ETV Bharat / state

CBI Raids in Howrah: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে হাওড়াতে সিবিআই তল্লাশি

মঙ্গলবার সকাল থেকে হাওড়ার বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে সিবিআই ৷ মূলত ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থা এস অ্যান্ড রায় কোম্পানির বিভিন্ন ঠিকানায় চলছে তল্লাশি এমনটাই জানা গিয়েছে সিবিআই সূত্রে।

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে হাওড়াতে সিবিআই তল্লাশি
CBI Raids in Howrah
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 1:43 PM IST

Updated : Sep 26, 2023, 2:35 PM IST

হাওড়া, 26 সেপ্টেম্বর: রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় এবার হাওড়াতে তল্লাশি অভিযান চালাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । মঙ্গলবার সকাল থেকে নিঃশব্দে হাওড়ার দাসনগর এলাকার আলামোহন দাস রোডের একটি বাড়ি ও সাঁতরাগাছি এলাকার বাঁকসাড়ার আরও একটি বাড়িতে হানা দেয় সিবিআইয়ের আধিকারিকরা। 8 জনের একটি দল ওই বাড়ি দু'টিতে ঢুকে তল্লাশি শুরু করে। মূলত ওএমআর শিট প্রস্তুতকারী সংস্থার এস অ্যান্ড রায় কোম্পানির দুই আধিকারিকের বাড়ি সিবিআই তল্লাশি চালায়। ওই কোম্পানির দুই আধিকারিক হল কৌশিক মাঝি ও পার্থ সেন ৷ তাঁদের বাড়িতে সিবিআই তল্লাশি চালায়। সম্প্রতি এই দুই আধিকারিককে সিবিআইয়ের তরফে নিজাম প্যালেসের তলব করা হয়েছিল ৷

বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে, মঙ্গলবার সকালে এই দুই আধিকারিকের বাড়ি তল্লাশি শুরু করে সিবিআই। সিবিআই তল্লাশির খবর এলাকাতে চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকাতে। যদিও গাড়ি থেকে নেমে সোজা ওই বাড়িতে ঢুকে যান দলের সদস্যরা। কারও সঙ্গে কোনও কথা না-বলে সোজা ওই বাড়িতে পৌঁছে নিজেদের পরিচয় পত্র দেখিয়ে তল্লাশির কাজ শুরু করেন আধিকারিকরা। এখনও তল্লাশি চলছে বলেই সূত্রের খবর।

সূত্রের খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদের ওএমআর শিট মূল্যায়ন করার কাজ করেন এস বসু রায় অ্যান্ড কোম্পানির দুই আধিকারিক ৷ এছাড়াও মানিক ভট্টাচার্য-সহ অন্য কার কার সঙ্গে কতবার তারা বৈঠক করেছিলেন, পাশপাশি ওএমআর শিট মূল্যায়নে তাঁদেরকে বিশেষ নির্দেশ কেউ দিত কি না তাও জানতে চাওয়া হচ্ছে বলেই জানা যাচ্ছে। যদিও নির্দিষ্ট কোন তথ্যের জন্য এই তল্লাশি সেই বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি সিবিআইয়ের পক্ষ থেকে।

আরও পড়ুন: দুর্গাপুরে আড্ডা ভবন অগ্নিকাণ্ডে সিবিআই তদন্তের দাবি বিজেপির, পালটা ইন্টারপোল চাইল কর্তৃপক্ষ

হাওড়া, 26 সেপ্টেম্বর: রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় এবার হাওড়াতে তল্লাশি অভিযান চালাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । মঙ্গলবার সকাল থেকে নিঃশব্দে হাওড়ার দাসনগর এলাকার আলামোহন দাস রোডের একটি বাড়ি ও সাঁতরাগাছি এলাকার বাঁকসাড়ার আরও একটি বাড়িতে হানা দেয় সিবিআইয়ের আধিকারিকরা। 8 জনের একটি দল ওই বাড়ি দু'টিতে ঢুকে তল্লাশি শুরু করে। মূলত ওএমআর শিট প্রস্তুতকারী সংস্থার এস অ্যান্ড রায় কোম্পানির দুই আধিকারিকের বাড়ি সিবিআই তল্লাশি চালায়। ওই কোম্পানির দুই আধিকারিক হল কৌশিক মাঝি ও পার্থ সেন ৷ তাঁদের বাড়িতে সিবিআই তল্লাশি চালায়। সম্প্রতি এই দুই আধিকারিককে সিবিআইয়ের তরফে নিজাম প্যালেসের তলব করা হয়েছিল ৷

বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে, মঙ্গলবার সকালে এই দুই আধিকারিকের বাড়ি তল্লাশি শুরু করে সিবিআই। সিবিআই তল্লাশির খবর এলাকাতে চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকাতে। যদিও গাড়ি থেকে নেমে সোজা ওই বাড়িতে ঢুকে যান দলের সদস্যরা। কারও সঙ্গে কোনও কথা না-বলে সোজা ওই বাড়িতে পৌঁছে নিজেদের পরিচয় পত্র দেখিয়ে তল্লাশির কাজ শুরু করেন আধিকারিকরা। এখনও তল্লাশি চলছে বলেই সূত্রের খবর।

সূত্রের খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদের ওএমআর শিট মূল্যায়ন করার কাজ করেন এস বসু রায় অ্যান্ড কোম্পানির দুই আধিকারিক ৷ এছাড়াও মানিক ভট্টাচার্য-সহ অন্য কার কার সঙ্গে কতবার তারা বৈঠক করেছিলেন, পাশপাশি ওএমআর শিট মূল্যায়নে তাঁদেরকে বিশেষ নির্দেশ কেউ দিত কি না তাও জানতে চাওয়া হচ্ছে বলেই জানা যাচ্ছে। যদিও নির্দিষ্ট কোন তথ্যের জন্য এই তল্লাশি সেই বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি সিবিআইয়ের পক্ষ থেকে।

আরও পড়ুন: দুর্গাপুরে আড্ডা ভবন অগ্নিকাণ্ডে সিবিআই তদন্তের দাবি বিজেপির, পালটা ইন্টারপোল চাইল কর্তৃপক্ষ

Last Updated : Sep 26, 2023, 2:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.