ETV Bharat / state

Local Train Cancel: টানা 10দিন হাওড়া থেকে বাতিল একাধিক লোকাল ট্রেন, দেখুন তালিকা - ট্রেন বাতিল

মাসের পয়লা থেকেই টানা 10 দিন পূর্ব রেলের শাখায় বাতিল থাকবে কিছু গুরুত্বপূর্ণ লোকাল ৷ দেখে নিন তালিকা ৷

local train
বাতিল একাধিক লোকাল ট্রেন
author img

By

Published : May 1, 2023, 8:01 PM IST

কলকাতা, 1 মে: মে মাস পড়তে না-পড়তেই আবারও একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করল পূর্ব রেল। ট্র্যাকের মেরামতির জন্য একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে ৷ এমনটাই জানানো হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে। সোমবার থেকে আগামী 10 মে পর্যন্ত বাতিল থাকছে ট্রেনগুলি । অর্থাৎ, টানা 10 দিন একাধিক ট্রেন বাতিল । প্রায় প্রতিমাসেই পূর্ব রেলের বিভিন্ন শাখার বিভিন্ন স্টেশনের কখনও ট্র্যাক আবার কখনও সিগন্যালিং ব্যবস্থা কিংবা অন্যান্য কাজের জন্য রাতের দিকে পাওয়ার ব্লক নেওয়া হয়ে থাকে । আর তার জেরেই সপ্তাহের কাজের দিনগুলিতে বিভিন্ন সময় একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয় । প্রত্যেক মাসে এই ঘটনা এখন কার্যত নিয়মে এসে দাঁড়িয়েছে ।

পূর্ব রেলের লিলুয়া বর্ধমান শাখায় ট্র্যাকের মেরামতি এবং বিদ্যুত সম্পর্কিত কাজের জন্য সোমবার থেকে 10 মে পর্যন্ত একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে । লিলুয়া-বর্ধমান শাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ । কারণ এই ট্রেনগুলিতে করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ শহরে আসে কাজের জন্য । তাই স্বাভাবিকভাবেই মাসের 10 দিন এই শাখায় ট্রেনের অভাব থাকলে যাত্রীদের সমস্যায় পড়তে হবে। পাশাপাশি অন্যান্য ট্রেনগুলিতে গাদাগাদি ভিড় থাকবে ।

এই দশদিন যেই ট্রেনগুলি বাতিল থাকছে সেগুলির তালিকা এক নজরে:

  • হাওড়া থেকে যেই ট্রেনগুলি বাতিল থাকছে সেগুলি হল: 37611, 37815, 37343,36071, 37011, 36825
  • পান্ডুয়া থেকে: 37614
  • বর্ধমান থেকে: 37834, 37840
  • তারকেশ্বর থেকে: 37354
  • গুরাপ থেকে: 36072
  • শ্রীরামপুর থেকে: 37012

অন্যদিকে রাজ্য থেকে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েগামী বেশ কয়েকটি ট্রেনের ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল । জানা গিয়েছে, যেহেতু এই এক্সপ্রেস ট্রেনগুলি বেশ জনপ্রিয় এবং যাত্রীদের মধ্যে চাহিদাও থাকে অনেক বেশি ৷ তাই যাতে আরও বেশি পরিমাণে যাত্রীদের পরিষেবা দেওয়া সম্ভব হয় তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে । তাই আপাতত আগামী ছ'মাস পরীক্ষামূলকভাবে বাড়ানো হচ্ছে স্টপেজ । স্টেশনগুলিতে ট্রেনগুলি দু'মিনিট করে দাঁড়াবে । এরপর যাত্রী ভিড় বিবেচনা করে পাকাপাকিভাবে হয়তো স্টপেজগুলি যুক্ত করা হবে তালিকায় ।

যেই ট্রেনগুলোর ক্ষেত্রে বাড়তি স্টপেজ দেওয়া হয়েছে সেগুলি হল:


  • 12345 হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস
  • 12346 গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস

