ETV Bharat / state

Mamata Banerjee : ভারী বৃষ্টিতে নাজেহাল খানাকুল, বাতিল মুখ্যমন্ত্রীর সফর

author img

By

Published : Aug 4, 2021, 3:09 PM IST

বুধবার সকাল থেকে টানা বৃষ্টি ৷ বিপর্যস্ত হুগলির খানাকুল ৷ আবহাওয়ার অবনতি হওয়ায় বাতিল হয়ে গেল মুখ্যমন্ত্রীর খানাকুল সফর ৷ জলের নীচে চলে গেল অস্থায়ী হেলিপ্যাড ৷ এদিন তাই সড়ক পথে শুধুমাত্র হাওড়ার উদয়নারায়ণপুরে এলাকা পরিদর্শনে যান মমতা ৷ জানান, আবহাওয়ার উন্নতি হলেই আসবেন খানাকুলে ৷

CM Mamata Banerjee cancels her Khanakul visit due to heavy rain
Mamata Banerjee : ভারী বৃষ্টিতে নাজেহাল খানাকুল, বাতিল মুখ্যমন্ত্রীর সফর

খানাকুল, 4 অগস্ট : ভারী বৃষ্টিতে ক্রমশ খারাপ হচ্ছে হুগলির খানাকুলের পরিস্থিতি ৷ বুধবার এলাকা পরিদর্শনে আসার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) ৷ কিন্তু বৃষ্টি সেই পরিকল্পনায় জল ঢেলে দেয় ৷ সকাল থেকে নাগাড়়ে বৃষ্টিতে ডুবে যায় অস্থায়ী হেলিপ্য়াড ৷ ফলে সফর বাতিল করতে মুখ্যমন্ত্রীকে ৷ তবে তিনি জানিয়েছেন, এদিন খানাকুলে আসতে না পারলেও আবহাওয়ার কিছুটা উন্নতি হলেই এখানে আসবেন তিনি ৷ ঘুরে দেখবেন গোটা এলাকা ৷ কথা বলবেন ভুক্তভোগীদের সঙ্গে ৷ তবে দুর্গতদের সহযোগিতায় প্রশাসন যে ব্যবস্থাপনায় কোনও খামতি রাখছে না, তাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

খানাকুলে আসতে না পারলেও এদিন হাওড়ার উদয়নারায়ণপুর পরিদর্শনে যান মমতা ৷ কিন্তু, হেলিকপ্টারের বদলে সড়কপথেই এলাকায় পৌঁছন তিনি ৷ কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ৷ দেন সবরকম সহযোগিতার আশ্বাস ৷ তারপর সেখান থেকেই সরাসরি নবান্নের রাস্তা ধরেন মুখ্যমন্ত্রী ৷ প্রসঙ্গত, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের আসার খবরে সোমবার সকাল থেকেই তৎপর ছিল খানাকুলের স্থানীয় প্রশাসন ৷ ঠিক ছিল, দুপুর একটা নাগাদ তাঁর চপার মান্নার ডাঙা মাঠে নামবে ৷ তারপর স্পিড বোটে চড়ে প্লাবিত এলাকা পরিদর্শন করবেন তিনি ৷ কিন্তু সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে সেই সফর বাতিল করে দিতে হয় ৷

আরও পড়ুন : Rain in Purulia : পুরুলিয়ায় কুমারী নদীর জলস্তর বাড়ায় বিচ্ছিন্ন জাতীয় সড়ক

