জগৎবল্লভপুর, 23 সেপ্টেম্বর : সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ উঠল পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে ৷ জগৎবল্লভপুরের পাতিয়াল গ্রামের ঘটনা ৷ আহত সিভিক ভলান্টিয়ারের নাম সুশোভন ঘোষাল ৷
গতরাত দশটা নাগাদ রাস্তায় ডিউটি করছিলেন সুশোভনবাবু ৷ সেইসময় পাঁতিহাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা এলাকার তৃণমূল নেতা বেচারাম বসুর নেতৃত্বে বেশ কয়েকজন যুবককে রাস্তায় গন্ডগোল করতে দেখেন তিনি । পরিস্থিতি স্বাভাবিক করার জন্য থানায় ফোন করার চেষ্টা করেন । সেইসময় বেচারাম ও তাঁর দলবল তাঁকে মারধর করে বলে অভিযোগ ।
চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থানে যান স্থানীয় বাসিন্দারা । তাঁরা তাঁকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভরতি করেন । অবস্থার অবনতি হওয়ায় আজ তাঁকে হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । তাঁর মাথায় বেশ কয়েকটি সেলাই হয়েছে । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বেচারাম বলেন, "আমাকেই প্রথমে মারধর করেন ওই সিভিক ভলান্টিয়ার ।" ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