ETV Bharat / state

WB School Reopening : ফের স্কুল পোশাক, পিঠে ব্যাগ আর বন্ধুর হাতে হাত স্কুলমুখী খুদে পড়ুয়ার দল - পঞ্চম থেকে সপ্তম শ্রেণির পড়ুয়া

আজ থেকে রাজ্যের সর্বত্র স্কুল খুলছে ৷ আজ পঞ্চম থেকে সপ্তম শ্রেণির পড়ুয়ারাও স্কুলে যাচ্ছে ৷ কোভিড বিধিনিষেধ মেনে হবে ক্লাস (WB School Reopening) ৷

Class Five to Seven Students go to School
ক্লাস শুরুর আগে প্রার্থনার লাইনে খুদে পড়ুয়ারা
author img

By

Published : Feb 16, 2022, 5:57 PM IST

হাওড়া, 16 ফেব্রুয়ারি : স্কুলের প্রার্থনা শুরুর আগে শেষ ঘণ্টা, পড়ি কি মরি করে স্কুলে ঢোকা, কখনও বা প্রার্থনার লাইনে একদম পিছনের দাঁড়িয়ে সহপাঠীর সঙ্গে খুনসুটি ৷ হ্যাঁ, আজ থেকে এমন জীবন ফিরতে চলেছে খুদে পড়ুয়াদের ৷ এর আগে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হলেও আজ দু'বছর বাদে ব্যাগ পিঠে প্রথম থেকে সপ্তম শ্রেণির খুদে পড়ুয়ার দল স্কুলমুখী (Class Five to Seven Students attend school in West Bengal) ।

টিফিন ও স্কুল ছুটির ঘণ্টা শুনেই হই হই করে ক্লাস থেকে বইপত্র ব্যাগে ঢুকিয়ে ছুট বন্ধ ছিল প্রায় দীর্ঘ সময় । সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস গায়েব ৷ দেরিতে ঘুম থেকে উঠে মোবাইলে স্কুলের হোয়াটসঅ্যাপ চ্যাটের লিংক দিয়ে ক্লাসরুমে প্রবেশ পর্ব সম্ভবত শেষ হল । আজ সকাল থেকে ঝোড়হাট রাজ রাজেশ্বরী স্কুল, জগাছা চণ্ডী বিদ্যাপীঠ ও মশিলা বিদ্যালয়-সহ জেলার সর্বত্র পড়ুয়াদের স্কুলের ঢোকার ছবি চোখে পড়ছে ।

স্কুল খোলার দাবিতে বারেবারে সোচ্চার হয়েছেন ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকেরা । বিভিন্ন রাজনৈতিক দলগুলিও আন্দোলনে পথে নেমেছে । এর আগে অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হলেও করোনা পরিস্থিতির কথা ভেবে প্রথম থেকে সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীদের ক্লাস শুরু করা যায়নি । শেষে আজ থেকে তা খুলছে দরজা ।

আরও পড়ুন : School Reopening in KMC : রাজ্যের নির্দেশের পরই পৌর প্রাথমিকে স্কুল খোলার তৎপরতা, রিপোর্ট তলব মেয়রের

গতকাল সেরে ফেলা হয়েছে শ্রেণিকক্ষ থেকে শুরু করে টিচার্স রুম পর্যন্ত সমস্ত কক্ষে স্যানিটাইজেশনের কাজ। বেশ কয়েকটি স্কুলে সরস্বতীপুজোর আয়োজন করেছে ছাত্রছাত্রীরা । সমস্ত কোভিড বিধিনিষেধ মেনে চলবে ক্লাস । সরকারি স্কুলের পাশাপাশি সব অঙ্গনওয়াড়ি স্কুলও চালু হচ্ছে আজ থেকে ।

শিশুদের স্কুল খোলা নিয়ে নবান্ন থেকে ইতিমধ্যে জারি বিজ্ঞপ্তি করা হয়েছে । সোমবার রাজ্যে কোভিড বিধিনিষেধ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে নবান্ন । তাতে জানানো হয়েছে, বুধবার, 16 ফেব্রুয়ারি থেকে রাজ্যের সমস্ত প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুল খুলে যাবে । একই সঙ্গে খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত আইসিডিএস সেন্টার-অঙ্গনওয়াড়ি ।

কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ছোটদের স্কুল খোলার কথা ভাবছে রাজ্য সরকার। প্রথমে 50 শতাংশ পড়ুয়া নিয়ে স্কুল খোলার কথা বলেছিলেন তিনি । তবে এবার 100 শতাংশ পড়ুয়া যাবে স্কুলে । অন্যদিকে, রাজ্যের কোভিড বিধিনিষেধের মেয়াদ 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে । অভিভাবকদের দাবি মেনে নিয়ে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিক ভাবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ঘোষণা করেন ।

ফের স্কুল পোশাক, পিঠে ব্যাগ আর বন্ধুর হাতে হাত স্কুলমুখী খুদে পড়ুয়ার দল

আরও পড়ুন : Bengal School Reopening : 16 ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে প্রাথমিক স্কুল

করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান 16 নভেম্বর খোলা হলেও বছরের শুরুতে অর্থাৎ 3 জানুয়ারি সমস্ত কিছু বন্ধ করতে হয় । পঞ্চম শ্রেণির ছাত্রীর মা জানালেন, স্কুল চালু হয়ে খুব ভালো হয়েছে । অনলাইনে ঠিকমতো ক্লাস হচ্ছিল না । বাড়িতে বসে থেকে ছেলেমেয়েরাও অবসাদগ্রস্ত হয়ে পড়ছিল । এবার তারাও পড়াশোনাতে উৎসাহ পাবে । তবে দুই বছর স্কুল বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের পড়াশোনাতে অনেক ক্ষতি হয়েছে । মশিলা গার্লস স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী খুশবু খাতুন বলে, "দু'বছর পর স্কুলে আসছি আজ । খুব ভালো লাগছে । বন্ধুদের সঙ্গে ক্লাস করতে বেশি আনন্দ হবে ।"

ঝোড়হাট রাজরাজেশ্বরী স্কুলের প্রধান শিক্ষিকা সোমা দে কর জানান, যেহেতু খুদে পড়ুয়ারা ক্লাস করবে, তাই বিশেষ নজর দেওয়া হচ্ছে । কোভিডবিধি নিষেধ মেনে চলা হচ্ছে । প্রসঙ্গত কোভিডের তৃতীয় ঢেউয়ের মুখে স্কুল কলেজ সব বন্ধ করে দেওয়া হয়েছিল । ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলাতে 15-18 বছরের ছাত্র-ছাত্রীদের কোভিড টিকা দেওয়া শুরু হয়েছে । তবে প্রথম থেকে সপ্তম শ্রেণির পড়ুয়াদের টিকা দেওয়ার কথা শোনা গেলেও চালু হয়নি ।

হাওড়া, 16 ফেব্রুয়ারি : স্কুলের প্রার্থনা শুরুর আগে শেষ ঘণ্টা, পড়ি কি মরি করে স্কুলে ঢোকা, কখনও বা প্রার্থনার লাইনে একদম পিছনের দাঁড়িয়ে সহপাঠীর সঙ্গে খুনসুটি ৷ হ্যাঁ, আজ থেকে এমন জীবন ফিরতে চলেছে খুদে পড়ুয়াদের ৷ এর আগে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হলেও আজ দু'বছর বাদে ব্যাগ পিঠে প্রথম থেকে সপ্তম শ্রেণির খুদে পড়ুয়ার দল স্কুলমুখী (Class Five to Seven Students attend school in West Bengal) ।

টিফিন ও স্কুল ছুটির ঘণ্টা শুনেই হই হই করে ক্লাস থেকে বইপত্র ব্যাগে ঢুকিয়ে ছুট বন্ধ ছিল প্রায় দীর্ঘ সময় । সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস গায়েব ৷ দেরিতে ঘুম থেকে উঠে মোবাইলে স্কুলের হোয়াটসঅ্যাপ চ্যাটের লিংক দিয়ে ক্লাসরুমে প্রবেশ পর্ব সম্ভবত শেষ হল । আজ সকাল থেকে ঝোড়হাট রাজ রাজেশ্বরী স্কুল, জগাছা চণ্ডী বিদ্যাপীঠ ও মশিলা বিদ্যালয়-সহ জেলার সর্বত্র পড়ুয়াদের স্কুলের ঢোকার ছবি চোখে পড়ছে ।

