ETV Bharat / state

Achinta Sheuli: বার্মিংহ্যাম টু দেউলপুর, বাড়ি ফিরেই মায়ের কাছে কড়াইশুঁটির কচুরির আবদার অচিন্ত্যর - Commonwealth gold medalist Achinta Sheuli returns home

সোনা জিতে রাতারাতি সেলিব্রিটি পাশের বাড়ির ছেলে ৷ যে ছেলেকে কদিন আগেও এমনই রাস্তা ঘাটে দেখতেন স্থানীয়রা, আজ সেই ছেলেকে দেখতেই রীতিমতো জনস্রোত পাঁচলার দেউলপুর গ্রামে স্বর্ণজয়ীর অচিন্ত্যর বাড়ির সামনে(Achinta Sheuli)৷

howrah
মা বরণ করছেন অচিন্ত্য
author img

By

Published : Aug 9, 2022, 10:31 PM IST

পাঁচলা(হাওড়া), 9 অগস্ট: ঘরে ফিরলেন সোনার ছেলে অচিন্ত্য শিউলি(Commonwealth gold medalist Achinta Sheuli returns home)। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে দেশকে সোনা জিতিয়েছেন হাওড়ার পাঁচলার দেউলপুরের বাসিন্দা অচিন্ত্য । সোমবার রাতে তিনি বাড়িতে ফিরতেই ভিড় উপচে পড়ল বাড়ির সামনে । মা পূর্ণিমা শিউলি'কে ফোনে আগাম জানিয়েছিলেন বাড়ি ফিরে কড়াইশুঁটির কচুরি আর চানামশলা খাবেন । তাছাড়াও আনানো হয়েছিল অচিন্ত্যর প্রিয় দই এবং মিষ্টি ।

আরও পড়ুন : দেউলপুরের ভাঙা বাড়ি থেকে কমনওয়েলথের পোডিয়াম, স্বপ্নকে সঙ্গী করেই ইতিহাসে অচিন্ত্য

নিজের বাড়িতে ঢোকার আগে প্রথমে কোচ অষ্টম দাসের প্রশিক্ষণ কেন্দ্রে যান তিনি । সেখানে গুরুকে প্রণাম করে বাড়ি আসেন । সোনার ছেলেকে বরণ করে নেন মা পূর্ণিমা শিউলি । ছেলের আবদারে কড়াইশুঁটির কচুরি, চানামশলা বানান মা । অচিন্ত্যর বাড়ির সামনে তখন জনস্রোত ৷ পাশের বাড়ির সোনার ছেলেকে দেখতে ভিড় জমিয়েছেন প্রতিবেশীরা ।

ছোটবেলায় আর পাঁচটা ছেলের মতোই অচিন্ত্যর অত‍্যন্ত পছন্দের দুটো খেলা ছিল ক্রিকেট এবং ফুটবল । কিন্তু হাওড়ার দেউলপুরের বাসিন্দা এই ছেলে বিখ‍্যাত হয়ে উঠলেন ভারোত্তোলক ৷

আরও পড়ুন : জলমুড়ি খাওয়া থেকে কমনওয়েলথে সোনা জয়, অচিন্ত্যর কীর্তিতে গর্বিত মা পূর্ণিমাদেবী

ছোটবেলা থেকেই দারিদ্রতা তাঁর ছায়াসঙ্গী । 2013 সালে বাবা মারা যাওয়ায় পর পরিস্থিতি আরও খারাপ হয় । তবে অচিন্ত্যর ভারোত্তোলনের প্রতি ভালোবাসা দাদাকে দেখে । কিন্তু চরম দারিদ্র্যতার জেরে দাদা একসময় খেলা ছাড়তে বাধ‍্য হয় । অবশ্য ভাই অচিন্ত্যর অদৃষ্টে ভগবান হয়তো অন‍্য কিছু লিখে রেখেছিলেন । ইতিমধ্যে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে সোনা, জুনিয়র কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা, বিশ্ব জুনিয়র ভারোত্তোলনে রুপোর পদক পাওয়া অচিন্ত্যকে গত বছর কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জেতার মধ্যে দিয়ে সদ্যসমাপ্ত বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেওয়া হয়৷ একাদশতম বাঙালি হিসাবে কমনওয়েলথে সোনা জেতাই শুধু নয়, অচিন্ত্য গেমসে রেকর্ড গড়েছেন মোট 313 কিলো ভার তুলে । বার্মিংহ্যামে বাজিমাত করে এবার ঘরে ফিরলেন সোনার ছেলে ৷

বাড়ি ফিরেই মায়ের কাছে কড়াইশুঁটির কচুরির আবদার অচিন্ত্যর

আরও পড়ুন : ঘরে ফিরলেন সোনার ছেলে, অচিন্ত্যকে নিতে বিমানবন্দরে গোটা দেউলপুর

কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি বাবন বন্দ্যোপাধ্যায় । বিমানবন্দরে অচিন্ত্যকে ফুলের স্তবক ও মুকুট পরিয়ে সংবর্ধনা জানান ক্রীড়ামন্ত্রী ।

স্ন‍্যাচে প্রথমেই 137 কেজি তোলেন অচিন্ত‍্য । দ্বিতীয়বার 140 কেজি । তিনবারে 143 কেজি তুলে নিজের গেমস রেকর্ড বাড়িয়ে নেন । স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট 313 কেজি তুলেছেন, যা কমনওয়েলথে গেমসে রেকর্ড । অচিন্ত্যর লক্ষ্য 2024-এর প্যারিস অলিম্পিক । কয়েকদিন বিশ্রাম নিয়ে ফের অনুশীলন শুরু করবেন তিনি ।

