হাওড়া, 20 এপ্রিল : সংক্রমণ প্রতিরোধে এবার হাওড়ার রেড জ়োনে সমস্ত ব্যাঙ্ক বন্ধ রাখা হবে । আজই একথা জানিয়ে দিল জেলা প্রশাসন । এবিষয়ে জেলাশাসক মুক্তা আর্য জানান, আপাতত শিবপুর এবং উত্তর হাওড়ার সমস্ত ব্যাঙ্ক বন্ধ রাখা হবে । ব্যাঙ্ক খোলার পরবর্তী সূচি সময়মতো জানিয়ে দেওয়া হবে ।
ইতিমধ্যে দেশের 170 টি জেলাকে রেড জ়োন হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক । এর মধ্য়ে হাওড়াও রয়েছে। এই ঘোষণার পর থেকেই সংক্রমণ প্রতিরোধে তৎপর হয়েছে রাজ্য প্রশাসন । দিন দুয়েক আগে এক বৈঠকে মুখ্যমন্ত্রী হাওড়ার জেলা প্রশাসনকে রীতিমতো সময়সীমা বেঁধে দেন । নির্দেশ দেন, যেন দ্রুত রেড জ়োন থেকে অরেঞ্জ জ়োনে ফিরিয়ে আনা হয় হাওড়াকে । এরপর থেকেই যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছে জেলা প্রশাসন । সংক্রমণ রুখতে এবার রেড জ়োনে থাকা ব্যাঙ্কগুলি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে । আপাতত শিবপুর এবং উত্তর হাওড়ার সমস্ত ব্যাঙ্কই বন্ধ থাকবে ।
ফের কবে এই সমস্ত এলাকার ব্যাঙ্কগুলি খুলবে তা নিয়ে এখনও পর্যন্ত জেলা প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি। আপাতত নতুন কোনও নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ রাখা হবে শিবপুর এবং উত্তর হাওড়ার ব্যাঙ্কগুলি ।