ETV Bharat / state

Special Train in Holi : হোলিতে ভ্রমণে যেতে চান পুরী কিংবা রক্সৌল, স্পেশাল ট্রেন চালু পূর্ব রেলের

author img

By

Published : Mar 6, 2022, 10:56 PM IST

হোলির আগে হোলি স্পেশাল ট্রেন চালু করার সিদ্ধান্ত পূর্ব রেলের (Eastern Railway News) তরফে । রবিবার একটি বিশেষ নির্দেশিকায় রেলের তরফে একথা জানানো হয়েছে। জানা গিয়েছে এই ট্রেন দুটির মধ্যে একটি কলকাতা-পুরী ও অন্যটি কলকাতা-রক্সৌলগামী ৷

New trains in Holi
স্পেশাল ট্রেন চালু পূর্ব রেলের

হাওড়া, 6 মার্চ : পুরীভ্রমণ ও বিহারের রক্সৌল অবধি হোলি স্পেশাল ট্রেন আনছে পূর্ব রেল (Eastern Railway News)। হোলির আগে হোলি স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত পূর্ব রেলের। রবিবার একটি বিশেষ নির্দেশিকাতে রেলের তরফে জানানো হয়েছে, হোলির সময় যাত্রীদের ভিড় কমানোর জন্যই পুরী ও রক্সৌল পর্যন্ত দুটি ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

03101 কলকাতা-পুরী স্পেশাল ট্রেনটি আগামী 17 মার্চ রাত্রি 11:50 মিনিটে ছাড়বে যা পরদিন সকাল 09 : 35 মিনিটে পুরী পৌঁছবে। এর পাশাপাশি 18 তারিখ 03102 পুরী-কলকাতা স্পেশাল ট্রেন দুপুর 2:00 নাগাদ যাত্রা শুরু করে ওই দিনই রাত্রি 11:45 মিনিটে হাওড়া এসে পৌঁছবে। এই ট্রেনটি আন্দুল, খড়্গপুর, বালাসর, ভদ্রক, জাজপুর কে-রোড, কটক, ভুবনেশ্বর, ক্ষুদ্রা রোড এই স্টেশনগুলিতে থামবে।

এছাড়াও 03133 কলকাতা-রক্সৌল স্পেশাল যে ট্রেনটি চালু হবে তা আগামী ১৫ মার্চ রাত 11:50 মিনিটে যাত্রা শুরু করে পরেরদিন দুপুর 01:35 মিনিটে রক্সৌল পৌঁছবে। ফের ওই দিনই 03134 রক্সৌল-কলকাতা স্পেশাল রাত 9 টা নাগাদ যাত্রা শুরু করে পরের দিন দুপুর 12.35 মিনিটে কলকাতা ফিরবে। যাত্রাপথে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, ঝাঁসিডি, ঝাঁঝা, কিউল, বারাউনি, ডালসিং সরাই, সমস্তিপুর, দ্বারভাঙ্গা,কামটাউল, জনকপুররোড, সীতামারী, বাইরগানিয়া ও ঘোরাসাহান স্টেশনে দাঁড়াবে।

আরও পড়ুন : Rail Package Holi: হোলিতে বিশেষ প্যাকেজ ঘোষণা করল ভারতীয় রেল

03101 কলকাতা-পুরী স্পেশাল ও 03133 কলকাতা-রক্সৌল স্পেশাল উভয় ট্রেনের টিকিট 8 মার্চ থেকে পাওয়া যাবে। বুকিং কাউন্টার ও অনলাইনেও টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে বলেই রেল সূত্রে খবর।

এই ট্রেনে এসি থ্রি টায়ার ও স্লিপার কোচ থাকবে। অতিরিক্ত বিশেষ ভাড়তেই এই দুটি ট্রেন চালানোর কথা জানিয়েছে পূর্ব রেল। এই দুটি ট্রেনে তৎকাল ও কোনও বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে না।

হাওড়া, 6 মার্চ : পুরীভ্রমণ ও বিহারের রক্সৌল অবধি হোলি স্পেশাল ট্রেন আনছে পূর্ব রেল (Eastern Railway News)। হোলির আগে হোলি স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত পূর্ব রেলের। রবিবার একটি বিশেষ নির্দেশিকাতে রেলের তরফে জানানো হয়েছে, হোলির সময় যাত্রীদের ভিড় কমানোর জন্যই পুরী ও রক্সৌল পর্যন্ত দুটি ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

03101 কলকাতা-পুরী স্পেশাল ট্রেনটি আগামী 17 মার্চ রাত্রি 11:50 মিনিটে ছাড়বে যা পরদিন সকাল 09 : 35 মিনিটে পুরী পৌঁছবে। এর পাশাপাশি 18 তারিখ 03102 পুরী-কলকাতা স্পেশাল ট্রেন দুপুর 2:00 নাগাদ যাত্রা শুরু করে ওই দিনই রাত্রি 11:45 মিনিটে হাওড়া এসে পৌঁছবে। এই ট্রেনটি আন্দুল, খড়্গপুর, বালাসর, ভদ্রক, জাজপুর কে-রোড, কটক, ভুবনেশ্বর, ক্ষুদ্রা রোড এই স্টেশনগুলিতে থামবে।

এছাড়াও 03133 কলকাতা-রক্সৌল স্পেশাল যে ট্রেনটি চালু হবে তা আগামী ১৫ মার্চ রাত 11:50 মিনিটে যাত্রা শুরু করে পরেরদিন দুপুর 01:35 মিনিটে রক্সৌল পৌঁছবে। ফের ওই দিনই 03134 রক্সৌল-কলকাতা স্পেশাল রাত 9 টা নাগাদ যাত্রা শুরু করে পরের দিন দুপুর 12.35 মিনিটে কলকাতা ফিরবে। যাত্রাপথে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, ঝাঁসিডি, ঝাঁঝা, কিউল, বারাউনি, ডালসিং সরাই, সমস্তিপুর, দ্বারভাঙ্গা,কামটাউল, জনকপুররোড, সীতামারী, বাইরগানিয়া ও ঘোরাসাহান স্টেশনে দাঁড়াবে।

আরও পড়ুন : Rail Package Holi: হোলিতে বিশেষ প্যাকেজ ঘোষণা করল ভারতীয় রেল

03101 কলকাতা-পুরী স্পেশাল ও 03133 কলকাতা-রক্সৌল স্পেশাল উভয় ট্রেনের টিকিট 8 মার্চ থেকে পাওয়া যাবে। বুকিং কাউন্টার ও অনলাইনেও টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে বলেই রেল সূত্রে খবর।

এই ট্রেনে এসি থ্রি টায়ার ও স্লিপার কোচ থাকবে। অতিরিক্ত বিশেষ ভাড়তেই এই দুটি ট্রেন চালানোর কথা জানিয়েছে পূর্ব রেল। এই দুটি ট্রেনে তৎকাল ও কোনও বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে না।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.