ETV Bharat / state

Durga Puja 2022 ফিরছে কুমারী পূজা, বেলুড় মঠের তরফে প্রকাশিত হল দুর্গাপূজার নির্ঘণ্ট - অনুষ্ঠিত হবে কুমারী পূজা

প্রতিবছর নিষ্ঠা ও ভক্তি সহকারে বৈদিক প্রথা মেনে দুর্গাপূজা ও কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে বেলুড় মঠে। পাশাপাশি প্রথা অনুসারে জন্মাষ্টমীর পুণ্য তিথিতে বেলুড় মঠে কাঠামো পূজার মধ্যে দিয়ে সূচনা হয়েছে শারদোৎসবের । দীর্ঘ দু'বছর বন্ধ থাকার পরে ফের প্রকাশিত হল বেলুড় মঠে (Belur Math) দেবী দুর্গাপূজার নির্ঘণ্ট (Durga Puja 2022 Schedule)। এবারে অনুষ্ঠিত হবে কুমারী পূজা।

Durga Puja 2022
বেলুড় মঠের তরফে প্রকাশিত হল দুর্গাপূজার নির্ঘণ্ট
author img

By

Published : Aug 21, 2022, 7:00 PM IST

Updated : Aug 21, 2022, 8:34 PM IST

হাওড়া, 21 অগস্ট: বেলুড় মঠ প্রতিষ্ঠার পর থেকে নিরবিছিন্নভাবেই পালিত হয়ে এসেছে দেবী দুর্গার আরাধনা ও কুমারী পূজার মতো বিশেষ অনুষ্ঠান । তবে কোভিডের জন্য গত দু'বছর ভক্তদের প্রবেশাধিকার বন্ধ করে অনুষ্ঠিত হয়েছিল দুর্গা আরাধনা । কুমারী পূজার অনুষ্ঠানেও ছেদ পড়েছিল বেলুড় মঠে। তবে এই বছর আবার ভক্তদের জন্য বেলুড় মঠ (Belur Math) প্রকাশ করল দুর্গাপূজার নির্ঘণ্ট (Durga Puja 2022 Schedule) ৷

পাশাপাশি এই বছর থেকে দুর্গাপূজা উপলক্ষে পুনরায় আগের মতোই প্রতিমা মণ্ডপ নির্মাণ করার কথা জানাল বেলুড় মঠ । মঠের তরফ থেকে জানানো হয়েছে, আগামী 15, 16, 17 আশ্বিন অর্থাৎ 2, 3, 4 অক্টোবর অর্থাৎ (রবিবার, সোমবার ও মঙ্গলবার) বিশুদ্ধ পঞ্জিকা মতে বেলুড় মঠে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

  • 15 আশ্বিন, 2 অক্টোবর রবিবার মহাসপ্তমীর পূজা অনুষ্ঠিত হবে ভোর 5.30 মিনিটে।
  • 16 আশ্বিন, 3 অক্টোবর সোমবার মহাষ্টমী পূজা অনুষ্ঠিত হবে ভোর 5.30 মিনিটে। এরপর ওইদিনই সকাল 9টায় অনুষ্ঠিত হবে কুমারী পূজা। অপরাহ্ন 4.14 মিনিট থেকে 5.02 মিনিট পর্যন্ত চলবে সন্ধিপূজা।
  • 17 আশ্বিন, 4 অক্টোবর মঙ্গলবার মহানবমীর পূজা অনুষ্ঠিত হবে ভোর 5.30 মিনিটে। এরপর অনুষ্ঠিত হবে হোম, দেবীর ভোগারতি, পুষ্পাঞ্জলি, সন্ধ্যারতির অনুষ্ঠান।
    Durga Puja 2022
    বেলুড় মঠ প্রকাশ করল দুর্গাপূজার নির্ঘণ্ট, রয়েছে প্রণামী পাঠানোর ব্যবস্থা

এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে বেলুড় মঠের পক্ষ থেকে। পাশাপাশি ভক্তদের থেকে ইমেল আইডিও চাওয়া হয়েছে। এছাড়াও প্রণামী পাঠানোর জন্য দাতার নাম, ঠিকানা, ফোন নম্বর-সহ প্যান কার্ড , আধার কার্ড অথবা ভোটার কার্ডের যে কোনও একটি নম্বর পাঠাতে হবে বলেই জানানো হয়েছে। চেক অথবা ডিমান্ড ড্রাফ্ট (Check or Demand Draft) পাঠানো হলে তাতে অবশ্যই 'রামকৃষ্ণ মঠ, বেলুড় মঠ' কথাটি উল্লেখ রাখতে হবে।

মঠের তরফ থেকে জানানো হল দুর্গাপূজা 2022'এর নির্ঘণ্ট

আরও পড়ুন: দুর্গা পুজোর স্বীকৃতি উদযাপনে থাকবে ইউনেস্কো, পর্যটনের বিস্তৃতিতে নজর মমতার

ডাক, রেজিস্টার পোস্ট বা কুরিয়ার কোম্পানির মাধ্যমে পাঠানো চিঠির সঙ্গে অর্থ না পাঠানোর অনুরোধ জানানো হয়েছে মঠের পক্ষ থেকে। ঠিকানা পরিবর্তনের জন্য সম্পূর্ণ নাম, ঠিকানা, পিন কোড-সহ ফোন বা মোবাইল নম্বর উল্লেখ করতে বলা হয়েছে। এছাড়াও ডাক বিভাগের ইএমও পদ্ধতিতে অর্থ পাঠালে তা কী ধরনের প্রণামীর উদ্দেশ্যে পাঠানো হয়েছে তা পে ইন স্লিপ ফর্মে প্রেরকের স্বাক্ষর করার উপরের স্থানে বিস্তারিত লিখে জানানোর অনুরোধ করা হয়েছে। এছাড়াও অনলাইনে প্রণামী পাঠানোর জন্য রয়েছে আলাদা ব্যবস্থা ৷ তা 'https://donations.burmath.org' এই ওয়েবসাইটের মাধ্যমে পাঠাতে পারবেন ৷ সকলকে দুর্গাপূজা ও মাতৃ প্রতিমা দেখতে আসার সবান্ধব নিমন্ত্রণ জানিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ।

