ETV Bharat / state

ডেঙ্গির প্রকোপ উত্তর হাওড়ায়, আক্রান্ত তিন শতাধিক - উত্তর হাওড়ায় সালকিয়াতে ডেঙ্গির প্রকোপ

উত্তর হাওড়ার সালকিয়ার 11, 12 ও 15 নম্বর ওয়ার্ডেই ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা বেশি ৷ পৌরনিগম সূত্রে খবর, গত এক মাসে ওই এলাকার বাসিন্দারা ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৷

এই জমা জলেই জন্ম নিচ্ছে ডেঙ্গির লার্ভা
author img

By

Published : Sep 18, 2019, 8:13 PM IST

Updated : Sep 18, 2019, 11:50 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর : পুজোর মুখে ডেঙ্গি উত্তর হাওড়ায় ৷ হাওড়া পৌরনিগম এলাকায় একাধিক ওয়ার্ডের দেখা দিয়েছে ডেঙ্গির প্রকোপ ৷ বিশেষ করে, উত্তর হাওড়ার সালকিয়ার 11, 12 ও 15 নম্বর ওয়ার্ডেই ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা বেশি ৷ পৌরনিগম সূত্রে খবর, গত এক মাসে ওই এলাকার বাসিন্দারা ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৷ তবে আক্রান্তরা বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ তবে এই মুহূর্তে কেবলমাত্র হাওড়া হাসপাতলে 25 জন চিকিৎসাধীন ৷ এছাড়াও পার্শ্ববর্তী বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে চিকিৎসাধীন অনেকে ৷ যদিও আক্রান্ত এলাকাবাসীদের অভিযোগ, এলাকায় মশা দমনের ক্ষেত্রে পৌরনিগম ঠিকভাবে কাজ করছে না ৷ তাই ডেঙ্গি ছড়াচ্ছে এলাকায় ৷ ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা 300-এর কাছাকাছি ৷

হাওড়া পৌরনিগমের কমিশনার বিজিন কৃষ্ণা বলেন, "ডেঙ্গি আক্রান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে ৷ ভেক্টর কন্ট্রোল কর্মীদের নিয়ে টিম তৈরি করে মশা মারার কাজ চলছে ৷ তবে অনেক গৃহস্থের বাড়ি থেকেও মশার লার্ভা পাওয়া গেছে । তাই বাসিন্দাদের সচেতনতার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ কারণ পৌরনিগমের করা সমীক্ষায় দেখা গেছে, ফ্রিজের নিচে কিংবা বাড়িতে থাকা কোনও খালি পাত্রে জল জমেছে ৷ তাতেই জন্ম নিচ্ছে মশার লার্ভা ৷ তাই সচেতনতা বৃদ্ধির দিকে একটু বেশি নজর দিচ্ছে পৌরনিগম ৷ সমীক্ষার পরই ডেঙ্গি আক্রান্ত এলাকায় বিশেষ টিম পাঠানো হচ্ছে নিয়মিত ৷ শুধুমাত্র উত্তর হাওড়া নয়, মশাবাহিত এই রোগ নিয়ন্ত্রণে মধ্য-হাওড়া, দক্ষিণ-হাওড়াতেও নজরদারি চালাচ্ছে প্রশাসন ৷"

দেখুন ভিডিয়ো

আরও পড়ুন : কলকাতার 14 নম্বর ওয়ার্ডে অস্বাস্থ্যকর পরিবেশ, মিলল মশার লার্ভা

জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, হাওড়া শহরাঞ্চলে চলতি বছর মোট 283 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৷ যদিও এখনও পর্যন্ত ডেঙ্গিতে কেউ মারা যাননি ৷ অগস্টে মাঝামাঝি সময় থেকে বেড়েছে ডেঙ্গির প্রকোপ ৷

কলকাতা, 18 সেপ্টেম্বর : পুজোর মুখে ডেঙ্গি উত্তর হাওড়ায় ৷ হাওড়া পৌরনিগম এলাকায় একাধিক ওয়ার্ডের দেখা দিয়েছে ডেঙ্গির প্রকোপ ৷ বিশেষ করে, উত্তর হাওড়ার সালকিয়ার 11, 12 ও 15 নম্বর ওয়ার্ডেই ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা বেশি ৷ পৌরনিগম সূত্রে খবর, গত এক মাসে ওই এলাকার বাসিন্দারা ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৷ তবে আক্রান্তরা বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ তবে এই মুহূর্তে কেবলমাত্র হাওড়া হাসপাতলে 25 জন চিকিৎসাধীন ৷ এছাড়াও পার্শ্ববর্তী বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে চিকিৎসাধীন অনেকে ৷ যদিও আক্রান্ত এলাকাবাসীদের অভিযোগ, এলাকায় মশা দমনের ক্ষেত্রে পৌরনিগম ঠিকভাবে কাজ করছে না ৷ তাই ডেঙ্গি ছড়াচ্ছে এলাকায় ৷ ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা 300-এর কাছাকাছি ৷

