ETV Bharat / state

বৈশাখি-মমতার পুরানো সম্পর্ক, BJP - র কোনও অস্বস্তি নেই : দিলীপ - 'চা চক্র' কর্মসূচি

আজ সকালে মধ্য হাওড়ার 24 এবং 26 নম্বর ওয়ার্ডে 'চা চক্র' কর্মসূচিতে অংশগ্রহণ করেন BJP -র রাজ্য সভাপতি । প্রথমে 24 নম্বর ওয়ার্ডের বিজয়ানন্দ পার্কে প্রাতঃভ্রমণ করেন তিনি । এরপর 'চা চক্র' অনুষ্ঠানে যোগ দিতে আসেন 26 নম্বর ওয়ার্ডে । কিন্তু ওই ওয়ার্ডের সমস্ত চায়ের দোকান বন্ধ ছিল । এবিষয়ে তিনি বলেন, "তৃণমূল ভয় পাচ্ছে সাধারণ মানুষকে তাই জন্য এলাকাবাসীর কথা চিন্তা না করে সমস্ত চায়ের দোকান বন্ধ রাখা হয়েছে । "

dilip-ghosh-was-at-cha-chakra-program-in-howrah
দিলীপ ঘোষ
author img

By

Published : Mar 13, 2020, 12:29 PM IST

হাওড়া, 13 মার্চ : শোভন চট্টোপাধ্যায়ের BJP-তে সক্রিয় হওয়া নিয়ে জল্পনা তুঙ্গে ৷ এরই মধ্যে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে গিয়ে দেখা করেন বৈশাখি বন্দ্যোপাধ্যায় ৷ রাজনৈতিক মহলে জল্পনা শুরু হলেও বিষয়টি নিয়ে গুরুত্ব দিতে নারাজ BJP -র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷

তিনি বলেন, "ওদের সাথে বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের পুরানো সম্পর্ক রয়েছে ৷ তাই তিনি যাচ্ছেন । এতে BJP -র অস্বস্তিতে পড়ার কোনও কারণ নেই । "

আজ সকালে মধ্য হাওড়ার 24 এবং 26 নম্বর ওয়ার্ডে 'চা চক্র' কর্মসূচিতে অংশগ্রহণ করেন BJP- র রাজ্য সভাপতি । প্রথমে 24 নম্বর ওয়ার্ডের বিজয়ানন্দ পার্কে প্রাতঃভ্রমণ করেন তিনি । মাঠে আসা অন্যান্য প্রাতঃভ্রমণকারীদের সঙ্গেও বেশ কিছুটা সময় কাটান ৷ তাঁদের সমস্যা নিয়ে কথা বলেন । এরপর 'চা চক্র' অনুষ্ঠানে যোগ দিতে আসেন 26 নম্বর ওয়ার্ডে । কিন্তু ওই ওয়ার্ডের সমস্ত চায়ের দোকান বন্ধ ছিল ।

এই নিয়ে দিলীপ ঘোষ অভিযোগ করেন , "BJP কে ভয় পাচ্ছে তৃণমূল । সেই জন্যই আমি আছি জেনে এলাকার সমস্ত চায়ের দোকান আগে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে । তৃণমূল ভয় পাচ্ছে সাধারণ মানুষকে তাই জন্য এলাকাবাসীর কথা চিন্তা না করে সমস্ত চায়ের দোকান বন্ধ রাখা হয়েছে । "

যদিও দিলীপবাবুর অভিযোগে গুরুত্ব দিতে নারাজ 26 নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তথা প্রাক্তন মেয়র পারিষদ শ্যামল মিত্র । তিনি বলেন, " তৃণমূল এই কাজের সাথে যুক্ত নয় । এই ধরনের নিম্নমানের রাজনীতি তৃণমূল করে না । এটা BJP - র বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদ। আর দোকান বন্ধ রাখা কিংবা না রাখাটা সম্পূর্ণ ব্যবসাদারদের ব্যক্তিগত ব্যাপার । এ বিষয়ে তৃণমূল মাথা ঘামায় না । "

