হাওড়া, 25 জানুয়ারি: যাত্রী স্বচ্ছন্দের কথা মাথায় রেখে বাতানুকূল (Air Conditioned Coaches) ও সজ্জাবিশিষ্ট কামরা বৃদ্ধির সিদ্ধান্ত নিল পূর্ব রেল। চলমান সাধারণ, অর্থাৎ সেকেন্ড সিটিং ও সাধারণ সজ্জাবিশিষ্ট যা স্লিপার ক্লাস দ্বিতীয় শ্রেণির কামরার বদলে নতুন কামরার ব্যবস্থা করা হচ্ছে। গতকাল এমনটাই জানানো হয়েছে পূর্ব রেলের তরফে ৷ কোন কোন এক্সপ্রেসের ক্ষেত্রে এই নতুন কামরা প্রযোজ্য ? আর কবে থেকেই বা মিলবে এই পরিষেবা? জেনে নিন একনজরে ।
15048/15047 গোরক্ষপুর-কলকাতা-গোরক্ষপুর এক্সপ্রেস, আগামী 4 জুন গোরক্ষপুর থেকে ও 5 জুন কলকাতা স্টেশন থেকে ছাড়া ট্রেনটিতে তিনটি বাতানুকূল কামরা যুক্ত করা হবে।
15050/15049 গোরক্ষপুর-কলকাতা-গোরক্ষপুর এক্সপ্রেস, আগামী 3 জুন গোরক্ষপুর থেকে ও 5 জুন কলকাতা স্টেশন থেকে ছাড়া ট্রেনটিতে তিনটি বাতানুকূল কামরা যুক্ত করা হবে।
15052/15051 গোরক্ষপুর-কলকাতা-গোরক্ষপুর এক্সপ্রেস, আগামী 8 জুন গোরক্ষপুর থেকে ও 5 জুন কলকাতা স্টেশন থেকে ছাড়া ট্রেনটিতে তিনটি বাতানুকূল কামরা যুক্ত করা হবে।
15097/15098 ভাগলপুর-জম্মু তাওয়াই-ভাগলপুর অমরনাথ এক্সপ্রেস, আগামী 30 এপ্রিল জম্মু থেকে ও 1 জুন ভাগলপুর থেকে একটি বাতানুকূল দ্বি-সজ্জাবিশিষ্ট ও একটি তিনসজ্জা বিশিষ্ট বাতানুকূল কামরা যুক্ত করা হবে।
15028/15027 গোরক্ষপুর-হাতিয়া-গোরক্ষপুর এক্সপ্রেস, আগামী 1 জুন গোরক্ষপুর থেকে এবং হাতিয়া থেকে 2টি তিন সজ্জাবিশিষ্ট বাতানুকূল ও 1টি সাধারণ দ্বিতীয় শ্রেণির কামরা যুক্ত করা হবে।
আরও পড়ুন: বাতিল দক্ষিণ-পূর্ব রেলের একাধিক দূরপাল্লার ট্রেন
উল্লেখ্য, এর আগেও যাত্রী স্বচ্ছন্দের জন্য গত 9 জানুয়ারি গঙ্গাসাগর মেলা উপলক্ষে বিপুল ভক্তসমাগমের কথা মাথায় রেখে 6দিন 12টি অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছিল পূর্ব রেল। গত 12 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত পূর্ব রেলের শিয়ালদা শাখায় এই বিশেষ ট্রেনগুলি চলেছিল। এছাড়াও 12 জানুয়ারি ইডেনে ভারত-শ্রীলঙ্কা এক দিনের ম্যাচের জন্যও একটি বিশেষ ট্রেন চালানো হয়েছিল। শিয়ালদা শাখার বিভিন্ন স্টেশন থেকে এই ট্রেনগুলি ছেড়েছিল ৷ 3টি ট্রেন শিয়ালদা দক্ষিণ থেকে, 2টি ট্রেন কলকাতা স্টেশন থেকে ও 5টি ট্রেন ছেড়েছিল নামখানা স্টেশন থেকে, একটি করে ট্রেন ছেড়েছিল লক্ষ্মীকান্তপুর এবং কাকদ্বীপ স্টেশন থেকে। অন্যদিকে, 12 জানুয়ারি খেলা দেখতে যাওয়া দর্শকদের বাড়ি যাওয়ার সুবিধার্থে ওই দিন প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে বারাসত পর্যন্ত একটি অতিরিক্ত ট্রেন চালানো হয়েছিল।