনের বেশি জমায়েত করার উপর রয়েছে রাজ্য সরকারের কড়া নির্দেশ । তাই হাওড়ার বাঁকড়া এলাকায় ইদের দিন মসজিদে বা রাস্তায় ভিড় করে নমাজ পড়বেন না কেউ ৷ বাড়িতেই হবে ইদের নমাজ। এমনই জানাচ্ছেন এই এলাকার মসজিদ কমিটিগুলি ।
আরও পড়ুন : কোভিশিল্ডের দুটি ডোজ়ের ব্যবধান বাড়িয়ে 12-16 সপ্তাহ করার প্রস্তাব
আজ বাঁকড়া ঈদগাহ উন্নয়ন ও পরিচালন কমিটির পক্ষ থেকে হাজী নুর আলম সর্দার তাঁদের সিদ্ধান্তের কথা জানান । রাজ্যের মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে তাঁদের এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তাঁরা ৷