ETV Bharat / state

Eastern Railway: ধানবাদে মালগাড়ি বেলাইন হওয়ার জের, ফের কয়েকটি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ বদল - ধানবাদ বিভাগে মালগাড়ি বেলাইন হওয়ার জের

বিহারের গয়ায় ধানবাদ শাখায় মালগাড়ি বেলাইন হওয়ার জেরে বেশ কিছু দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ বদলে দিল পূর্বরেল (Few train routes have been changed) ৷ কোন কোন ট্রেন বাতিল হল, কোনটার যাত্রাপথ কাটছাঁট করা হল জানতে পড়ুন এই প্রতিবেদন ৷

Etv Bharat
ধানবাদ বিভাগে মালগাড়ি বেলাইন হওয়ার জেরে ফের কয়েকটি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ বদল
author img

By

Published : Oct 28, 2022, 8:32 AM IST

Updated : Oct 28, 2022, 10:04 AM IST

হাওড়া, 28 অক্টোবর: পূর্ব-মধ্য় রেল বিভাগের ধানবাদ বিভাগে গুরপা স্টেশনে বুধবার মালগাড়ি বেলাইন হওয়ার দরুন ফের কয়েকটি দূরপাল্লার ট্রেন অন্য রুটে ঘুরিয়ে দেওয়ার কথা জানাল পূর্বরেল (Few train routes have been changed)।

দূরপাল্লার ওই ট্রেনগুলোর মধ্যে রয়েছে :

12301 হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, 12313 শিয়ালদা-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, 22912 হাওড়া-ইন্দোর শিপ্রা এক্সপ্রেস এবং 12942 আসানসোল-ভবনগর পড়াশুনানাথ এক্সপ্রেস, 27 অক্টোবরে আসানসোল-ঝাঁঝা-পাটনা-পন্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে । ট্রেনগুলোর পূর্ববর্তী রুট ছিল আসানসোল-ধানবাদ-গয়া-পন্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন । ট্রেনগুলো মধুপুর ও জসিডি স্টেশনে থামত ।

12259 শিয়ালদা-বিকানির দুরন্ত এক্সপ্রেস 27 অক্টোবরে আসানসোল-ঝাঁঝা-পটনা-পন্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে । ট্রেনটির পূর্ববর্তী রুট ছিল আসানসোল-ধানবাদ-গয়া-পন্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন । ট্রেনটি আসানসোল, মধুপুর এবং জসিডি স্টেশনে দাঁড়াত ।

13307 ধানবাদ-ফিরোজপুর ক্যান্টনমেন্ট এক্সপ্রেস 27 অক্টোবরে আসানসোল-ঝাঁঝা-পটনা-পন্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে । ট্রেনটির পূর্ববর্তী রুট ছিল আসানসোল-ধানবাদ-গয়া-পন্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন ।

13010 যোগনগরী ঋষিকেশ-হাওড়া দুন এক্সপ্রেস এবং 12321 কালকা-হাওড়া মেল 26 অক্টোবরে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়-পটনা-ঝাঁঝা-আসানসোল হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে । ট্রেনগুলোর পূর্ববর্তী রুট ছিল গয়া-ধানবাদ-প্রধানখুনটা স্টেশন । ট্রেন দুটি জসিডি, মধুপুর এবং চিত্তরঞ্জন স্টেশনে দাঁড়াত । .

22308 বিকানির-হাওড়া এক্সপ্রেস, 12324 বার্মের-হাওড়া এক্সপ্রেস 26 অক্টোবরে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন- পটনা-ঝাঁঝা-আসানসোল হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে । ট্রেনটির পূর্ববর্তী রুট ছিল গয়া-ধানবাদ-প্রধানখুনটা । ট্রেনটি জসিডি মধুপুর স্টেশনে দাঁড়াত ।

20976 আগ্রা ক্যান্টনমেন্ট-হাওড়া এক্সপ্রেস 27 অক্টোবরে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়-গয়া-কিউল-ঝাঁঝা-আসানসোল হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে । ট্রেনটির পূর্ববর্তী রুট ছিল গয়া-ধানবাদ-প্রধানখুনটা । ট্রেনটি জসিডি এবং মধুপুর স্টেশনে দাঁড়াত ৷

12282 নিউ দিল্লি-ভুবনেশ্বর দুরন্ত এক্সপ্রেস 27 অক্টোবর পন্ডিত দীনদয়াল উপাধ্যায়-গয়া-কিউল-ঝাঁঝা-আসানসোল-জয়চন্ডী পাহাড়-আদ্রা স্টেশন হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে । ট্রেনটির পূর্ববর্তী রুট ছিল পন্ডিত দীনদয়াল উপাধ্যায়-গয়া- গোমো স্টেশনে দাঁড়াত ।

