ETV Bharat / state

কোরোনা সংক্রমিতের সংখ্যা বাড়ছে রেলকর্মীদের মধ্যেও - Howrah News

রেলওয়ে মেন্স ইউনিয়ন এর অভিযোগ, কর্মীরা 100% হাজিরা মেনে আসতে বাধ্য হচ্ছে ৷ তাই একসঙ্গে এত লোক কাজ করার ফলে ওয়ার্কশপে সামাজিক দূরত্ব বজায় রাখা যাচ্ছে না । এর ফলে কর্মীরা কোরোনা সংক্রমণের শিকার হচ্ছেন ।

corona infected is increasing in multiple divisions of eastern railways
কোরোনা সংক্রমিতের সংখ্যা বাড়ছে রেলকর্মীদের মধ্যেও
author img

By

Published : Jul 31, 2020, 9:06 PM IST

লিলুয়া, 31 জুলাই : পূর্ব রেলের লিলুয়া ওয়ার্কশপে কোরোনা সংক্রমণ বাড়ছে । জানা গেছে এখনও পর্যন্ত ওই ওয়ার্কশপে কমপক্ষে 31 জন কর্মীর কোরোনা পজ়িটিভ । তাদের মধ্যে বেশির ভাগই রেলওয়ে অর্থোপেডিক হাসপাতাল এ চিকিৎসাধীন। অনেকের বাড়িতে থেকেও চিকিৎসা চলছে ।

রেলওয়ে মেন্স ইউনিয়নের সম্পাদক অমিতকুমার ঘোষ এর অভিযোগ একসঙ্গে এত লোক কাজ করার ফলে ওয়ার্কশপে সামাজিক দূরত্ব বজায় রাখা যাচ্ছে না । এর ফলে কর্মীরা কোরোনা সংক্রমণের শিকার হচ্ছেন । এর পাশাপাশি তাদের আরও অভিযোগ স্পেশাল ট্রেনে ঠাসাঠাসি অবস্থায় কাজ করতে আসার কারণে তাদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে । এরমধ্যে ওই ইউনিয়নের পক্ষ থেকে 50% হাজিরার দাবি নিয়ে কর্মীরা সই সংগ্রহ করে তারা পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এর কাছে জমা দিয়েছেন । যদিও কাজের কাজ কিছু হয়নি । এই নিয়ে কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। কর্মীদের দাবি একদিন অন্তর 50% হাজিরা করা হোক ।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী জানিয়েছেন যেহেতু রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ইন্ডাস্ট্রিতে 100% কর্মী হাজিরা থাকতে পারে তাই লিলুয়া ওয়ার্কশপে ইন্ডাস্ট্রির নিয়ম অনুযায়ী 100% হাজিরা থাকতে পারে । যারা কেরোনা আক্রান্ত হচ্ছে তাদের রেলের হাসপাতালে চিকিৎসা হচ্ছে বলে তিনি জানান ।

কোরোনা সংক্রমিতের সংখ্যা বাড়ছে রেলকর্মীদের মধ্যেও

সূত্রের খবর, জামালপুর ওয়ার্কশপে ইতিমধ্যেই সংক্রমিত হয়েছেন কমপক্ষে 18 জন । লিলুয়া ওয়ার্কশপে কমপক্ষে 31 জন । কাঁচরাপাড়া ওয়ার্কশপে সংক্রমিত হয়েছেন কমপক্ষে 18 জন । এর পাশাপাশি শিয়ালদহ ডিভিশনে কমপক্ষে 16 জনের শরীরে মিলেছে ভাইরাসের উপস্থিতি । যার মধ্যে শিয়ালদহ DRM বিল্ডিং এর প্রায় চার জন । পাশাপাশি মালদা ডিভিশনের এখনো পর্যন্ত প্রায় 48 জন সংক্রমিত হয়েছেন । ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার কয়লাঘাট ও ফেয়ারলিতে সংক্রমিত হয়েছেন প্রায় 36 জনের কাছাকাছি । রেলের হেডকোয়ার্টার ডিভিশনে সংক্রমিত প্রায় 12 জন । আসানসোল ডিভিশনে প্রায় পাঁচজন পজ়িটিভ । আর সর্বশেষ হাওড়া ডিভিশনে কমপক্ষে সংক্রমিত 38 জন । ফলে খুবই পরিষ্কার যে ধীরে ধীরে সংক্রমণ ছড়াচ্ছে রেল কর্মীদের মধ্যেও ।

