ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত সন্দেহে সত্যবালা ID হাসপাতালে ভরতি যুবক - coronavirus disease

আমেরিকার নিউ ইয়র্ক ফেরত যুবক কোরোনা COVID-19 সন্দেহে ভরতি হাওড়া সত্যবালা ID হাসপাতালে ৷ ওই যুবক উত্তর হাওড়ার গোলাবাড়ির বাসিন্দা ৷ তাঁকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে ৷

satyavala id hospital isolation ward
সত্যবালা ID হাসপাতাল আইসোলোশন ওর্য়াড
author img

By

Published : Mar 19, 2020, 1:47 PM IST

হাওড়া,19 মার্চ : কোরোনা সন্দেহে সত্যবলা ID হাসপাতালে ভরতি এক যুবক । জানা গেছে ওই যুবক উত্তর হাওড়ার গোলাবাড়ির বাসিন্দা । গতকাল জ্বর নিয়ে হাওড়া সত্যবালা ID হাসপাতালে ডাক্তার দেখাতে যান তিনি । চিকিৎসকরা তাকে পরীক্ষার পর ভরতি নিয়ে নেন ৷ হাসপাতাল সূত্রে খবর, ওই যুবককে আপাতত আইসোলেশন ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷

প্রসঙ্গত, 1 মার্চ ওই যুবক আমেরিকার নিউ ইয়র্ক থেকে দেশে ফিরেছেন । এরপর তিনি বেঙ্গালুরুতে যান । বেঙ্গালুরু থেকে হাওড়ায় ফেরার পর থেকেই জ্বর, সর্দি হয়ে অসুস্থ বোধ করেন যুবক ৷ তখন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে ওই যুবক কোরোনায় আক্রান্ত কি না তা নিয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি সত্যবলা ID হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ।

হাওড়া,19 মার্চ : কোরোনা সন্দেহে সত্যবলা ID হাসপাতালে ভরতি এক যুবক । জানা গেছে ওই যুবক উত্তর হাওড়ার গোলাবাড়ির বাসিন্দা । গতকাল জ্বর নিয়ে হাওড়া সত্যবালা ID হাসপাতালে ডাক্তার দেখাতে যান তিনি । চিকিৎসকরা তাকে পরীক্ষার পর ভরতি নিয়ে নেন ৷ হাসপাতাল সূত্রে খবর, ওই যুবককে আপাতত আইসোলেশন ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷

প্রসঙ্গত, 1 মার্চ ওই যুবক আমেরিকার নিউ ইয়র্ক থেকে দেশে ফিরেছেন । এরপর তিনি বেঙ্গালুরুতে যান । বেঙ্গালুরু থেকে হাওড়ায় ফেরার পর থেকেই জ্বর, সর্দি হয়ে অসুস্থ বোধ করেন যুবক ৷ তখন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে ওই যুবক কোরোনায় আক্রান্ত কি না তা নিয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি সত্যবলা ID হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.