ETV Bharat / state

Sujan Slams Abhishek: অভিষেকের নবজোয়ার আসলে গণ খোঁয়ার, কটাক্ষ সুজনের - মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিকে কটাক্ষ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ৷ তাঁর দাবি, অভিষেকের নবজোয়ার আসলে গণ খোঁয়ার ৷

Sujan Slams Abhishek
Sujan Slams Abhishek
author img

By

Published : May 1, 2023, 6:17 PM IST

অভিষেকের নবজোয়ার আসলে গণ খোঁয়ার, কটাক্ষ সুজনের

হাওড়া, 1 মে: তৃণমূলে নবজোয়ার আনতে টানা দু’মাসের জন্য জনসংযোগ যাত্রায় বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই কর্মসূচিকে গণ খোঁয়ার বলে কটাক্ষ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ৷ সোমবার হাওড়ার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কটাক্ষ করেন ৷ এদিন হাওড়ার শিবপুর এলাকার পিএম বস্তিতে মে দিবসের দলীয় কর্মসূচিতে যোগ দেন সিপিএমের এই নেতা ৷ তার পর অভিষেকের কর্মসূচি-সহ একাধিক ইস্য়ুতে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন তিনি ৷

ওই কর্মসূচিকে শুধু গণ খোঁয়ার বলে থেমে যাননি তিনি ৷ বরং তাঁর দাবি, এরা ভোট লুট করার কারবারের প্রশিক্ষণ নিচ্ছেন । অভিষেকের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেন তিনি । সুজন দাবি করেন, ‘‘যখনই কলকাতার রাস্তায় মানুষ তাঁদের কথা বলতে নামে, তখনই মুখ্যমন্ত্রী পালিয়ে বাঁচেন । তাই নবান্নে ডেপুটেশনের দিনে উনি মালদায় পালিয়ে যাচ্ছেন ।’’

সুজনের আরও দাবি, ‘‘মুখ্যমন্ত্রীর জীবনে শান্তি আর নেই মানুষের মনোভাব বুঝতে পেরে । তাই উনি বলেছিলেন পঞ্চায়েতের প্রার্থী তালিকা তিনি তৈরি করবেন বলেছিলেন আর বাস্তবে সেই তালিকা ওঁর ভাইপো তৈরি করতে বেরিয়ে পড়েছে । সেই পরিস্থিতি সামাল দিতে উনি ভাইপোর পেছনে দৌড়ে বেড়াচ্ছেন ।’’

তৃণমূলের এই নবজোয়ার কর্মসূচি ঘিরে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠছে ৷ উত্তর দিনাজপুরে বর্ষীয়ান তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী আব্দুল করিম চৌধুরী প্রকাশ্য়েই অভিষেকের বিরুদ্ধে তোপ দেগেছেন ৷ এই নিয়ে সুজনের বক্তব্য, আগে রাজ্যের কংগ্রেস-সহ অন্যান্য দলের পুরাতন কর্মী ও বিধায়কদের সম্মান ছিল । তবে তৃণমূল আসার পর পুরনো কর্মী ও বয়স্কদের কোনও সম্মান নেই ৷ এটা করিম সাহেব বুঝতে পারছেন ৷

তৃণমূল ও বিজেপির মধ্য়ে সেটিংয়ের অভিযোগ তুলেছেন ৷ এক্ষেত্রে তিনি হাতিয়ার করেছেন অভিষেক ও অমিত শাহের দু’টি মন্তব্য ৷ সম্প্রতি অভিষেক দাবি করেছেন, 2026 সালে 240টি বিধানসভা আসনে জিতবে তৃণমূল ৷ অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2024 সালের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপিকে 35টি আসনে জয়ের লক্ষ্যমাত্রা ধার্য করেছেন ৷ এই দু’টি ইস্যুকে একসূত্রে গেঁথেছেন সুজন ৷

তাঁর দাবি, তৃণমূলের লক্ষ্য 2026 সালের বিধানসভা নির্বাচন ৷ আর বিজেপির লক্ষ্য 2024 সালের লোকসভা নির্বাচন ৷ তৃণমূলের লক্ষ্যে লোকসভা নেই ৷ বিজেপির লক্ষ্যে বিধানসভা নেই ৷ মেড ফর ইচ আদার ৷ তবে 2026 সাল পর্যন্ত তৃণমূলের কোনও অস্তিত্ব থাকবে না বলে তিনি দাবি করেছেন ৷