হাওড়া পৌরনিগমের কমিশনার বিজিন কৃষ্ণা বলেন, "ডেঙ্গি আক্রান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে ৷ ভেক্টর কন্ট্রোল কর্মীদের নিয়ে টিম তৈরি করে মশা মারার কাজ চলছে ৷ তবে অনেক গৃহস্থের বাড়ি থেকেও মশার লার্ভা পাওয়া গেছে । তাই বাসিন্দাদের সচেতনতার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ কারণ পৌরনিগমের করা সমীক্ষায় দেখা গেছে, ফ্রিজের নিচে কিংবা বাড়িতে থাকা কোনও খালি পাত্রে জল জমেছে ৷ তাতেই জন্ম নিচ্ছে মশার লার্ভা ৷ তাই সচেতনতা বৃদ্ধির দিকে একটু বেশি নজর দিচ্ছে পৌরনিগম ৷ সমীক্ষার পরই ডেঙ্গি আক্রান্ত এলাকায় বিশেষ টিম পাঠানো হচ্ছে নিয়মিত ৷ শুধুমাত্র উত্তর হাওড়া নয়, মশাবাহিত এই রোগ নিয়ন্ত্রণে মধ্য-হাওড়া, দক্ষিণ-হাওড়াতেও নজরদারি চালাচ্ছে প্রশাসন ৷"

দেখুন ভিডিয়ো

আরও পড়ুন : কলকাতার 14 নম্বর ওয়ার্ডে অস্বাস্থ্যকর পরিবেশ, মিলল মশার লার্ভা

জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, হাওড়া শহরাঞ্চলে চলতি বছর মোট 283 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৷ যদিও এখনও পর্যন্ত ডেঙ্গিতে কেউ মারা যাননি ৷ অগস্টে মাঝামাঝি সময় থেকে বেড়েছে ডেঙ্গির প্রকোপ ৷

Intro:পুজোর আগে ডেঙ্গুজ্বরে কাঁপছে উত্তর হাওড়া। হাওড়া পুরসভা এলাকায় একাধিক ওয়ার্ডের দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ। বিশেষত উত্তর হাওড়ার সালকিয়া এলাকায় 11, 12 এবং 15 নম্বর ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা বেশি। এ বিষয়ে হাওড়া পুরসভা সূত্রে খবর গত এক মাসে এইসব এলাকার বাসিন্দারা মশাবাহিত এই রোগে আক্রান্ত হচ্ছেন । রোগীরা ভর্তি আছেন বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে। যার মধ্যে এই মুহূর্তে কেবলমাত্র হাওড়া হাসপাতলে ভর্তি আছে 25 জন। এছাড়া আশেপাশের বহু বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোমে ভর্তি রয়েছেন বহু মানুষ। অন্যদিকে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর জানুয়ারি মাস থেকে মোট 283 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। যদিও এখনো পর্যন্ত মশাবাহিত এই রোগে এখনও কেউ মারা যাননি। তবে আগস্ট মাসের মাঝামাঝি থেকে রোগের প্রকোপ বেশি। আক্রান্তদের অভিযোগ এলাকায় মশার লার্ভা মারার তেল স্প্রে করা হয় না ঠিকভাবে । তাই ডেঙ্গু ছড়াচ্ছে এলাকায় । Body:তবে হাওড়া পুরসভার কমিশনার বিজিন কৃষ্ণা জানিয়েছেন, ডেঙ্গি আক্রান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। ভেক্টর কন্ট্রোল কর্মীদের দিয়ে টিম তৈরি করে মশা মারার কাজ চলছে । তবে অনেক গৃহস্থের বাড়ি থেকেও মশার লার্ভা পাওয়া গেছে । তাই বাসিন্দাদের সচেতনতার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ কর্পোরেশন কর্তৃক সার্ভেতে দেখা গিয়েছে ফ্রিজের নিচে কিংবা বাড়ির মধ্যে থাকা কোনো ফাঁকা কন্টেইনারে জল জমেছে। তাতেই জন্ম নিচ্ছে ডেঙ্গু মশার লার্ভা। তাই সচেতনতা বৃদ্ধির দিকে একটু বেশি নজর দিচ্ছে পুরসভা। নির্দিষ্ট সার্ভে মাফিক বিশেষ বিশেষ এলাকায় টিম পাঠানো হচ্ছে নিয়মিত। তবে শুধুমাত্র উত্তর হাওড়া নয়, মশাবাহিত এই রোগ নিয়ন্ত্রণে মধ্য হাওড়া দক্ষিণ হাওড়া সমস্ত জায়গায় নজরদারি চালাচ্ছে প্রশাসন।Conclusion:
Last Updated : Sep 18, 2019, 11:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.