হাওড়া, 30 এপ্রিল : "মোদিকে ম্যানেজ করতে দিল্লি ছুটেছেন মুখ্যমন্ত্রী ৷" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরকে শনিবার এভাবেই কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury criticises Mamata Banerjee) ৷ এদিন তিনি বলেন, "উনি বিপদে পড়লেই দিল্লি ছোটেন । এর আগে সিবিআইয়ের তাড়া খেয়ে দিল্লি ছুটেছিলেন । এখন আবার সিবিআই কয়েকটি কেস হাতে নিতেই দিল্লি ছুটেছেন তিনি । ওখানে দিদি মোদিকে ম্যানেজ করবে । এটাই বারবার হচ্ছে । এই নিয়ে নতুন করে আর কিছু বলার নেই ।"
আরও পড়ুন : ডান-বাম কোনও দিকে না তাকিয়ে নিরপেক্ষভাবে কাজ করুন, পুলিশকে বার্তা অভিষেকের
পাশাপাশি রাজ্যের চটকল বন্ধ ইস্যু নিয়েও এদিন মুখ খোলেন তিনি । বলেন বাংলার প্রায় 40 লক্ষ মানুষের জীবন-জীবিকা পাট শিল্পের উপর নির্ভরশীল ৷ হাওড়াতে কেন্দ্রীয় সরকারের আরতি কটন মিল বন্ধ থাকার সময় তিনি লড়াই করে তা চালু করেছিলেন ৷ প্রয়োজন পড়লে আবার আন্দোলন করবেন ৷ রাজ্যের পাট শিল্প বাঁচানোর যে দাবি ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং করেছেন তাকেও সমর্থন করেছেন অধীর ৷