ETV Bharat / state

লঞ্চ আসতে দেরি হওয়ায় ফেরিঘাটে ভাঙচুর

লঞ্চ না পেয়ে গাদিয়াড়া ঘাটে ভাঙচুর চালাল উত্তেজিত জনতা। অফিসের কম্পিউটার থেকে শুরু করে চেয়ার, টেবিল ,ফ্যান বিভিন্ন আসবাবপত্র ভেঙে ফেলে তারা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসে শ্যামপুর থানার পুলিশ ৷

গাদিয়াড়া ফেরিঘাটে ভাঙচুর
author img

By

Published : Nov 18, 2019, 5:32 PM IST

শ্যামপুর, 18 নভেম্বর: আজ সকালে সময়ে লঞ্চ না আসায় ক্ষিপ্ত হয়ে গাদিয়াড়া ঘাটে ভাঙচুর চালালেন নিত্যযাত্রীরা ৷ গাদিয়াড়া লঞ্চঘাটের অফিসের কম্পিউটার, চেয়ার-টেবিল, পাখা সহ অন্যান্য আসবাবপত্র ভেঙে ফেলেন যাত্রীরা ৷ এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র অফিস থেকে ফেলে দেন তাঁরা ৷ নিত্যযাত্রীদের অভিযোগ, প্রায়ই ঘাটে লঞ্চ আসতে দেরি করে । ফলে তাঁদের কর্মস্থানে পৌঁছাতে দেরি হয় ৷ আজ ভাঙচুরের জন্য নুরপুর-গাদিয়াড়া-গেঁয়োখালি রুটে লঞ্চ পরিষেবা ব্যাহত হয় ৷

অন্যদিকে লঞ্চ পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা জানান, ওই রুটে মোট চারটি লঞ্চ যাত্রী পারাপার করে ৷ সেগুলির মধ্যে দুটি লঞ্চ খারাপ হয়ে গেছে । সেগুলি মেরামত করার কাজ চলছে । বাকি দুটি লঞ্চের মধ্যে একটি আজ সকালেই খারাপ হয়ে যায় ৷ ফলে একটি লঞ্চ দিয়েই গাদিয়াড়া থেকে নুরপুর ও গেঁয়োখালিতে যাত্রী পারাপারের কাজ চালানো হচ্ছিল ৷ তাই দেরি হচ্ছিল ৷ অনেক যাত্রী গন্তব্যে পৌঁছোতে দেরি হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন ৷ উত্তেজিত হয়ে তাঁরা ফেরি অফিসে ভাঙচুর চালান ৷

ভাঙচুরের খবর পেয়ে শ্যামপুর থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ সি সি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ৷ অভিযুক্তদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে ৷ গাদিয়াড়া ফেরিঘাটের অফিসে কী পরিমাণ ক্ষতি হয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ । ভাঙচুরের কিছুক্ষণ পর ফের লঞ্চ পরিষেবা চালু হয়েছে ৷

শ্যামপুর, 18 নভেম্বর: আজ সকালে সময়ে লঞ্চ না আসায় ক্ষিপ্ত হয়ে গাদিয়াড়া ঘাটে ভাঙচুর চালালেন নিত্যযাত্রীরা ৷ গাদিয়াড়া লঞ্চঘাটের অফিসের কম্পিউটার, চেয়ার-টেবিল, পাখা সহ অন্যান্য আসবাবপত্র ভেঙে ফেলেন যাত্রীরা ৷ এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র অফিস থেকে ফেলে দেন তাঁরা ৷ নিত্যযাত্রীদের অভিযোগ, প্রায়ই ঘাটে লঞ্চ আসতে দেরি করে । ফলে তাঁদের কর্মস্থানে পৌঁছাতে দেরি হয় ৷ আজ ভাঙচুরের জন্য নুরপুর-গাদিয়াড়া-গেঁয়োখালি রুটে লঞ্চ পরিষেবা ব্যাহত হয় ৷

অন্যদিকে লঞ্চ পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা জানান, ওই রুটে মোট চারটি লঞ্চ যাত্রী পারাপার করে ৷ সেগুলির মধ্যে দুটি লঞ্চ খারাপ হয়ে গেছে । সেগুলি মেরামত করার কাজ চলছে । বাকি দুটি লঞ্চের মধ্যে একটি আজ সকালেই খারাপ হয়ে যায় ৷ ফলে একটি লঞ্চ দিয়েই গাদিয়াড়া থেকে নুরপুর ও গেঁয়োখালিতে যাত্রী পারাপারের কাজ চালানো হচ্ছিল ৷ তাই দেরি হচ্ছিল ৷ অনেক যাত্রী গন্তব্যে পৌঁছোতে দেরি হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন ৷ উত্তেজিত হয়ে তাঁরা ফেরি অফিসে ভাঙচুর চালান ৷

ভাঙচুরের খবর পেয়ে শ্যামপুর থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ সি সি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ৷ অভিযুক্তদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে ৷ গাদিয়াড়া ফেরিঘাটের অফিসে কী পরিমাণ ক্ষতি হয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ । ভাঙচুরের কিছুক্ষণ পর ফের লঞ্চ পরিষেবা চালু হয়েছে ৷

Intro:লঞ্চ না পেয়ে গাদিয়াড়া লঞ্চঘাটে ভাঙচুর চালাল উত্তেজিত জনতা। আজ সকালে অফিস টাইমে লঞ্চ না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে লঞ্চ যাত্রীরা। অফিসের মধ্যে থাকা কম্পিউটার থেকে শুরু করে চেয়ার, টেবিল ,ফ্যান বিভিন্ন আসবাবপত্র ভেঙে ফেলে উত্তেজিত জনতা। বেশ কিছু কাগজপত্র ও চেয়ার ভেঙে অফিসের বাইরে এনে রাস্তায় ফেলে দেয় ক্ষিপ্ত জনতা। লঞ্চ ঘাটে গেটের বাইরে বিক্ষোভ দেখাতে পারে উত্তেজিত জনতা। কর্তৃপক্ষের তরফে একাধিকবার অনুরোধ জানানো হয় যত শীঘ্র সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তাতেও পরিস্থিতি আয়ত্তে আসেনি বলেই কর্তৃপক্ষের মত।Body:জানা গিয়েছে ওই রুটে মোট চারটি লঞ্চ চলাচল করে। এর মধ্যে দুটি লঞ্চ আগের থেকেই খারাপ থাকায় সেগুলি সারানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল। বাকি দুটির মধ্যে একটি আজ সকালে খারাপ হয়ে যায়। ফলে একটি মাত্র লঞ্চ দিয়েই চালানো হচ্ছিল পরিষেবা। এটি একটি মাত্র লঞ্চ এর কারনে অনেক যাত্রীদেরই দেরি হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তারা। শেষমেশ তারা ভাঙচুর চালান অফিসে। এদিকে এই ভাংচুরের খবর পেয়ে শ্যামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং অফিসের মধ্যে থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি অভিযুক্তদের চিহ্নিতকরণের কাজ শুরু করেছে শ্যামপুর থানার পুলিশ। কিছু সময় পরেই পুনরায় লঞ্চ পরিষেবা চালু হয়েছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.