হাওড়া, 18 অক্টোবর: প্রতিদিনের মতোই প্ল্যাটফর্ম পরিদর্শনে বেরিয়েছিলেন মহিলা আরপিএফ স্নিগ্ধা বালা, পিঙ্কি পান্ডে ও এ তিরকে ৷ সোমবার রাত 10টা 12 নাগাদ 12864 যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেস 18 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার পর ট্রেনের এস-6 নম্বর কামরা থেকে এক মহিলার কাতরানোর আওয়াজ শুনতে পান স্নিগ্ধারা ৷ এরপর কামরার ভিতরে প্রবেশ করে দেখেন এক মহিলা প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন(Child Birth in Train with the Help of Female Railway Police in Howrah Station)।
এক মুহূর্তও দেরি না-করে কামরার দু'পাশের জানালা বিছানার চাদর দিয়ে ঢেকে দেন । এরপর ওই প্রসূতিকে ট্রেনের কামরার মধ্যেই সন্তান প্রসব করতে সর্বতোভাবে সাহায্য করেন ওই তিন মহিলা আরপিএফ (Howrah Rail Police)। সন্তান প্রসবের পর তাঁরাই অ্যাম্বুলেন্স ডেকে সদ্যজাত ও প্রসূতিকে রেল হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে দু'জনেরই স্বাস্থ্য পরীক্ষা করা হয় ৷ বর্তমানে মা ও সদ্যজাত সুস্থ রয়েছে বলে রেল হাসপাতাল সূত্রে খবর(Child Birth in Howrah Station)৷
এরপর পূর্বরেলের তরফে ওই মহিলার বিস্তারিত বিবরণ দিলে দেখা যায় তাঁর নাম ললিতা গোন্দ । বাড়ি অসমের উদোলগিরির চেহাদাগিচা, দিমাকুচি এলাকায় ৷ স্বামী পদন প্রজার সঙ্গেই কৃষ্ণরাজপুরাম থেকে হাওড়া যাচ্ছিলেন ৷ তার মাঝে ট্রেনেই তাঁর প্রসব বেদনা ওঠে ৷ স্ত্রী-র এই অবস্থায় আরপিএফ কর্মীদের এহেন সাহায্যে খুশি স্বামীও ৷
প্রসূতিকে সন্তানের জন্ম দিতে সাহায্য করায় পূর্বরেলের তরফে আরপিএফ স্নিগ্ধা, পিঙ্কি ও তিরকে-র কাজের প্রশংসা করা হয়েছে ৷
আরও পড়ুন : চলন্ত ট্রেনে সন্তান প্রসব মহিলার, 'মানবিক' রেল পুলিশের সহায়তায় ঘরে ফিরল সুস্থ মা-শিশু