লিলুয়া, 31 জুলাই : পূর্ব রেলের লিলুয়া ওয়ার্কশপে কোরোনা সংক্রমণ বাড়ছে । জানা গেছে এখনও পর্যন্ত ওই ওয়ার্কশপে কমপক্ষে 31 জন কর্মীর কোরোনা পজ়িটিভ । তাদের মধ্যে বেশির ভাগই রেলওয়ে অর্থোপেডিক হাসপাতাল এ চিকিৎসাধীন। অনেকের বাড়িতে থেকেও চিকিৎসা চলছে ।

রেলওয়ে মেন্স ইউনিয়নের সম্পাদক অমিতকুমার ঘোষ এর অভিযোগ একসঙ্গে এত লোক কাজ করার ফলে ওয়ার্কশপে সামাজিক দূরত্ব বজায় রাখা যাচ্ছে না । এর ফলে কর্মীরা কোরোনা সংক্রমণের শিকার হচ্ছেন । এর পাশাপাশি তাদের আরও অভিযোগ স্পেশাল ট্রেনে ঠাসাঠাসি অবস্থায় কাজ করতে আসার কারণে তাদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে । এরমধ্যে ওই ইউনিয়নের পক্ষ থেকে 50% হাজিরার দাবি নিয়ে কর্মীরা সই সংগ্রহ করে তারা পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এর কাছে জমা দিয়েছেন । যদিও কাজের কাজ কিছু হয়নি । এই নিয়ে কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। কর্মীদের দাবি একদিন অন্তর 50% হাজিরা করা হোক ।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী জানিয়েছেন যেহেতু রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ইন্ডাস্ট্রিতে 100% কর্মী হাজিরা থাকতে পারে তাই লিলুয়া ওয়ার্কশপে ইন্ডাস্ট্রির নিয়ম অনুযায়ী 100% হাজিরা থাকতে পারে । যারা কেরোনা আক্রান্ত হচ্ছে তাদের রেলের হাসপাতালে চিকিৎসা হচ্ছে বলে তিনি জানান ।

কোরোনা সংক্রমিতের সংখ্যা বাড়ছে রেলকর্মীদের মধ্যেও

সূত্রের খবর, জামালপুর ওয়ার্কশপে ইতিমধ্যেই সংক্রমিত হয়েছেন কমপক্ষে 18 জন । লিলুয়া ওয়ার্কশপে কমপক্ষে 31 জন । কাঁচরাপাড়া ওয়ার্কশপে সংক্রমিত হয়েছেন কমপক্ষে 18 জন । এর পাশাপাশি শিয়ালদহ ডিভিশনে কমপক্ষে 16 জনের শরীরে মিলেছে ভাইরাসের উপস্থিতি । যার মধ্যে শিয়ালদহ DRM বিল্ডিং এর প্রায় চার জন । পাশাপাশি মালদা ডিভিশনের এখনো পর্যন্ত প্রায় 48 জন সংক্রমিত হয়েছেন । ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার কয়লাঘাট ও ফেয়ারলিতে সংক্রমিত হয়েছেন প্রায় 36 জনের কাছাকাছি । রেলের হেডকোয়ার্টার ডিভিশনে সংক্রমিত প্রায় 12 জন । আসানসোল ডিভিশনে প্রায় পাঁচজন পজ়িটিভ । আর সর্বশেষ হাওড়া ডিভিশনে কমপক্ষে সংক্রমিত 38 জন । ফলে খুবই পরিষ্কার যে ধীরে ধীরে সংক্রমণ ছড়াচ্ছে রেল কর্মীদের মধ্যেও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.