ETV Bharat / state

Student Leader Anish Khan Death: আনিশ মৃত্যু তদন্তে সিট গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর - Cm Mamata Banerjee Calls Anish Khan Father

আনিশ মৃত্যু তদন্তে সিট গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । ঘটনার দু’দিন পর আনিশের বাবা সালেম খানকে নবান্নে ডেকে পাঠালেন মুখ্যমন্ত্রী (Student Leader Anish Khan Death) ।

Cm Mamata Banerjee Calls Anish Khan Father
আনিশের বাবা সালেম খানকে নবান্ন ডেকে পাঠালেন মুখ্যমন্ত্রী
author img

By

Published : Feb 21, 2022, 1:35 PM IST

Updated : Feb 21, 2022, 4:52 PM IST

আমতা, 21 ফেব্রুয়ারি: আনিশ মৃত্যু তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট । রাজ্য পুলিশের ডিজির নেতৃত্বে গঠন হয় সিট । সোমবার বিকেলে আনিশের বাবা সালেম খানকে নবান্নে ডেকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Cm Mamata Banerjee Calls Anish Khan Father)। ঘটনার দু'দিন পর মৃত ছাত্র নেতার পরিবারের সদস্যকে দেখে পাঠালেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন:Student Leader Anish Khan Death : আনিশ কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা কলকাতা হাইকোর্টের
আনিশ খানের মৃত্যু নিয়ে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজ্য-রাজনীতি । দু'দিনেরও বেশি সময় অতিবাহিত হয়ে গিয়েছে এখনও কোনও অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ । পুলিশের উর্দিতে কারা আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাকে খুন করল, তার কিনারা এখনও হয়নি ৷ কড়া পুলিশি পাহাড়া আনিশ খানের বাড়িতে । তারমধ্যেই পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় আনিশের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন । আনিশের মত্যুতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে পরিবারের পক্ষ থেকে ।

প্রসঙ্গত, শুক্রবার গভীর রাতে পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে হাওড়া আমতার যুবক আনিশ খানকে (Anish Khan) ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে খুন করা হয় ৷ এমনই অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন মহলে আলোড়ন শুরু হয়েছে ৷ ঘটনার দু'দিন পরও অধরা দোষীরা । যা নিয়ে কলেজস্ট্রিট থেকে দিল্লির বঙ্গভবনে বিক্ষোভ দেখায় এসএফআই ।

আমতা, 21 ফেব্রুয়ারি: আনিশ মৃত্যু তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট । রাজ্য পুলিশের ডিজির নেতৃত্বে গঠন হয় সিট । সোমবার বিকেলে আনিশের বাবা সালেম খানকে নবান্নে ডেকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Cm Mamata Banerjee Calls Anish Khan Father)। ঘটনার দু'দিন পর মৃত ছাত্র নেতার পরিবারের সদস্যকে দেখে পাঠালেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন:Student Leader Anish Khan Death : আনিশ কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা কলকাতা হাইকোর্টের
আনিশ খানের মৃত্যু নিয়ে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজ্য-রাজনীতি । দু'দিনেরও বেশি সময় অতিবাহিত হয়ে গিয়েছে এখনও কোনও অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ । পুলিশের উর্দিতে কারা আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাকে খুন করল, তার কিনারা এখনও হয়নি ৷ কড়া পুলিশি পাহাড়া আনিশ খানের বাড়িতে । তারমধ্যেই পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় আনিশের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন । আনিশের মত্যুতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে পরিবারের পক্ষ থেকে ।

প্রসঙ্গত, শুক্রবার গভীর রাতে পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে হাওড়া আমতার যুবক আনিশ খানকে (Anish Khan) ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে খুন করা হয় ৷ এমনই অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন মহলে আলোড়ন শুরু হয়েছে ৷ ঘটনার দু'দিন পরও অধরা দোষীরা । যা নিয়ে কলেজস্ট্রিট থেকে দিল্লির বঙ্গভবনে বিক্ষোভ দেখায় এসএফআই ।

Last Updated : Feb 21, 2022, 4:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.