আরও পড়ুন: অভিষেকের নবজোয়ার কর্মসূচি ঘিরে দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের প্রস্তুতি তুঙ্গে

অভিষেকের নবজোয়ার আসলে গণ খোঁয়ার, কটাক্ষ সুজনের

হাওড়া, 1 মে: তৃণমূলে নবজোয়ার আনতে টানা দু’মাসের জন্য জনসংযোগ যাত্রায় বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই কর্মসূচিকে গণ খোঁয়ার বলে কটাক্ষ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ৷ সোমবার হাওড়ার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কটাক্ষ করেন ৷ এদিন হাওড়ার শিবপুর এলাকার পিএম বস্তিতে মে দিবসের দলীয় কর্মসূচিতে যোগ দেন সিপিএমের এই নেতা ৷ তার পর অভিষেকের কর্মসূচি-সহ একাধিক ইস্য়ুতে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন তিনি ৷

ওই কর্মসূচিকে শুধু গণ খোঁয়ার বলে থেমে যাননি তিনি ৷ বরং তাঁর দাবি, এরা ভোট লুট করার কারবারের প্রশিক্ষণ নিচ্ছেন । অভিষেকের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেন তিনি । সুজন দাবি করেন, ‘‘যখনই কলকাতার রাস্তায় মানুষ তাঁদের কথা বলতে নামে, তখনই মুখ্যমন্ত্রী পালিয়ে বাঁচেন । তাই নবান্নে ডেপুটেশনের দিনে উনি মালদায় পালিয়ে যাচ্ছেন ।’’

সুজনের আরও দাবি, ‘‘মুখ্যমন্ত্রীর জীবনে শান্তি আর নেই মানুষের মনোভাব বুঝতে পেরে । তাই উনি বলেছিলেন পঞ্চায়েতের প্রার্থী তালিকা তিনি তৈরি করবেন বলেছিলেন আর বাস্তবে সেই তালিকা ওঁর ভাইপো তৈরি করতে বেরিয়ে পড়েছে । সেই পরিস্থিতি সামাল দিতে উনি ভাইপোর পেছনে দৌড়ে বেড়াচ্ছেন ।’’

তৃণমূলের এই নবজোয়ার কর্মসূচি ঘিরে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠছে ৷ উত্তর দিনাজপুরে বর্ষীয়ান তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী আব্দুল করিম চৌধুরী প্রকাশ্য়েই অভিষেকের বিরুদ্ধে তোপ দেগেছেন ৷ এই নিয়ে সুজনের বক্তব্য, আগে রাজ্যের কংগ্রেস-সহ অন্যান্য দলের পুরাতন কর্মী ও বিধায়কদের সম্মান ছিল । তবে তৃণমূল আসার পর পুরনো কর্মী ও বয়স্কদের কোনও সম্মান নেই ৷ এটা করিম সাহেব বুঝতে পারছেন ৷

তৃণমূল ও বিজেপির মধ্য়ে সেটিংয়ের অভিযোগ তুলেছেন ৷ এক্ষেত্রে তিনি হাতিয়ার করেছেন অভিষেক ও অমিত শাহের দু’টি মন্তব্য ৷ সম্প্রতি অভিষেক দাবি করেছেন, 2026 সালে 240টি বিধানসভা আসনে জিতবে তৃণমূল ৷ অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2024 সালের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপিকে 35টি আসনে জয়ের লক্ষ্যমাত্রা ধার্য করেছেন ৷ এই দু’টি ইস্যুকে একসূত্রে গেঁথেছেন সুজন ৷

তাঁর দাবি, তৃণমূলের লক্ষ্য 2026 সালের বিধানসভা নির্বাচন ৷ আর বিজেপির লক্ষ্য 2024 সালের লোকসভা নির্বাচন ৷ তৃণমূলের লক্ষ্যে লোকসভা নেই ৷ বিজেপির লক্ষ্যে বিধানসভা নেই ৷ মেড ফর ইচ আদার ৷ তবে 2026 সাল পর্যন্ত তৃণমূলের কোনও অস্তিত্ব থাকবে না বলে তিনি দাবি করেছেন ৷

আরও পড়ুন: অভিষেকের নবজোয়ার কর্মসূচি ঘিরে দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের প্রস্তুতি তুঙ্গে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.