ETV Bharat / state

প্রেমের মরশুমে মাধ্যমিক, উচ্চমধ্যমিকই 'কাঁটা' গোলাপ চাষিদের - rose

ভ্যালেন্টাইনস মরশুমের শুরুতেই মাধ্যমিক পরীক্ষা হওয়ায় গোলাপ চাষিরা লাভের মুখ দেখতে পাচ্ছে না।

rose
author img

By

Published : Feb 13, 2019, 11:39 PM IST

হাওড়া, ১৩ ফেব্রুয়ারি : মাধ্যমিক, উচ্চমাধ্যমিক চলায় মাথায় হাত তাঁদের। পরীক্ষার্থী নয়, তাঁরা গোলাপ চাষি। দুই পরীক্ষার গেরোয় ভ্যালেন্টাইনস উইকে গোলাপ কেনার ব্যস্ততা কমেছে অনেকটাই। রাত পোহালেই ভ্যালেন্টাইনস ডে, তবে গোলাপ কেনা-বেচায় খুব বেশি লাভের মুখ দেখছেন না চাষিরা। অন্য বছর ভ্যালেন্টাইনস ডে আর মাধ্যমিকের মধ্যে একটু হলেও ব্যবধান থাকে। এবছরে চিন্তার ভাঁজ গোলাপ চাষিদের কপালে।

হাওড়ার বাগনানের ঘোড়াঘাটা, দেউলটিসহ বিস্তীর্ণ এলাকায় গোলাপ চাষ করেন কয়েকশো ফুল চাষি। ফেব্রুয়ারি মাসে গোলাপের চাহিদা বেশিই থাকে। দামও মেলে অনেকটাই। আর সেই পয়সাই বাকি বছরে তাঁদের চাষে রসদ জোগায়। কিন্তু এবারের চিত্রটা অন্যরকম। সাধারণত লাল গোলাপ ৩৫০ থেকে ৪০০ টাকা প্রতি ১০০ পিস দামে বিক্রি হলেও গত বৃহস্পতিবার দাম উঠেছিল প্রতি ১০০ পিস ৬০০ থেকে ৬৫০ টাকা। আগামীকাল সেই দাম পৌঁছানোর কথা ১৫০০ থেকে ২০০০ টাকায়। কিন্তু মাধ্যমিক হওয়ায় দাম বাড়া তো দূর বিক্রিই কমে গেছে গোলাপের।

এবিষয়ে, ঘোড়াঘাটা এলাকার ফুল চাষি পুলক ধাড়া বলেন, "প্রতি বছর এই ভ্যালেন্টাইন্স ডের জন্য ভালো গোলাপের চাষ করা হয়। চাহিদাও থাকে তুঙ্গে। স্বাভাবিকভাবে দাম পাওয়া যায় অনেক বেশি‌। কিন্তু এই বছর ভ্যালেন্টাইন্স ডের দু'দিন আগে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। সেকারণে চাহিদা খুবই কম। অন্য বছরে রোজ় ডে থেকেই গোলাপের বাজার চড়া থাকে। এবছর ব্যবসা মার খাচ্ছে।"

undefined

হাওড়া, ১৩ ফেব্রুয়ারি : মাধ্যমিক, উচ্চমাধ্যমিক চলায় মাথায় হাত তাঁদের। পরীক্ষার্থী নয়, তাঁরা গোলাপ চাষি। দুই পরীক্ষার গেরোয় ভ্যালেন্টাইনস উইকে গোলাপ কেনার ব্যস্ততা কমেছে অনেকটাই। রাত পোহালেই ভ্যালেন্টাইনস ডে, তবে গোলাপ কেনা-বেচায় খুব বেশি লাভের মুখ দেখছেন না চাষিরা। অন্য বছর ভ্যালেন্টাইনস ডে আর মাধ্যমিকের মধ্যে একটু হলেও ব্যবধান থাকে। এবছরে চিন্তার ভাঁজ গোলাপ চাষিদের কপালে।

হাওড়ার বাগনানের ঘোড়াঘাটা, দেউলটিসহ বিস্তীর্ণ এলাকায় গোলাপ চাষ করেন কয়েকশো ফুল চাষি। ফেব্রুয়ারি মাসে গোলাপের চাহিদা বেশিই থাকে। দামও মেলে অনেকটাই। আর সেই পয়সাই বাকি বছরে তাঁদের চাষে রসদ জোগায়। কিন্তু এবারের চিত্রটা অন্যরকম। সাধারণত লাল গোলাপ ৩৫০ থেকে ৪০০ টাকা প্রতি ১০০ পিস দামে বিক্রি হলেও গত বৃহস্পতিবার দাম উঠেছিল প্রতি ১০০ পিস ৬০০ থেকে ৬৫০ টাকা। আগামীকাল সেই দাম পৌঁছানোর কথা ১৫০০ থেকে ২০০০ টাকায়। কিন্তু মাধ্যমিক হওয়ায় দাম বাড়া তো দূর বিক্রিই কমে গেছে গোলাপের।

এবিষয়ে, ঘোড়াঘাটা এলাকার ফুল চাষি পুলক ধাড়া বলেন, "প্রতি বছর এই ভ্যালেন্টাইন্স ডের জন্য ভালো গোলাপের চাষ করা হয়। চাহিদাও থাকে তুঙ্গে। স্বাভাবিকভাবে দাম পাওয়া যায় অনেক বেশি‌। কিন্তু এই বছর ভ্যালেন্টাইন্স ডের দু'দিন আগে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। সেকারণে চাহিদা খুবই কম। অন্য বছরে রোজ় ডে থেকেই গোলাপের বাজার চড়া থাকে। এবছর ব্যবসা মার খাচ্ছে।"

undefined
Pulwama (Jammu and Kashmir), Feb 13 (ANI): Around 12 students got severely injured in a blast in a school in Jammu and Kashmir's Pulwama. Injured students have been shifted to a hospital. Jawed Ahmed, teacher at the school where the explosion has occurred said, "I was teaching and then suddenly an explosion occurred. I can't say how many students are injured". Further details are awaited.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.