ETV Bharat / state

নাগরিকত্ব ছিনিয়ে নিতে নয়, নিশ্চিত করতেই CAA : মোদি - CAA will give people Identity not remove their identity

বেলুড় মঠেও CAA নিয়ে সুর চড়ালেন মোদি ।

মোদি
মোদি
author img

By

Published : Jan 12, 2020, 10:21 AM IST

Updated : Jan 12, 2020, 2:49 PM IST

বেলুড়, 12 জানুয়ারি : আজ স্বামী বিবেকানন্দের 156তম জন্মদিবস ৷ সেই উপলক্ষে 36তম যুব দিবসে বেলুড় মঠের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী । অনুষ্ঠানে তাঁর বক্তব্যে উঠে এল নাগরিকত্ব সংশোধনী আইনের (2019) কথা । বললেন, কারও নাগরিকত্ব ছিনিয়ে নিয়ে এই আইন নয় । নাগরিকত্ব দিতেই এই আইন । যা নিয়ে অনেকেরই ভুল ধারণা রয়েছে । বেলুড় মঠের মঞ্চে যুব দিবসের অনুষ্ঠানে এসেও বিরোধীদের আক্রমণ করলেন নরেন্দ্র মোদি ৷

তিনি বলেন, বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই CAA বিরোধিতা করছে ৷ তাঁর কথায়, CAA নাগরিকত্ব ছিনিয়ে নিতে নয় ৷ নাগরিকত্ব নিশ্চিত করতেই ৷ তাঁর কথায়, ''আমি বারবার বলছি ৷ স্বাধীনতার পরবর্তীতে মহাত্মা গান্ধি এবং অন্য রাষ্ট্রনেতারা বারবার বিশ্বাস করে এসেছেন, পাকিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার যে সমস্ত সংখ্যালঘুরা, তাঁদের নাগরিকত্ব দিতে হবে ৷ ''

CAA নিয়ে অনেকে রাজনৈতিক কারণে বিভ্রান্তি ছড়াচ্ছে । ছাত্ররা বুঝছে, এমনও বলেন তিনি ৷ প্রধানমন্ত্রীর বক্তব্য, ''আপনারা, দেশের নাগরিকরা খুব ভালোভাবেই বুঝতে পারছেন ৷ কিন্তু যাঁরা রাজনৈতিক উদ্দেশ্যসাধন করতে চাইছেন CAA-কে হাতিয়ার করে, তাঁরা বুঝতে চাইছেন না ৷ মানুষই এর জবাব দেবেন ৷ ''

নরেন্দ্র মোদি বেলুড়ের মঞ্চ থেকে দেশের উত্তর-পূর্ব অংশকে উদ্দেশ্য করে বলেন, ''নিজস্ব পরিচয়, ভাষা, সংস্কৃতি অক্ষুণ্ণ থাকবে ৷ '' স্বামীজির চিন্তা ও আদর্শকে সামনে রেখে দেশের যুব সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন প্রধানমন্ত্রী ৷ এরপরই তিনি নাগরিকত্ব আইনের প্রসঙ্গ টেনে বক্তব্য পেশ করেন ৷

শুনে নিন কী বললেন প্রধানমন্ত্রী

বেলুড়, 12 জানুয়ারি : আজ স্বামী বিবেকানন্দের 156তম জন্মদিবস ৷ সেই উপলক্ষে 36তম যুব দিবসে বেলুড় মঠের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী । অনুষ্ঠানে তাঁর বক্তব্যে উঠে এল নাগরিকত্ব সংশোধনী আইনের (2019) কথা । বললেন, কারও নাগরিকত্ব ছিনিয়ে নিয়ে এই আইন নয় । নাগরিকত্ব দিতেই এই আইন । যা নিয়ে অনেকেরই ভুল ধারণা রয়েছে । বেলুড় মঠের মঞ্চে যুব দিবসের অনুষ্ঠানে এসেও বিরোধীদের আক্রমণ করলেন নরেন্দ্র মোদি ৷

তিনি বলেন, বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই CAA বিরোধিতা করছে ৷ তাঁর কথায়, CAA নাগরিকত্ব ছিনিয়ে নিতে নয় ৷ নাগরিকত্ব নিশ্চিত করতেই ৷ তাঁর কথায়, ''আমি বারবার বলছি ৷ স্বাধীনতার পরবর্তীতে মহাত্মা গান্ধি এবং অন্য রাষ্ট্রনেতারা বারবার বিশ্বাস করে এসেছেন, পাকিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার যে সমস্ত সংখ্যালঘুরা, তাঁদের নাগরিকত্ব দিতে হবে ৷ ''

CAA নিয়ে অনেকে রাজনৈতিক কারণে বিভ্রান্তি ছড়াচ্ছে । ছাত্ররা বুঝছে, এমনও বলেন তিনি ৷ প্রধানমন্ত্রীর বক্তব্য, ''আপনারা, দেশের নাগরিকরা খুব ভালোভাবেই বুঝতে পারছেন ৷ কিন্তু যাঁরা রাজনৈতিক উদ্দেশ্যসাধন করতে চাইছেন CAA-কে হাতিয়ার করে, তাঁরা বুঝতে চাইছেন না ৷ মানুষই এর জবাব দেবেন ৷ ''

নরেন্দ্র মোদি বেলুড়ের মঞ্চ থেকে দেশের উত্তর-পূর্ব অংশকে উদ্দেশ্য করে বলেন, ''নিজস্ব পরিচয়, ভাষা, সংস্কৃতি অক্ষুণ্ণ থাকবে ৷ '' স্বামীজির চিন্তা ও আদর্শকে সামনে রেখে দেশের যুব সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন প্রধানমন্ত্রী ৷ এরপরই তিনি নাগরিকত্ব আইনের প্রসঙ্গ টেনে বক্তব্য পেশ করেন ৷

শুনে নিন কী বললেন প্রধানমন্ত্রী
Kolkata (WB), Jan 11 (ANI): Prime Minister Narendra Modi unveiled a statue at Old Currency Building in West Bengal's Kolkata on January 11. While addressing the gathering during the event, PM Modi said, "A museum called 'Biplobi Bharat' should be established in which Netaji Subhas Chandra Bose, Aurobindo Ghosh, Rash Bihari Bose, Khudiram Bose, Deshbandhu, Bagha Jatin, Binoy, Badal, Dinesh every such great freedom fighter should be given a place."
Last Updated : Jan 12, 2020, 2:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.