বৈশাখি - মমতার পুরানো সম্পর্ক আছে, বললেন দিলীপ ঘোষ

অন্যদিকে, 'বাংলার গর্ব মমতা'-র পালটা BJP-র 'আর নয় অন্যায়' কর্মসূচি নিয়ে তাঁর বক্তব্য, পশ্চিমবাংলার মানুষ আর অন্যায় অত্যাচার চাইছেন না । সেই জন্যই আমাদের এই কর্মসূচি ।

হাওড়া, 13 মার্চ : শোভন চট্টোপাধ্যায়ের BJP-তে সক্রিয় হওয়া নিয়ে জল্পনা তুঙ্গে ৷ এরই মধ্যে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে গিয়ে দেখা করেন বৈশাখি বন্দ্যোপাধ্যায় ৷ রাজনৈতিক মহলে জল্পনা শুরু হলেও বিষয়টি নিয়ে গুরুত্ব দিতে নারাজ BJP -র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷

তিনি বলেন, "ওদের সাথে বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের পুরানো সম্পর্ক রয়েছে ৷ তাই তিনি যাচ্ছেন । এতে BJP -র অস্বস্তিতে পড়ার কোনও কারণ নেই । "

আজ সকালে মধ্য হাওড়ার 24 এবং 26 নম্বর ওয়ার্ডে 'চা চক্র' কর্মসূচিতে অংশগ্রহণ করেন BJP- র রাজ্য সভাপতি । প্রথমে 24 নম্বর ওয়ার্ডের বিজয়ানন্দ পার্কে প্রাতঃভ্রমণ করেন তিনি । মাঠে আসা অন্যান্য প্রাতঃভ্রমণকারীদের সঙ্গেও বেশ কিছুটা সময় কাটান ৷ তাঁদের সমস্যা নিয়ে কথা বলেন । এরপর 'চা চক্র' অনুষ্ঠানে যোগ দিতে আসেন 26 নম্বর ওয়ার্ডে । কিন্তু ওই ওয়ার্ডের সমস্ত চায়ের দোকান বন্ধ ছিল ।

এই নিয়ে দিলীপ ঘোষ অভিযোগ করেন , "BJP কে ভয় পাচ্ছে তৃণমূল । সেই জন্যই আমি আছি জেনে এলাকার সমস্ত চায়ের দোকান আগে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে । তৃণমূল ভয় পাচ্ছে সাধারণ মানুষকে তাই জন্য এলাকাবাসীর কথা চিন্তা না করে সমস্ত চায়ের দোকান বন্ধ রাখা হয়েছে । "

যদিও দিলীপবাবুর অভিযোগে গুরুত্ব দিতে নারাজ 26 নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তথা প্রাক্তন মেয়র পারিষদ শ্যামল মিত্র । তিনি বলেন, " তৃণমূল এই কাজের সাথে যুক্ত নয় । এই ধরনের নিম্নমানের রাজনীতি তৃণমূল করে না । এটা BJP - র বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদ। আর দোকান বন্ধ রাখা কিংবা না রাখাটা সম্পূর্ণ ব্যবসাদারদের ব্যক্তিগত ব্যাপার । এ বিষয়ে তৃণমূল মাথা ঘামায় না । "

বৈশাখি - মমতার পুরানো সম্পর্ক আছে, বললেন দিলীপ ঘোষ

অন্যদিকে, 'বাংলার গর্ব মমতা'-র পালটা BJP-র 'আর নয় অন্যায়' কর্মসূচি নিয়ে তাঁর বক্তব্য, পশ্চিমবাংলার মানুষ আর অন্যায় অত্যাচার চাইছেন না । সেই জন্যই আমাদের এই কর্মসূচি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.