বেলুড়, 12 জানুয়ারি : আজ স্বামী বিবেকানন্দের 156তম জন্মদিবস ৷ সেই উপলক্ষে 36তম যুব দিবসে বেলুড় মঠের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী । অনুষ্ঠানে তাঁর বক্তব্যে উঠে এল নাগরিকত্ব সংশোধনী আইনের (2019) কথা । বললেন, কারও নাগরিকত্ব ছিনিয়ে নিয়ে এই আইন নয় । নাগরিকত্ব দিতেই এই আইন । যা নিয়ে অনেকেরই ভুল ধারণা রয়েছে । বেলুড় মঠের মঞ্চে যুব দিবসের অনুষ্ঠানে এসেও বিরোধীদের আক্রমণ করলেন নরেন্দ্র মোদি ৷
তিনি বলেন, বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই CAA বিরোধিতা করছে ৷ তাঁর কথায়, CAA নাগরিকত্ব ছিনিয়ে নিতে নয় ৷ নাগরিকত্ব নিশ্চিত করতেই ৷ তাঁর কথায়, ''আমি বারবার বলছি ৷ স্বাধীনতার পরবর্তীতে মহাত্মা গান্ধি এবং অন্য রাষ্ট্রনেতারা বারবার বিশ্বাস করে এসেছেন, পাকিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার যে সমস্ত সংখ্যালঘুরা, তাঁদের নাগরিকত্ব দিতে হবে ৷ ''
CAA নিয়ে অনেকে রাজনৈতিক কারণে বিভ্রান্তি ছড়াচ্ছে । ছাত্ররা বুঝছে, এমনও বলেন তিনি ৷ প্রধানমন্ত্রীর বক্তব্য, ''আপনারা, দেশের নাগরিকরা খুব ভালোভাবেই বুঝতে পারছেন ৷ কিন্তু যাঁরা রাজনৈতিক উদ্দেশ্যসাধন করতে চাইছেন CAA-কে হাতিয়ার করে, তাঁরা বুঝতে চাইছেন না ৷ মানুষই এর জবাব দেবেন ৷ ''
নরেন্দ্র মোদি বেলুড়ের মঞ্চ থেকে দেশের উত্তর-পূর্ব অংশকে উদ্দেশ্য করে বলেন, ''নিজস্ব পরিচয়, ভাষা, সংস্কৃতি অক্ষুণ্ণ থাকবে ৷ '' স্বামীজির চিন্তা ও আদর্শকে সামনে রেখে দেশের যুব সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন প্রধানমন্ত্রী ৷ এরপরই তিনি নাগরিকত্ব আইনের প্রসঙ্গ টেনে বক্তব্য পেশ করেন ৷