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে হুগলিতে ৷ লাগাতার ভারী বর্ষণে ভেঙে গিয়েছে রূপনারায়ণ ও দ্বারকেশ্বরের বাঁধ ৷ ফলে বাঁধের জল ঢুকে পড়েছে বসত এলাকায় ৷ প্লাবিত হয়ে গিয়েছে খানাকুলের বিস্তীর্ণ অংশ ৷ তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি ৷ বৃষ্টি না থামায় যা ক্রমশ আরও ভয়াবহ হয়ে উঠছে ৷ এই পরিস্থিতিতে উদ্ধারকাজ ও ত্রাণবণ্টনে বায়ুসেনাকে নামানো হয়েছে ৷ স্থানীয় সূত্রে খবর, এখনও জলবন্দি হয়ে রয়েছেন একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ ৷ প্রশাসনের তরফে দুর্গতদের ত্রাণশিবিরে পাঠানোর কাজ শুরু করা হয়েছে ৷ এদিন এই ত্রাণশিবিরগুলিতেও যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর ৷

খানাকুল, 4 অগস্ট : ভারী বৃষ্টিতে ক্রমশ খারাপ হচ্ছে হুগলির খানাকুলের পরিস্থিতি ৷ বুধবার এলাকা পরিদর্শনে আসার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) ৷ কিন্তু বৃষ্টি সেই পরিকল্পনায় জল ঢেলে দেয় ৷ সকাল থেকে নাগাড়়ে বৃষ্টিতে ডুবে যায় অস্থায়ী হেলিপ্য়াড ৷ ফলে সফর বাতিল করতে মুখ্যমন্ত্রীকে ৷ তবে তিনি জানিয়েছেন, এদিন খানাকুলে আসতে না পারলেও আবহাওয়ার কিছুটা উন্নতি হলেই এখানে আসবেন তিনি ৷ ঘুরে দেখবেন গোটা এলাকা ৷ কথা বলবেন ভুক্তভোগীদের সঙ্গে ৷ তবে দুর্গতদের সহযোগিতায় প্রশাসন যে ব্যবস্থাপনায় কোনও খামতি রাখছে না, তাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

খানাকুলে আসতে না পারলেও এদিন হাওড়ার উদয়নারায়ণপুর পরিদর্শনে যান মমতা ৷ কিন্তু, হেলিকপ্টারের বদলে সড়কপথেই এলাকায় পৌঁছন তিনি ৷ কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ৷ দেন সবরকম সহযোগিতার আশ্বাস ৷ তারপর সেখান থেকেই সরাসরি নবান্নের রাস্তা ধরেন মুখ্যমন্ত্রী ৷ প্রসঙ্গত, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের আসার খবরে সোমবার সকাল থেকেই তৎপর ছিল খানাকুলের স্থানীয় প্রশাসন ৷ ঠিক ছিল, দুপুর একটা নাগাদ তাঁর চপার মান্নার ডাঙা মাঠে নামবে ৷ তারপর স্পিড বোটে চড়ে প্লাবিত এলাকা পরিদর্শন করবেন তিনি ৷ কিন্তু সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে সেই সফর বাতিল করে দিতে হয় ৷

আরও পড়ুন : Rain in Purulia : পুরুলিয়ায় কুমারী নদীর জলস্তর বাড়ায় বিচ্ছিন্ন জাতীয় সড়ক

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে হুগলিতে ৷ লাগাতার ভারী বর্ষণে ভেঙে গিয়েছে রূপনারায়ণ ও দ্বারকেশ্বরের বাঁধ ৷ ফলে বাঁধের জল ঢুকে পড়েছে বসত এলাকায় ৷ প্লাবিত হয়ে গিয়েছে খানাকুলের বিস্তীর্ণ অংশ ৷ তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি ৷ বৃষ্টি না থামায় যা ক্রমশ আরও ভয়াবহ হয়ে উঠছে ৷ এই পরিস্থিতিতে উদ্ধারকাজ ও ত্রাণবণ্টনে বায়ুসেনাকে নামানো হয়েছে ৷ স্থানীয় সূত্রে খবর, এখনও জলবন্দি হয়ে রয়েছেন একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ ৷ প্রশাসনের তরফে দুর্গতদের ত্রাণশিবিরে পাঠানোর কাজ শুরু করা হয়েছে ৷ এদিন এই ত্রাণশিবিরগুলিতেও যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.