হাওড়া, 21 অগস্ট: বেলুড় মঠ প্রতিষ্ঠার পর থেকে নিরবিছিন্নভাবেই পালিত হয়ে এসেছে দেবী দুর্গার আরাধনা ও কুমারী পূজার মতো বিশেষ অনুষ্ঠান । তবে কোভিডের জন্য গত দু'বছর ভক্তদের প্রবেশাধিকার বন্ধ করে অনুষ্ঠিত হয়েছিল দুর্গা আরাধনা । কুমারী পূজার অনুষ্ঠানেও ছেদ পড়েছিল বেলুড় মঠে। তবে এই বছর আবার ভক্তদের জন্য বেলুড় মঠ (Belur Math) প্রকাশ করল দুর্গাপূজার নির্ঘণ্ট (Durga Puja 2022 Schedule) ৷

পাশাপাশি এই বছর থেকে দুর্গাপূজা উপলক্ষে পুনরায় আগের মতোই প্রতিমা মণ্ডপ নির্মাণ করার কথা জানাল বেলুড় মঠ । মঠের তরফ থেকে জানানো হয়েছে, আগামী 15, 16, 17 আশ্বিন অর্থাৎ 2, 3, 4 অক্টোবর অর্থাৎ (রবিবার, সোমবার ও মঙ্গলবার) বিশুদ্ধ পঞ্জিকা মতে বেলুড় মঠে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

  • 15 আশ্বিন, 2 অক্টোবর রবিবার মহাসপ্তমীর পূজা অনুষ্ঠিত হবে ভোর 5.30 মিনিটে।
  • 16 আশ্বিন, 3 অক্টোবর সোমবার মহাষ্টমী পূজা অনুষ্ঠিত হবে ভোর 5.30 মিনিটে। এরপর ওইদিনই সকাল 9টায় অনুষ্ঠিত হবে কুমারী পূজা। অপরাহ্ন 4.14 মিনিট থেকে 5.02 মিনিট পর্যন্ত চলবে সন্ধিপূজা।
  • 17 আশ্বিন, 4 অক্টোবর মঙ্গলবার মহানবমীর পূজা অনুষ্ঠিত হবে ভোর 5.30 মিনিটে। এরপর অনুষ্ঠিত হবে হোম, দেবীর ভোগারতি, পুষ্পাঞ্জলি, সন্ধ্যারতির অনুষ্ঠান।
    Durga Puja 2022
    বেলুড় মঠ প্রকাশ করল দুর্গাপূজার নির্ঘণ্ট, রয়েছে প্রণামী পাঠানোর ব্যবস্থা

এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে বেলুড় মঠের পক্ষ থেকে। পাশাপাশি ভক্তদের থেকে ইমেল আইডিও চাওয়া হয়েছে। এছাড়াও প্রণামী পাঠানোর জন্য দাতার নাম, ঠিকানা, ফোন নম্বর-সহ প্যান কার্ড , আধার কার্ড অথবা ভোটার কার্ডের যে কোনও একটি নম্বর পাঠাতে হবে বলেই জানানো হয়েছে। চেক অথবা ডিমান্ড ড্রাফ্ট (Check or Demand Draft) পাঠানো হলে তাতে অবশ্যই 'রামকৃষ্ণ মঠ, বেলুড় মঠ' কথাটি উল্লেখ রাখতে হবে।

মঠের তরফ থেকে জানানো হল দুর্গাপূজা 2022'এর নির্ঘণ্ট

আরও পড়ুন: দুর্গা পুজোর স্বীকৃতি উদযাপনে থাকবে ইউনেস্কো, পর্যটনের বিস্তৃতিতে নজর মমতার

ডাক, রেজিস্টার পোস্ট বা কুরিয়ার কোম্পানির মাধ্যমে পাঠানো চিঠির সঙ্গে অর্থ না পাঠানোর অনুরোধ জানানো হয়েছে মঠের পক্ষ থেকে। ঠিকানা পরিবর্তনের জন্য সম্পূর্ণ নাম, ঠিকানা, পিন কোড-সহ ফোন বা মোবাইল নম্বর উল্লেখ করতে বলা হয়েছে। এছাড়াও ডাক বিভাগের ইএমও পদ্ধতিতে অর্থ পাঠালে তা কী ধরনের প্রণামীর উদ্দেশ্যে পাঠানো হয়েছে তা পে ইন স্লিপ ফর্মে প্রেরকের স্বাক্ষর করার উপরের স্থানে বিস্তারিত লিখে জানানোর অনুরোধ করা হয়েছে। এছাড়াও অনলাইনে প্রণামী পাঠানোর জন্য রয়েছে আলাদা ব্যবস্থা ৷ তা 'https://donations.burmath.org' এই ওয়েবসাইটের মাধ্যমে পাঠাতে পারবেন ৷ সকলকে দুর্গাপূজা ও মাতৃ প্রতিমা দেখতে আসার সবান্ধব নিমন্ত্রণ জানিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ।

Last Updated : Aug 21, 2022, 8:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.