হাওড়া, 12 অক্টোবর: দীর্ঘ দু'বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে পূর্ব রেলের (Eastern Railway) পক্ষ থেকে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে চালু হল জন আহার (Eastern Railway Re-Launched Jan Ahaar) । স্বল্প দামে নানা ধরনের খাবার এই রেস্তোরাঁয় পাওয়া যাবে বলে জানায় রেল কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিকেলে পূর্ব রেলের হাওড়া বিভাগের বিভাগীয় প্রধান মনীষ জৈন এই জন আহার এর উদ্বোধন করেন। তিনি জানান, হাওড়া স্টেশনে নিত্যদিন কয়েক লক্ষ যাত্রী যাতায়াত করেন। তাঁদের স্বল্প মূল্যে খাওয়ার দেওয়ার কথা মাথায় রেখেই হাওড়া স্টেশনে (Howrah Station) এর ব্যবস্থা করা হয়েছে। এখানে এক্সিকিউটিভ প্যাসেঞ্জারের জন্য এক ধরনের ব্যবস্থা আবার সাধারণ যাত্রীদের জন্য অন্য এক ধরনের ব্যবস্থা চালু করা হয়েছে।
তিনি আরও জানান, জন আহারে অল্প দামে প্রাতঃরাশ, দুপুরে এবং রাতের খাবার পাওয়া যাবে। এছাড়াও পাওয়া যাবে নানা ধরনের স্ন্যাক্স। যাত্রীরা এখানে বসে খাওয়ার পাশাপাশি খাবার নিয়ে ট্রেনে উঠতে পারবেন। এছাড়াও খাবার যেন স্বাস্থ্য সম্মত উপায়ে রান্না করা হয় সেজন্যে রেলের মেডিক্যাল এবং কমার্শিয়াল টিম নিয়মিত পরিদর্শন করবে। উল্লেখ্য, করোনার জন্য দীর্ঘ দু'বছর বন্ধ থাকার পরে ফের আবার জন আহার চালু হওয়াতে যাত্রীদের স্টেশন চত্বরের মধ্যে সুলভ পেট ভরা খাওয়ার পাওয়া সহজ হল বলেই মনে করছেন যাত্রীরা।
আরও পড়ুন: সাবওয়ের ভিতর জল থইথই, বিপদ নিয়েই চলছে পারাপার ! স্থানীয়দের নিশানায় রেল কর্তৃপক্ষ