হাওড়া, 9 ডিসেম্বর: জগাছা থানা এলাকার ধারসা মিলনী পাঠাগার এলাকার একটি পুকুরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল (Dead Body Recovered from Pond)। শুক্রবার সকালে ওই পুকুরে মাছ ধরতে আসা জেলেরা প্লাস্টিকমোড়া অবস্থায় ওই দেহ দেখতে পান। এরপরই তাঁরাই স্থানীয় জগাছা থানাতে (Jagacha Police) খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দেহটি স্থানীয় কোনও বাসিন্দার নয় । বাইরে থেকে নিয়ে এসে এই পুকুরে ফেলে দেওয়া হয়েছে । মৃত ব্যক্তির শনাক্তকরণ এখনও সম্ভব হয়নি।
যদিও মৃত ব্যক্তির আনুমানিক বয়স 40-45 বছর বলেই পুলিশ সূত্রে খবর । পাশাপাশি ওই দেহটি থেকে অল্প দুর্গন্ধ আসার কারণে দু-একদিন আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে এটা আত্মহত্যা নাকি অন্যকিছু তা নিয়ে এখনও ধন্দে রয়েছে জগাছা থানার পুলিশ । ময়নাতদন্তের (Post Mortem) রিপোর্ট এলে বিষয়টি স্পষ্ট হবে মনে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি হাওড়া-সহ অন্যান্য থানাতে নিরুদ্দেশ হওয়া ব্যক্তিদের তালিকার বিষয়েও খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে জগাছা থানা সূত্রে খবর।
আরও পড়ুন: শৌচালয়ে উদ্ধার তিন বছরের শিশুর দেহ, যৌন নির্যাতন করে খুনের আশংকা
স্থানীয় বাসিন্দা বিজয় চক্রবর্তী জানান, রোজ সকালের মতো এদিনও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি ৷ মাঠের মধ্যে হাঁটার সময় তিনি দেখেন পুকুরের জলের উপরে একটি দেহ ভাসছে। খানিকক্ষণ থেকেই তাঁর নাকে দুর্গন্ধ আসছিল। পাশেই সরকারি ভ্যাটে অনেক সময় কুকুর, গরু মৃত অবস্থাতে ফেলে যান অনেকে। তবে কিছুক্ষণ বাদে উপলব্ধি করেন পুকুরে একটি দেহ ভাসছে, সেটি থেকেই গন্ধ আসছে । ওই এলাকার অন্য এক বাসিন্দা তাপসী চট্টোপাধ্যায় জানান, তিনি তাঁর আবাসনের সামনে থেকে দেখেছেন পুকুরে দেহটি ভাসছে ৷ এলাকাটি খুবই শান্ত। ইদানিং বিভিন্ন কারণে সেই শান্তি বিঘ্নিত হচ্ছে। এই বিষয়ে সংশ্লিষ্ট মহল ব্যবস্থা নেবেন বলেই তিনি আশাবাদী।