সাঁতরাগাছি, 29 মে : সাঁতরাগাছি ব্রিজের উপর সরকারি বাসে আগুন । যার জেরে আতঙ্ক ছড়ালো যাত্রীদের মধ্যে ৷ এদিন হাওড়া-আমতা থেকে ধর্মতলা রুটের একটি বাসে হঠাৎ করেই আগুন জ্বলে ওঠে । যদিও তড়িঘড়ি নেমে যাওয়ায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি (Bus catches fire in Santragachi) ৷
জানা গিয়েছে, কোনা এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাচ্ছিল বাসটি ৷ সেসময়েই হঠাৎ করে ইঞ্জিনে সমস্যা দেখা দেয় ৷ ধোঁয়া, আগুনের ফুলকি বেরোতে শুরু থাকে । তা দেখেই আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন যাত্রীরা ৷ তাড়াহুড়ো করে বাস খালি করতে গিয়ে আহতও হন দু'জন যাত্রী ৷
আরও পড়ুন : ওড়িশায় বাস দুর্ঘটনায় মৃত হাওড়ার 6 বাসিন্দা, আহত 45
ঘটনাস্থলে কর্মরত ট্রাফিক পুলিশকর্মীরাই আগুন নিয়ন্ত্রণে আনেন । বাসের কন্ডাক্টর শ্রীপতি মাহাতো বলেন, ‘‘সেতুতে ওঠার সময় হঠাৎ করে বাসের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে শুরু করে । এরপরই হঠাৎ আগুন ধরে যায় । বাস ওখানেই দাঁড় করিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয় । স্থানীয় বাসিন্দারা ও পুলিশকর্মীদের সাহায্যে আগুন নেভানো হয় । শর্ট-সার্কিট থেকে এই ঘটনা ঘটতে পারে ।’’