  • 13053 হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেস

  • 13054 রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেস

  • 13169 শিয়ালদহ-শহরস্য হাটে বাজারে এক্সপ্রেস

  • 13170 শহরস্য-শিয়ালদা হাটে বাজারে এক্সপ্রেস

  • 13063 হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস

  • 13064 বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস

  • 13147 শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস

13148 বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস

আরও পড়ুন: ওভারব্রিজ নির্মাণের কাজে বাতিল একাধিক মালদাগামী ট্রেন, দেখুন তালিকা

কলকাতা, 1 মে: মে মাস পড়তে না-পড়তেই আবারও একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করল পূর্ব রেল। ট্র্যাকের মেরামতির জন্য একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে ৷ এমনটাই জানানো হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে। সোমবার থেকে আগামী 10 মে পর্যন্ত বাতিল থাকছে ট্রেনগুলি । অর্থাৎ, টানা 10 দিন একাধিক ট্রেন বাতিল । প্রায় প্রতিমাসেই পূর্ব রেলের বিভিন্ন শাখার বিভিন্ন স্টেশনের কখনও ট্র্যাক আবার কখনও সিগন্যালিং ব্যবস্থা কিংবা অন্যান্য কাজের জন্য রাতের দিকে পাওয়ার ব্লক নেওয়া হয়ে থাকে । আর তার জেরেই সপ্তাহের কাজের দিনগুলিতে বিভিন্ন সময় একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয় । প্রত্যেক মাসে এই ঘটনা এখন কার্যত নিয়মে এসে দাঁড়িয়েছে ।

পূর্ব রেলের লিলুয়া বর্ধমান শাখায় ট্র্যাকের মেরামতি এবং বিদ্যুত সম্পর্কিত কাজের জন্য সোমবার থেকে 10 মে পর্যন্ত একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে । লিলুয়া-বর্ধমান শাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ । কারণ এই ট্রেনগুলিতে করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ শহরে আসে কাজের জন্য । তাই স্বাভাবিকভাবেই মাসের 10 দিন এই শাখায় ট্রেনের অভাব থাকলে যাত্রীদের সমস্যায় পড়তে হবে। পাশাপাশি অন্যান্য ট্রেনগুলিতে গাদাগাদি ভিড় থাকবে ।

এই দশদিন যেই ট্রেনগুলি বাতিল থাকছে সেগুলির তালিকা এক নজরে:

  • হাওড়া থেকে যেই ট্রেনগুলি বাতিল থাকছে সেগুলি হল: 37611, 37815, 37343,36071, 37011, 36825
  • পান্ডুয়া থেকে: 37614
  • বর্ধমান থেকে: 37834, 37840
  • তারকেশ্বর থেকে: 37354
  • গুরাপ থেকে: 36072
  • শ্রীরামপুর থেকে: 37012

অন্যদিকে রাজ্য থেকে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েগামী বেশ কয়েকটি ট্রেনের ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল । জানা গিয়েছে, যেহেতু এই এক্সপ্রেস ট্রেনগুলি বেশ জনপ্রিয় এবং যাত্রীদের মধ্যে চাহিদাও থাকে অনেক বেশি ৷ তাই যাতে আরও বেশি পরিমাণে যাত্রীদের পরিষেবা দেওয়া সম্ভব হয় তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে । তাই আপাতত আগামী ছ'মাস পরীক্ষামূলকভাবে বাড়ানো হচ্ছে স্টপেজ । স্টেশনগুলিতে ট্রেনগুলি দু'মিনিট করে দাঁড়াবে । এরপর যাত্রী ভিড় বিবেচনা করে পাকাপাকিভাবে হয়তো স্টপেজগুলি যুক্ত করা হবে তালিকায় ।

যেই ট্রেনগুলোর ক্ষেত্রে বাড়তি স্টপেজ দেওয়া হয়েছে সেগুলি হল:


  • 12345 হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস
  • 12346 গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস

  • 13053 হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেস

  • 13054 রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেস

  • 13169 শিয়ালদহ-শহরস্য হাটে বাজারে এক্সপ্রেস

  • 13170 শহরস্য-শিয়ালদা হাটে বাজারে এক্সপ্রেস

  • 13063 হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস

  • 13064 বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস

  • 13147 শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস

13148 বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস

আরও পড়ুন: ওভারব্রিজ নির্মাণের কাজে বাতিল একাধিক মালদাগামী ট্রেন, দেখুন তালিকা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.