এতগুলি ট্রেনের যাত্রাপথ বদলে যাত্রীদের অসুবিধার কথা ভেবে দুঃখপ্রকাশ করেছে পূর্বরেল ।

হাওড়া, 28 অক্টোবর: পূর্ব-মধ্য় রেল বিভাগের ধানবাদ বিভাগে গুরপা স্টেশনে বুধবার মালগাড়ি বেলাইন হওয়ার দরুন ফের কয়েকটি দূরপাল্লার ট্রেন অন্য রুটে ঘুরিয়ে দেওয়ার কথা জানাল পূর্বরেল (Few train routes have been changed)।

দূরপাল্লার ওই ট্রেনগুলোর মধ্যে রয়েছে :

12301 হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, 12313 শিয়ালদা-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, 22912 হাওড়া-ইন্দোর শিপ্রা এক্সপ্রেস এবং 12942 আসানসোল-ভবনগর পড়াশুনানাথ এক্সপ্রেস, 27 অক্টোবরে আসানসোল-ঝাঁঝা-পাটনা-পন্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে । ট্রেনগুলোর পূর্ববর্তী রুট ছিল আসানসোল-ধানবাদ-গয়া-পন্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন । ট্রেনগুলো মধুপুর ও জসিডি স্টেশনে থামত ।

12259 শিয়ালদা-বিকানির দুরন্ত এক্সপ্রেস 27 অক্টোবরে আসানসোল-ঝাঁঝা-পটনা-পন্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে । ট্রেনটির পূর্ববর্তী রুট ছিল আসানসোল-ধানবাদ-গয়া-পন্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন । ট্রেনটি আসানসোল, মধুপুর এবং জসিডি স্টেশনে দাঁড়াত ।

13307 ধানবাদ-ফিরোজপুর ক্যান্টনমেন্ট এক্সপ্রেস 27 অক্টোবরে আসানসোল-ঝাঁঝা-পটনা-পন্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে । ট্রেনটির পূর্ববর্তী রুট ছিল আসানসোল-ধানবাদ-গয়া-পন্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন ।

13010 যোগনগরী ঋষিকেশ-হাওড়া দুন এক্সপ্রেস এবং 12321 কালকা-হাওড়া মেল 26 অক্টোবরে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়-পটনা-ঝাঁঝা-আসানসোল হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে । ট্রেনগুলোর পূর্ববর্তী রুট ছিল গয়া-ধানবাদ-প্রধানখুনটা স্টেশন । ট্রেন দুটি জসিডি, মধুপুর এবং চিত্তরঞ্জন স্টেশনে দাঁড়াত । .

22308 বিকানির-হাওড়া এক্সপ্রেস, 12324 বার্মের-হাওড়া এক্সপ্রেস 26 অক্টোবরে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন- পটনা-ঝাঁঝা-আসানসোল হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে । ট্রেনটির পূর্ববর্তী রুট ছিল গয়া-ধানবাদ-প্রধানখুনটা । ট্রেনটি জসিডি মধুপুর স্টেশনে দাঁড়াত ।

20976 আগ্রা ক্যান্টনমেন্ট-হাওড়া এক্সপ্রেস 27 অক্টোবরে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়-গয়া-কিউল-ঝাঁঝা-আসানসোল হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে । ট্রেনটির পূর্ববর্তী রুট ছিল গয়া-ধানবাদ-প্রধানখুনটা । ট্রেনটি জসিডি এবং মধুপুর স্টেশনে দাঁড়াত ৷

12282 নিউ দিল্লি-ভুবনেশ্বর দুরন্ত এক্সপ্রেস 27 অক্টোবর পন্ডিত দীনদয়াল উপাধ্যায়-গয়া-কিউল-ঝাঁঝা-আসানসোল-জয়চন্ডী পাহাড়-আদ্রা স্টেশন হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে । ট্রেনটির পূর্ববর্তী রুট ছিল পন্ডিত দীনদয়াল উপাধ্যায়-গয়া- গোমো স্টেশনে দাঁড়াত ।

এতগুলি ট্রেনের যাত্রাপথ বদলে যাত্রীদের অসুবিধার কথা ভেবে দুঃখপ্রকাশ করেছে পূর্বরেল ।

আরও পড়ুন : বিহারের গয়ায় লাইনচ্যুত মালগাড়ি, ক্ষতিগ্রস্ত 53টি বগি

Last Updated : Oct 28, 2022, 10:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.