ETV Bharat / state

বেলুড়ের ফ্ল্যাট থেকে উত্তরপ্রদেশের দম্পতির দেহ উদ্ধার - বেলুড়

বেলুড়ের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন নরেন্দ্র কুঁয়র সিং ও সন্ধ্যা সিং ৷ মৃত দম্পতি আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা৷

couples-body-recovered-in-belur
বেলুড়ে
author img

By

Published : Mar 10, 2020, 8:56 PM IST

বেলুড়, 10 মার্চ : বেলুড়ে দম্পতির মৃতদেহ উদ্ধার। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন ওই দম্পতি৷

বেলুড়ের আশুতোষ মুখার্জি রোডের তিনতলা বাড়ির দোতলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন নরোত্তম কুঁয়র সিং(30) ও তাঁর স্ত্রী সন্ধ্যা সিং (25)। মৃত দম্পতি আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা৷ তাঁরা বেলুড়ে বসবাস করছিলেন কর্মসূত্রে৷ আজ সকালে নরোত্তম কুঁয়র সিং ও তাঁর স্ত্রী সন্ধ্যা সিং-এর ঝুলন্ত দেহ নজরে আসে বাড়িওয়ালা বাপি দে-র৷

বাপি দে ও তাঁর পরিবারের অন্যদের বক্তব্য, আত্মহত্যার মতো পরিবেশ ছিল না ওই দম্পতির সম্পর্কে ৷ হাসিখুশি থাকতেন ৷ কিন্তু আজ সকাল দশটা নাগাদ নরোত্তমের বাবা উৎকণ্ঠিতভাবে উত্তরপ্রদেশ থেকে বাড়িওয়ালার ফোনে ফোন করেন৷ ছেলে ওই মুহূর্তে কী করছে জানতে চান৷ এমনকী ফোনের অপরপ্রান্ত থেকে অনুরোধ আসে, ছেলে কেমন আছে তা দেখে দ্রুত জানাতে। নরোত্তমের বাবার গলায় আতঙ্কের সুর থাকায় বাড়িওয়ালা দ্রুত আসেন ভাড়াটিয়া দম্পতির ঘরে কাছে। এসে দেখেন দরজা বন্ধ৷ কলিংবেল বাজানোর পরেও তা খোলা হচ্ছে না দেখে পিছন দিক থেকে দেওয়াল বেয়ে উঠে জানালা দিয়ে দেখেন, গলায় দড়ি দিয়ে ঝুলছেন নরোত্তম ৷ অন্যদিকে মাটিতে মৃত অবস্থায় পড়ে সন্ধ্যা৷ এরপরই বেলুড় থানায় খবর দেওয়া হয়।

পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান, স্বামী-স্ত্রীর আভ্যন্তরীণ অশান্তির কারণেই আত্মহত্যা৷ যদিও স্থানীয়রা পুলিশের অনুমান মানতে পারছে না৷ অন্যদিকে মৃতা সন্ধ্যা সিং গর্ভবতী হওয়ায় রহস্য ঘনীভূত হয়েছে।

বেলুড়, 10 মার্চ : বেলুড়ে দম্পতির মৃতদেহ উদ্ধার। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন ওই দম্পতি৷

বেলুড়ের আশুতোষ মুখার্জি রোডের তিনতলা বাড়ির দোতলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন নরোত্তম কুঁয়র সিং(30) ও তাঁর স্ত্রী সন্ধ্যা সিং (25)। মৃত দম্পতি আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা৷ তাঁরা বেলুড়ে বসবাস করছিলেন কর্মসূত্রে৷ আজ সকালে নরোত্তম কুঁয়র সিং ও তাঁর স্ত্রী সন্ধ্যা সিং-এর ঝুলন্ত দেহ নজরে আসে বাড়িওয়ালা বাপি দে-র৷

বাপি দে ও তাঁর পরিবারের অন্যদের বক্তব্য, আত্মহত্যার মতো পরিবেশ ছিল না ওই দম্পতির সম্পর্কে ৷ হাসিখুশি থাকতেন ৷ কিন্তু আজ সকাল দশটা নাগাদ নরোত্তমের বাবা উৎকণ্ঠিতভাবে উত্তরপ্রদেশ থেকে বাড়িওয়ালার ফোনে ফোন করেন৷ ছেলে ওই মুহূর্তে কী করছে জানতে চান৷ এমনকী ফোনের অপরপ্রান্ত থেকে অনুরোধ আসে, ছেলে কেমন আছে তা দেখে দ্রুত জানাতে। নরোত্তমের বাবার গলায় আতঙ্কের সুর থাকায় বাড়িওয়ালা দ্রুত আসেন ভাড়াটিয়া দম্পতির ঘরে কাছে। এসে দেখেন দরজা বন্ধ৷ কলিংবেল বাজানোর পরেও তা খোলা হচ্ছে না দেখে পিছন দিক থেকে দেওয়াল বেয়ে উঠে জানালা দিয়ে দেখেন, গলায় দড়ি দিয়ে ঝুলছেন নরোত্তম ৷ অন্যদিকে মাটিতে মৃত অবস্থায় পড়ে সন্ধ্যা৷ এরপরই বেলুড় থানায় খবর দেওয়া হয়।

পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান, স্বামী-স্ত্রীর আভ্যন্তরীণ অশান্তির কারণেই আত্মহত্যা৷ যদিও স্থানীয়রা পুলিশের অনুমান মানতে পারছে না৷ অন্যদিকে মৃতা সন্ধ্যা সিং গর্ভবতী হওয়ায় রহস্য ঘনীভূত হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.