ETV Bharat / state

Dumurjala Sports City : সবুজায়ন ধ্বংস করে কেন ডুমুরজলা স্পোর্টস সিটি, রাজ্যের কাছে ব্যাখ্যা চাইল হাইকোর্ট - রাজ্যের কাছে ব্যাখ্যা চাইল হাইকোর্ট

হাওড়া শহরের অন্যতম প্রাণকেন্দ্র বলে ধরা হয় ডুমুরজলা পার্ককে ৷ সেখানে কীভাবে সরকারি স্পোর্টস সিটি তৈরি করা হচ্ছে, রাজ্যের কাছে তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court seeks affidavit from Government) ৷

Dumurjala Sports City
সবুজায়ন ধ্বংস করে কেন স্পোর্টস সিটি ? রাজ্যের কাছে ব্যাখ্যা চাইল হাইকোর্ট
author img

By

Published : Jan 4, 2022, 4:25 PM IST

Updated : Jan 4, 2022, 5:26 PM IST

কলকাতা, 4 জানুয়ারি : ডুমুরজলা পার্কের মধ্যে কীভাবে তৈরি করা হচ্ছে সরকারি স্পোর্টস সিটি ? রাজ্য সরকারের কাছে বিশদ ব্যাখ্যা চাইল কলকাতা হাইকোর্ট । 28 ফেব্রুয়ারির মধ্যে এই বিষয়ে রাজ্য সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ (Calcutta High Court seeks report from Government) ।

পরিবেশের ক্ষতি করে ডুমুরজলা পার্কের মধ্যে প্রায় 56 একর জমির উপর তৈরি হচ্ছে ডুমুরজলা স্পোর্টস সিটি (Dumurjala Sports City) । এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন আইনজীবী ইমতিয়াজ আহমেদ । মঙ্গলবার সেই মামলার শুনানিতে মামলাকারীর তরফে আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, ‘‘জলাভূমি বুজিয়ে স্পোর্টস সিটি বানাতে গিয়ে বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে ।’’ তারপরেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, ‘‘এই ব্যাপারে রাজ্য হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে চায় ।’’

এরপরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যকে নির্দেশ দেয়, কোথায় কীভাবে স্পোর্টস সিটি বানানো হচ্ছে এবং সবুজ ধ্বংস করে এই প্রকল্প রূপায়নের অভিযোগের বিষয়ে রাজ্যকে তাদের বক্তব্য জানাতে হবে । মামলাকারী আইনজীবী ইমতিয়াজ আহমেদ বলেন, ‘‘হাওড়া শহরের ফুসফুস হচ্ছে ডুমুরজলা মাঠ । সেখানে মাঠ রয়েছে, পুকুর রয়েছে । স্পোর্টস সিটি বানানোর নাম করে সবুজায়ন ধ্বংস করে, পুকুর ভরাট করে কংক্রিটের জঙ্গলে পরিণত করা হচ্ছে ৷’’

সবুজায়ন ধ্বংস করে কেন ডুমুরজলা স্পোর্টস সিটি, রাজ্যের কাছে ব্যাখ্যা চাইল হাইকোর্ট

পাশাপাশি মামলাকারীর তরফে আরেক আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, ‘‘সরকারি নথিতে এটাকে সেন্ট্রাল পার্ক হিসেবে দেখানো রয়েছে । তার মানে এটা একটা পাবলিক পার্ক । এটাকে অন্য কাজে ব্যবহার করা যায় না । দিল্লির হাকিম আজমল পার্কে একটা সময় বাস্কেটবল স্টেডিয়াম তৈরির জন্য দিল্লি ডেভেলপমেন্ট কমিটি উদ্যোগ নিয়েছিল । কিন্তু দিল্লি হাইকোর্ট ওই স্টেডিয়াম ভাঙার নির্দেশ দেয় । শহর থাকলে পার্কও রাখতে হবে ।’’

আরও পড়ুন : ইডেনের বিকল্প ক্রিকেট স্টেডিয়াম হতে চলেছে রাজ্যে, সবুজ সংকেত নবান্নের