আরও পড়ুন : অচিন্ত্যর কাহিনী প্রেরণা দেয় ! বাংলার অখ্যাত দেওলপুরের সোনাজয়ীকে অভিনন্দন সচিনের

পাঁচলা(হাওড়া), 9 অগস্ট: ঘরে ফিরলেন সোনার ছেলে অচিন্ত্য শিউলি(Commonwealth gold medalist Achinta Sheuli returns home)। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে দেশকে সোনা জিতিয়েছেন হাওড়ার পাঁচলার দেউলপুরের বাসিন্দা অচিন্ত্য । সোমবার রাতে তিনি বাড়িতে ফিরতেই ভিড় উপচে পড়ল বাড়ির সামনে । মা পূর্ণিমা শিউলি'কে ফোনে আগাম জানিয়েছিলেন বাড়ি ফিরে কড়াইশুঁটির কচুরি আর চানামশলা খাবেন । তাছাড়াও আনানো হয়েছিল অচিন্ত্যর প্রিয় দই এবং মিষ্টি ।

আরও পড়ুন : দেউলপুরের ভাঙা বাড়ি থেকে কমনওয়েলথের পোডিয়াম, স্বপ্নকে সঙ্গী করেই ইতিহাসে অচিন্ত্য

নিজের বাড়িতে ঢোকার আগে প্রথমে কোচ অষ্টম দাসের প্রশিক্ষণ কেন্দ্রে যান তিনি । সেখানে গুরুকে প্রণাম করে বাড়ি আসেন । সোনার ছেলেকে বরণ করে নেন মা পূর্ণিমা শিউলি । ছেলের আবদারে কড়াইশুঁটির কচুরি, চানামশলা বানান মা । অচিন্ত্যর বাড়ির সামনে তখন জনস্রোত ৷ পাশের বাড়ির সোনার ছেলেকে দেখতে ভিড় জমিয়েছেন প্রতিবেশীরা ।

ছোটবেলায় আর পাঁচটা ছেলের মতোই অচিন্ত্যর অত‍্যন্ত পছন্দের দুটো খেলা ছিল ক্রিকেট এবং ফুটবল । কিন্তু হাওড়ার দেউলপুরের বাসিন্দা এই ছেলে বিখ‍্যাত হয়ে উঠলেন ভারোত্তোলক ৷

আরও পড়ুন : জলমুড়ি খাওয়া থেকে কমনওয়েলথে সোনা জয়, অচিন্ত্যর কীর্তিতে গর্বিত মা পূর্ণিমাদেবী

ছোটবেলা থেকেই দারিদ্রতা তাঁর ছায়াসঙ্গী । 2013 সালে বাবা মারা যাওয়ায় পর পরিস্থিতি আরও খারাপ হয় । তবে অচিন্ত্যর ভারোত্তোলনের প্রতি ভালোবাসা দাদাকে দেখে । কিন্তু চরম দারিদ্র্যতার জেরে দাদা একসময় খেলা ছাড়তে বাধ‍্য হয় । অবশ্য ভাই অচিন্ত্যর অদৃষ্টে ভগবান হয়তো অন‍্য কিছু লিখে রেখেছিলেন । ইতিমধ্যে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে সোনা, জুনিয়র কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা, বিশ্ব জুনিয়র ভারোত্তোলনে রুপোর পদক পাওয়া অচিন্ত্যকে গত বছর কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জেতার মধ্যে দিয়ে সদ্যসমাপ্ত বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেওয়া হয়৷ একাদশতম বাঙালি হিসাবে কমনওয়েলথে সোনা জেতাই শুধু নয়, অচিন্ত্য গেমসে রেকর্ড গড়েছেন মোট 313 কিলো ভার তুলে । বার্মিংহ্যামে বাজিমাত করে এবার ঘরে ফিরলেন সোনার ছেলে ৷

বাড়ি ফিরেই মায়ের কাছে কড়াইশুঁটির কচুরির আবদার অচিন্ত্যর

আরও পড়ুন : ঘরে ফিরলেন সোনার ছেলে, অচিন্ত্যকে নিতে বিমানবন্দরে গোটা দেউলপুর

কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি বাবন বন্দ্যোপাধ্যায় । বিমানবন্দরে অচিন্ত্যকে ফুলের স্তবক ও মুকুট পরিয়ে সংবর্ধনা জানান ক্রীড়ামন্ত্রী ।

স্ন‍্যাচে প্রথমেই 137 কেজি তোলেন অচিন্ত‍্য । দ্বিতীয়বার 140 কেজি । তিনবারে 143 কেজি তুলে নিজের গেমস রেকর্ড বাড়িয়ে নেন । স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট 313 কেজি তুলেছেন, যা কমনওয়েলথে গেমসে রেকর্ড । অচিন্ত্যর লক্ষ্য 2024-এর প্যারিস অলিম্পিক । কয়েকদিন বিশ্রাম নিয়ে ফের অনুশীলন শুরু করবেন তিনি ।

আরও পড়ুন : অচিন্ত্যর কাহিনী প্রেরণা দেয় ! বাংলার অখ্যাত দেওলপুরের সোনাজয়ীকে অভিনন্দন সচিনের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.