ETV Bharat / state

Local Train Cancelled: বেশ কয়েকটি লোকাল বাতিল, অতিরিক্ত স্টেশনে ট্রেন থামাবার ঘোষণা পূর্ব রেলের - পূর্ব রেল

যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে অতিরিক্ত স্টেশনে ট্রেন থামাবার ঘোষণা পূর্ব রেলের (Eastern Railway) । পাশাপাশি বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিলেরও ঘোষণা করা হয়েছে (Local Train Cancelled) ৷

Eastern Railway Cancelled Several Local Train due to work
Eastern Railway Cancelled Several Local Train due to work
author img

By

Published : Oct 9, 2022, 9:50 AM IST

হাওড়া, 9 অক্টোবর: আগামী 6 মাসের জন্য যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনে অতিরিক্ত স্টেশনে ট্রেন দাঁড় করানোর সিদ্ধান্তের কথা জানালো পূর্ব রেল (Eastern Railway) । পাশাপাশি বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিলের ঘোষণা করল রেল কর্তৃপক্ষ ।

যে অতিরিক্ত স্টেশনে ট্রেন দাঁড়াবে:

  • 12937 হাওড়া – গান্ধীধাম গরবা উইকলি এক্সপ্রেস ৷ চলতি মাসের 10 তারিখ থেকে কোডেরমা স্টেশনে 2 মিনিট দাঁড়াবে ।
  • 12938 গান্ধীধাম গরবা- হাওড়া উইকলি এক্সপ্রেস ৷ চলতি মাসের 10 তারিখ থেকে কোডেরমা স্টেশনে 2 মিনিট দাঁড়াবে ।
  • 13025 হাওড়া – ভোপাল এক্সপ্রেস ৷ চলতি মাসের 10 তারিখ থেকে লাটেহার স্টেশনে 2 মিনিট দাঁড়াবে ।
  • 12026 ভোপাল- হাওড়া এক্সপ্রেস ৷ চলতি মাসের 10 তারিখ থেকে লাটেহার স্টেশনে 2 মিনিট দাঁড়াবে ।

এর পাশাপাশি সিঙ্গুর - নালিকুল বিভাগে জরুরি কাজের জন্য বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করল পূর্ব রেল (Cancelled Several Local Train due to work) । আগামী 30 নভেম্বর অব্ধি এই ট্রেনগুলি বাতিল করার সিদ্ধান্ত নিল পূর্ব রেল ।

বাতিল ট্রেনের তালিকা:

  • হাওড়া থেকে 37307,37319, 37305, 37327, 37343
  • হরিপাল থেকে 37308
  • তারকেশ্বর থেকে 37330, 37338, 37384, 37412, 37416
  • শেওড়াফুলি থেকে 37411, 37415
  • সিঙ্গুর থেকে 37306

হাওড়া, 9 অক্টোবর: আগামী 6 মাসের জন্য যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনে অতিরিক্ত স্টেশনে ট্রেন দাঁড় করানোর সিদ্ধান্তের কথা জানালো পূর্ব রেল (Eastern Railway) । পাশাপাশি বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিলের ঘোষণা করল রেল কর্তৃপক্ষ ।

যে অতিরিক্ত স্টেশনে ট্রেন দাঁড়াবে:

  • 12937 হাওড়া – গান্ধীধাম গরবা উইকলি এক্সপ্রেস ৷ চলতি মাসের 10 তারিখ থেকে কোডেরমা স্টেশনে 2 মিনিট দাঁড়াবে ।
  • 12938 গান্ধীধাম গরবা- হাওড়া উইকলি এক্সপ্রেস ৷ চলতি মাসের 10 তারিখ থেকে কোডেরমা স্টেশনে 2 মিনিট দাঁড়াবে ।
  • 13025 হাওড়া – ভোপাল এক্সপ্রেস ৷ চলতি মাসের 10 তারিখ থেকে লাটেহার স্টেশনে 2 মিনিট দাঁড়াবে ।
  • 12026 ভোপাল- হাওড়া এক্সপ্রেস ৷ চলতি মাসের 10 তারিখ থেকে লাটেহার স্টেশনে 2 মিনিট দাঁড়াবে ।

এর পাশাপাশি সিঙ্গুর - নালিকুল বিভাগে জরুরি কাজের জন্য বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করল পূর্ব রেল (Cancelled Several Local Train due to work) । আগামী 30 নভেম্বর অব্ধি এই ট্রেনগুলি বাতিল করার সিদ্ধান্ত নিল পূর্ব রেল ।

বাতিল ট্রেনের তালিকা:

  • হাওড়া থেকে 37307,37319, 37305, 37327, 37343
  • হরিপাল থেকে 37308
  • তারকেশ্বর থেকে 37330, 37338, 37384, 37412, 37416
  • শেওড়াফুলি থেকে 37411, 37415
  • সিঙ্গুর থেকে 37306
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.