ডুমুরজলার মাঠে হাওড়া উন্নয়ন সংস্থা 56 একর জমি অধিগ্রহণ করেছিল । খেলাধুলার আধুনিক উন্নত পরিকাঠামো বানানোর পরিকল্পনা ছিল রাজ্যের । সেখানে সুইমিংপুল কমপ্লেক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল প্রভৃতি খেলার মাঠ তৈরি করার পরিকল্পনা করেছিল রাজ্য সরকার । প্রকল্প রূপায়নের দায়িত্বে রয়েছে হিডকো ।

কলকাতা, 4 জানুয়ারি : ডুমুরজলা পার্কের মধ্যে কীভাবে তৈরি করা হচ্ছে সরকারি স্পোর্টস সিটি ? রাজ্য সরকারের কাছে বিশদ ব্যাখ্যা চাইল কলকাতা হাইকোর্ট । 28 ফেব্রুয়ারির মধ্যে এই বিষয়ে রাজ্য সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ (Calcutta High Court seeks report from Government) ।

পরিবেশের ক্ষতি করে ডুমুরজলা পার্কের মধ্যে প্রায় 56 একর জমির উপর তৈরি হচ্ছে ডুমুরজলা স্পোর্টস সিটি (Dumurjala Sports City) । এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন আইনজীবী ইমতিয়াজ আহমেদ । মঙ্গলবার সেই মামলার শুনানিতে মামলাকারীর তরফে আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, ‘‘জলাভূমি বুজিয়ে স্পোর্টস সিটি বানাতে গিয়ে বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে ।’’ তারপরেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, ‘‘এই ব্যাপারে রাজ্য হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে চায় ।’’

এরপরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যকে নির্দেশ দেয়, কোথায় কীভাবে স্পোর্টস সিটি বানানো হচ্ছে এবং সবুজ ধ্বংস করে এই প্রকল্প রূপায়নের অভিযোগের বিষয়ে রাজ্যকে তাদের বক্তব্য জানাতে হবে । মামলাকারী আইনজীবী ইমতিয়াজ আহমেদ বলেন, ‘‘হাওড়া শহরের ফুসফুস হচ্ছে ডুমুরজলা মাঠ । সেখানে মাঠ রয়েছে, পুকুর রয়েছে । স্পোর্টস সিটি বানানোর নাম করে সবুজায়ন ধ্বংস করে, পুকুর ভরাট করে কংক্রিটের জঙ্গলে পরিণত করা হচ্ছে ৷’’

সবুজায়ন ধ্বংস করে কেন ডুমুরজলা স্পোর্টস সিটি, রাজ্যের কাছে ব্যাখ্যা চাইল হাইকোর্ট

পাশাপাশি মামলাকারীর তরফে আরেক আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, ‘‘সরকারি নথিতে এটাকে সেন্ট্রাল পার্ক হিসেবে দেখানো রয়েছে । তার মানে এটা একটা পাবলিক পার্ক । এটাকে অন্য কাজে ব্যবহার করা যায় না । দিল্লির হাকিম আজমল পার্কে একটা সময় বাস্কেটবল স্টেডিয়াম তৈরির জন্য দিল্লি ডেভেলপমেন্ট কমিটি উদ্যোগ নিয়েছিল । কিন্তু দিল্লি হাইকোর্ট ওই স্টেডিয়াম ভাঙার নির্দেশ দেয় । শহর থাকলে পার্কও রাখতে হবে ।’’

আরও পড়ুন : ইডেনের বিকল্প ক্রিকেট স্টেডিয়াম হতে চলেছে রাজ্যে, সবুজ সংকেত নবান্নের

ডুমুরজলার মাঠে হাওড়া উন্নয়ন সংস্থা 56 একর জমি অধিগ্রহণ করেছিল । খেলাধুলার আধুনিক উন্নত পরিকাঠামো বানানোর পরিকল্পনা ছিল রাজ্যের । সেখানে সুইমিংপুল কমপ্লেক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল প্রভৃতি খেলার মাঠ তৈরি করার পরিকল্পনা করেছিল রাজ্য সরকার । প্রকল্প রূপায়নের দায়িত্বে রয়েছে হিডকো ।

Last Updated : Jan 4, 2022, 5:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.