স্কুল খোলার দাবিতে বারেবারে সোচ্চার হয়েছেন ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকেরা । বিভিন্ন রাজনৈতিক দলগুলিও আন্দোলনে পথে নেমেছে । এর আগে অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হলেও করোনা পরিস্থিতির কথা ভেবে প্রথম থেকে সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীদের ক্লাস শুরু করা যায়নি । শেষে আজ থেকে তা খুলছে দরজা ।

আরও পড়ুন : School Reopening in KMC : রাজ্যের নির্দেশের পরই পৌর প্রাথমিকে স্কুল খোলার তৎপরতা, রিপোর্ট তলব মেয়রের

গতকাল সেরে ফেলা হয়েছে শ্রেণিকক্ষ থেকে শুরু করে টিচার্স রুম পর্যন্ত সমস্ত কক্ষে স্যানিটাইজেশনের কাজ। বেশ কয়েকটি স্কুলে সরস্বতীপুজোর আয়োজন করেছে ছাত্রছাত্রীরা । সমস্ত কোভিড বিধিনিষেধ মেনে চলবে ক্লাস । সরকারি স্কুলের পাশাপাশি সব অঙ্গনওয়াড়ি স্কুলও চালু হচ্ছে আজ থেকে ।

শিশুদের স্কুল খোলা নিয়ে নবান্ন থেকে ইতিমধ্যে জারি বিজ্ঞপ্তি করা হয়েছে । সোমবার রাজ্যে কোভিড বিধিনিষেধ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে নবান্ন । তাতে জানানো হয়েছে, বুধবার, 16 ফেব্রুয়ারি থেকে রাজ্যের সমস্ত প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুল খুলে যাবে । একই সঙ্গে খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত আইসিডিএস সেন্টার-অঙ্গনওয়াড়ি ।

কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ছোটদের স্কুল খোলার কথা ভাবছে রাজ্য সরকার। প্রথমে 50 শতাংশ পড়ুয়া নিয়ে স্কুল খোলার কথা বলেছিলেন তিনি । তবে এবার 100 শতাংশ পড়ুয়া যাবে স্কুলে । অন্যদিকে, রাজ্যের কোভিড বিধিনিষেধের মেয়াদ 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে । অভিভাবকদের দাবি মেনে নিয়ে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিক ভাবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ঘোষণা করেন ।

ফের স্কুল পোশাক, পিঠে ব্যাগ আর বন্ধুর হাতে হাত স্কুলমুখী খুদে পড়ুয়ার দল

আরও পড়ুন : Bengal School Reopening : 16 ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে প্রাথমিক স্কুল

করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান 16 নভেম্বর খোলা হলেও বছরের শুরুতে অর্থাৎ 3 জানুয়ারি সমস্ত কিছু বন্ধ করতে হয় । পঞ্চম শ্রেণির ছাত্রীর মা জানালেন, স্কুল চালু হয়ে খুব ভালো হয়েছে । অনলাইনে ঠিকমতো ক্লাস হচ্ছিল না । বাড়িতে বসে থেকে ছেলেমেয়েরাও অবসাদগ্রস্ত হয়ে পড়ছিল । এবার তারাও পড়াশোনাতে উৎসাহ পাবে । তবে দুই বছর স্কুল বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের পড়াশোনাতে অনেক ক্ষতি হয়েছে । মশিলা গার্লস স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী খুশবু খাতুন বলে, "দু'বছর পর স্কুলে আসছি আজ । খুব ভালো লাগছে । বন্ধুদের সঙ্গে ক্লাস করতে বেশি আনন্দ হবে ।"

ঝোড়হাট রাজরাজেশ্বরী স্কুলের প্রধান শিক্ষিকা সোমা দে কর জানান, যেহেতু খুদে পড়ুয়ারা ক্লাস করবে, তাই বিশেষ নজর দেওয়া হচ্ছে । কোভিডবিধি নিষেধ মেনে চলা হচ্ছে । প্রসঙ্গত কোভিডের তৃতীয় ঢেউয়ের মুখে স্কুল কলেজ সব বন্ধ করে দেওয়া হয়েছিল । ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলাতে 15-18 বছরের ছাত্র-ছাত্রীদের কোভিড টিকা দেওয়া শুরু হয়েছে । তবে প্রথম থেকে সপ্তম শ্রেণির পড়ুয়াদের টিকা দেওয়ার কথা শোনা গেলেও চালু হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.